(Source: ECI/ABP News/ABP Majha)
West Bengal News Live: এক চোখ হারিয়েও বদলা নয়, শান্তির বার্তা পটাশপুরের বিজেপি সমর্থকের
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: মালবাজার (Malbazar) থেকে বাগডোগরা (Bagdogra) আসার পথে দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর কপ্টার। সেবকের এয়ারবেসে জরুরি অবতরণ। নামতে গিয়ে পা-কোমরে চোট, দাবি ঘনিষ্ঠমহল সূত্রে।
সেবকের এয়ারবেসে কপ্টারের অবতরণ। মুখ্যমন্ত্রীর পা-কোমরের লিগামেন্টে চোট, এমআরআইয়ের পর জানাল এসএসকেএম।
বিধানসভা ভোটের পর পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রীর পায়ে চোট। কটাক্ষ বিরোধীদের।
বৈকুণ্ঠপুর জঙ্গলে দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর কপ্টার। নামার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ছিল কিনা, খতিয়ে দেখার কথা জানাল সেনা।
মধ্যপ্রদেশের সভা থেকে বাংলার দুর্নীতি নিয়ে মোদির নিশানায় তৃণমূল।
শিক্ষক, কয়লা থেকে সারদাকাণ্ডে তৃণমূলকে আক্রমণে মোদি। পাল্টা জবাব মমতার।
চব্বিশের ভোটের আগে পাটনায় বিরোধীদের মহাজোট। কংগ্রেস থেকে আরজেডি-ডিএমকে, এনসিপির নাম করে সুর চড়ালেন মোদি।
দুর্নীতি নিয়ে মোদির আক্রমণ, নদিয়ার সভায় পাল্টা বিজেপিকে কটাক্ষ অভিষেকের।
ভোটের বাকি আর ১১দিন, ১১তম খুন সেই দিনহাটায়। বাংলাদেশ সীমান্তবর্তী গীতালদহে তৃণমূল-বিজেপি সংঘর্ষে চলল গুলি। প্রাণ গেল তৃণমূলকর্মীর, আহত ৬।
সভার পরের দিনই অশান্ত দিনহাটা। বিএসএফকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।
ফের অশান্ত কোচবিহারের গীতালদহ। তৃণমূল প্রার্থীর ভাইয়ের পেটে গুলি। মুর্শিদাবাদের সালারে সিপিএমের মিছিলে হামলা। গুলি চলল গোসাবাতেও।
ভোটের আগে জেলায় জেলায় সন্ত্রাস। ডায়মন্ড হারবারের প্রার্থীকে নিয়ে নির্বাচন কমিশনে শুভেন্দু।
পুরীতে প্রোমোটার, বাঘাযতীনে বেআইনি নির্মাণ ভাঙতে বাধা তৃণমূল কাউন্সিলর! ফিরতে হল পুর-আধিকারিক-পুলিশকে! ভুল বোঝাবুঝির সাফাই কাউন্সিলরের।
বাঘাযতীনে বেআইনি নির্মাণ ভাঙতে তৃণমূল কাউন্সিলরের বাধা! কাটমানি অভিযোগ বিজেপির। প্রশাসনের কাজে হস্তক্ষেপ ঠিক নয়, কড়া বার্তা মেয়রের।
যাঁরা দলের জন্য় কাজ করেছেন। যাঁরা দল করতে গিয়ে জেলে গেছেন। তাঁরা পঞ্চায়েতে টিকিট পেলেন না। তৃণমূলে বিদ্রোহের আবহেই এবার পঞ্চায়েতের টিকিট বন্টন নিয়ে উষ্মা প্রকাশ করলেন মেমারির তৃণমূল বিধায়ক মধূসুদন ভট্টাচার্য। যা নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
তৃণমূলে হুমায়ুন অস্বস্তি। বহরমপুরের টেক্সটাইল মোড়ের সভা বাতিল করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডোমকলের রোড শোতে উপস্থিত থাকলেন হুমায়ুন কবীর। কিন্তু, নিজের দাবি থেকে এখনই যে সরছেন না, তা এদিনও স্পষ্ট করে দিয়েছেন তিনি।
WB News Live Updates: এইমসে নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাকদার বিজেপি বিধায়ককে ৩০ জুন তলব করলেও পরে তা পিছিয়ে দিল CID
এইমসে নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকে ৩০ জুন তলব করলেও পরে তা পিছিয়ে দিল সিআইডি। পঞ্চায়েত ভোটের পর তাঁকে ডাকা হবে, দাবি বিজেপি বিধায়কের। সিআইডি সূত্রে দাবি, বঙ্কিম ঘোষের পুত্রবধূকে জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলার পরই তাঁকে তলব করার সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে, বিজেপি বিধায়কের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যেই এই মামলা করা হয়েছে। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
West Bengal News Live: ফের রাজ্য নির্বাচন কমিশনকে তার দায়িত্ব মনে করাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ
ফের একবার কড়া সুরে রাজ্য নির্বাচন কমিশনকে তার দায়িত্ব মনে করাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। কমিশনের উদ্দেশে প্রধান বিচারপতি বললেন, আপনাদের নিজেদের সম্মান এবং মর্যাদা রক্ষার জন্য এমন পদক্ষেপ করুন যাতে সাধারণ মানুষ আপনাদের ভরসা করেন। কিছু করুন যাতে মানুষ ভরসা পায়।
WB News Live Updates: এক চোখ হারিয়েও বদলা নয়, শান্তির বার্তা পটাশপুরের বিজেপি সমর্থকের
এক চোখ হারিয়েও বদলা নয়, শান্তির বার্তা পটাশপুরের বিজেপি সমর্থকের। 'চোখের বদলা চোখ নয়, গ্রেফতার হোক দুষ্কৃতীরা'। ভোট হোক শান্তিতে, আবেদন পটাশপুরের আক্রান্ত বিজেপি সমর্থকের। রবিবার পতাকা লাগাতে গেলে বিজেপি সমর্থকের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
West Bengal News Live: শক্তিগড়ে কয়লা মাফিয়া রাজু ঝা খুনে আরও গ্রেফতার
শক্তিগড়ে কয়লা মাফিয়া রাজু ঝা খুনে আরও গ্রেফতার। বিহারের বৈশালী থেকে মুকেশ, পবন কুমার নামে ২জন গ্রেফতার। সোমবার গ্রেফতার, ট্রানজিট রিমান্ডে আনা হল বর্ধমানে। ১ জুলাই ধৃত ২জনের টিআই প্যারেডের আবেদন মঞ্জুর আদালতের।
WB News Live Updates: কোচবিহারের দিনহাটা যেন ভোট-হিংসার হটস্পট!
সকালে গুলিতে খুন তৃণমূল কর্মী, রাতে গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থীর ভাই! কোচবিহারের দিনহাটা যেন ভোট-হিংসার হটস্পট! হিসেব বলছে, ১০ জুন থেকে ২৭ জুন, এই ১৭ দিনে বারবার রক্তাক্ত হয়েছে দিনহাটার নানা প্রান্ত। বারবার ঘটেছে রক্তপাত, প্রাণহানি। আর ভোটের আগে বেলাগাম সন্ত্রাস নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা।