West Bengal News Live: এক চোখ হারিয়েও বদলা নয়, শান্তির বার্তা পটাশপুরের বিজেপি সমর্থকের
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE

Background
WB News Live Updates: এইমসে নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাকদার বিজেপি বিধায়ককে ৩০ জুন তলব করলেও পরে তা পিছিয়ে দিল CID
এইমসে নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকে ৩০ জুন তলব করলেও পরে তা পিছিয়ে দিল সিআইডি। পঞ্চায়েত ভোটের পর তাঁকে ডাকা হবে, দাবি বিজেপি বিধায়কের। সিআইডি সূত্রে দাবি, বঙ্কিম ঘোষের পুত্রবধূকে জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলার পরই তাঁকে তলব করার সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে, বিজেপি বিধায়কের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যেই এই মামলা করা হয়েছে। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
West Bengal News Live: ফের রাজ্য নির্বাচন কমিশনকে তার দায়িত্ব মনে করাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ
ফের একবার কড়া সুরে রাজ্য নির্বাচন কমিশনকে তার দায়িত্ব মনে করাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। কমিশনের উদ্দেশে প্রধান বিচারপতি বললেন, আপনাদের নিজেদের সম্মান এবং মর্যাদা রক্ষার জন্য এমন পদক্ষেপ করুন যাতে সাধারণ মানুষ আপনাদের ভরসা করেন। কিছু করুন যাতে মানুষ ভরসা পায়।
WB News Live Updates: এক চোখ হারিয়েও বদলা নয়, শান্তির বার্তা পটাশপুরের বিজেপি সমর্থকের
এক চোখ হারিয়েও বদলা নয়, শান্তির বার্তা পটাশপুরের বিজেপি সমর্থকের। 'চোখের বদলা চোখ নয়, গ্রেফতার হোক দুষ্কৃতীরা'। ভোট হোক শান্তিতে, আবেদন পটাশপুরের আক্রান্ত বিজেপি সমর্থকের। রবিবার পতাকা লাগাতে গেলে বিজেপি সমর্থকের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
West Bengal News Live: শক্তিগড়ে কয়লা মাফিয়া রাজু ঝা খুনে আরও গ্রেফতার
শক্তিগড়ে কয়লা মাফিয়া রাজু ঝা খুনে আরও গ্রেফতার। বিহারের বৈশালী থেকে মুকেশ, পবন কুমার নামে ২জন গ্রেফতার। সোমবার গ্রেফতার, ট্রানজিট রিমান্ডে আনা হল বর্ধমানে। ১ জুলাই ধৃত ২জনের টিআই প্যারেডের আবেদন মঞ্জুর আদালতের।
WB News Live Updates: কোচবিহারের দিনহাটা যেন ভোট-হিংসার হটস্পট!
সকালে গুলিতে খুন তৃণমূল কর্মী, রাতে গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থীর ভাই! কোচবিহারের দিনহাটা যেন ভোট-হিংসার হটস্পট! হিসেব বলছে, ১০ জুন থেকে ২৭ জুন, এই ১৭ দিনে বারবার রক্তাক্ত হয়েছে দিনহাটার নানা প্রান্ত। বারবার ঘটেছে রক্তপাত, প্রাণহানি। আর ভোটের আগে বেলাগাম সন্ত্রাস নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
