West Bengal News LIVE Updates: শিলিগুড়িতেও ATM প্রতারণা ! কার্ড লক, হেল্প লাইন নম্বরে ফোন করতেই টাকা গায়েব !
WB News LIVE Updates: রাজ্য থেকে জেলার সব খবরের লাইভ আপডেট দেখুন...
LIVE

Background
West Bengal News LIVE: শিলিগুড়িতেও ATM প্রতারণা ! কার্ড লক, হেল্প লাইন নম্বরে ফোন করতেই টাকা গায়েব !
সার্ভে পার্কের কায়দায় শিলিগুড়িতেও ATM প্রতারণা ! ATM-এ কার্ড লক, হেল্প লাইন নম্বরে ফোন করতেই টাকা গায়েব। ATM-এ গিয়ে প্রতারণার শিকার শিলিগুড়ির বাসিন্দার। বেসরকারি ব্যাঙ্কের ATM থেকে ২০ হাজার টাকা গায়েবের অভিযোগ।
West Bengal News Live Update: সেন্ট্রাল অ্যাভিনিউয়ে দুঃসাহসিক লুঠে ঘনীভূত রহস্য, 'গামছায় মাথা-মুখ ঢেকে ঢুকেছিল দুষ্কৃতীরা'
সেন্ট্রাল অ্যাভিনিউয়ে দুঃসাহসিক লুঠে ঘনীভূত রহস্য । 'গামছায় মাথা-মুখ ঢেকে ঢুকেছিল দুষ্কৃতীরা'। বাড়িতে ঢুকে ৩ তলায় বৃদ্ধার ঘরে পৌঁছে যায় দুষ্কৃতীরা, খবর পুলিশ সূত্রে । কোন ঘরে বৃদ্ধা থাকেন কী করে জানল দুষ্কৃতী? নেপথ্যে পরিচিত কেউ ? CC ক্যামেরা ভেঙে লুঠপাট, পুলিশ সূত্রে খবর। গোটা ঘটনাই পূর্ব পরিকল্পিত? নেপথ্যে পরিচিত কেউ? কেয়ারটেকারের বয়ান খতিয়ে দেখছে পুলিশ ।
West Bengal News LIVE: জীবনতলায় 7 MM পিস্তলের ১৯০ রাউন্ড কার্তুজ-সহ ৪ জন গ্রেফতার
বারুদের স্তূপে দক্ষিণ ২৪ পরগনা! জীবনতলায় গুলির ভাণ্ডার ! বজবজে অস্ত্র-বোমার তাণ্ডবের পরে জীবনতলায় গুলির পাহাড় ! জীবনতলায় 7 MM পিস্তলের ১৯০ রাউন্ড কার্তুজ-সহ ৪ জন গ্রেফতার। অস্ত্র কারবারীদের হাতে অর্ডন্যান্স ফ্যাক্টরিতে তৈরি ১৯০ রাউন্ড কার্তুজ ! ধৃত ৪ জনের মধ্যে ১ জন বিবাদী বাগের অস্ত্র দোকানের কর্মী ! অস্ত্রের দোকান থেকে গুলি কীভাবে বেআইনি অস্ত্রের কারবারীদের হাতে ? বেঙ্গল STF-এর অভিযান, ১২ রাউন্ড গুলি-সহ ডাবল ব্যারেল বন্দুকের হদিশ ! অস্ত্রের দোকান থেকে কার্তুজ কিনে পৌঁছে যাচ্ছে দুষ্কৃতীদের হাতে: সূত্র। একের পর এক শ্যুটআউটের তদন্তে নেমে অস্ত্র কারবারের পর্দাফাঁস ! কীভাবে দুষ্কৃতীদের হাতে অস্ত্র-গুলি ! পৌঁছে যাচ্ছিল কাদের হাতে ? বড় কোন অপরাধের ছকে দক্ষিণ ২৪ পরগনায় এত অস্ত্র-গুলি মজুত ?
কর্মী গ্রেফতার, বিবাদী বাগে অস্ত্রের দোকানে রাজ্য পুলিশের STF।
West Bengal News Live Update: রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে জল ঢুকে ফের বিকল এক্স রে মেশিন
রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে জল ঢুকে ফের বিকল এক্স রে মেশিন। ড্রেনের জল ঢুকে গিয়ে ৬ দিন ধরে বন্ধ জরুরি বিভাগের ডিজিটাল এক্স রে রুম । ডিজিট্যাল এক্স রে রুমে জল থই থই। ঘরের বাইরে টাঙানো রয়েছে পোস্টারও। ঘর পর্যন্ত এসেও পোস্টার দেখেই তাই ফিরে যেতে হচ্ছে জরুরি বিভাগের রোগীদের।
West Bengal News LIVE: গান স্যালুট, রবীন্দ্র সদনে প্রতুল মুখোপাধ্যায়কে শেষশ্রদ্ধা মুখ্যমন্ত্রীর
প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় । প্রতুল মুখোপাধ্যায়কে রবীন্দ্র সদনে শেষশ্রদ্ধা মুখ্যমন্ত্রীর । রবীন্দ্র সদন চত্বরে প্রতুল মুখোপাধ্যায় গান স্যালুট । দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। ৮৩ বছর বয়সে প্রয়াত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। অসুস্থ শিল্পী ভর্তি ছিলেন SSKM-এ । কয়েকদিন আগে হাসপাতালে গিয়ে শিল্পীর সঙ্গে দেখা করে এসেছিলেন মুখ্যমন্ত্রী । দেহদান করায় রবীন্দ্রসদন থেকে SSKM-এ ফেরানো হবে প্রতুল মুখোপাধ্যায়ের মরদেহ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
