West Bengal News Live : 'পেরিয়ে গেল ৯০ দিন, আর কতদিন বিচারহীন?'
West Bengal News LIVE Updates RG Kar Case : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...
LIVE

Background
JU Professor Death Mystery: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের রহস্যমৃত্যু
উত্তরাখণ্ডে বেড়াতে গিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের রহস্যমৃত্যু
RG Kar Case: ফের রাস্তায় নামলেন জুনিয়র চিকিৎসকরা
এখনও বিচার না মেলায়, চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনার ৩ মাস পার, ফের রাস্তায় নামলেন জুনিয়র চিকিৎসকরা। সামিল হলেন সাধারণ মানুষ থেকে বিশিষ্টজনেরা। কারও হাতে থাকল চোখ বাঁধা ন্যায়ের প্রতীক, তো কারও হাতে থাকল জাতীয় পতাকা।
RG Kar Case: ফের রাস্তায় নামলেন জুনিয়র চিকিৎসকরা
এখনও বিচার না মেলায়, চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনার ৩ মাস পার, ফের রাস্তায় নামলেন জুনিয়র চিকিৎসকরা। সামিল হলেন সাধারণ মানুষ থেকে বিশিষ্টজনেরা। কারও হাতে থাকল চোখ বাঁধা ন্যায়ের প্রতীক, তো কারও হাতে থাকল জাতীয় পতাকা।
Weather Update: জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন হালকা বৃষ্টির সামান্য আশঙ্কা
হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন হালকা বৃষ্টির সামান্য আশঙ্কা উপকূলের তিন জেলায়। হাওয়া অফিস সূত্রে খবর, সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশার পরিস্থিতি। নভেম্বরের মাঝামাঝি কমবে তাপমাত্রা। শীতের আমেজ অনুভূত হবে রাজ্যজুড়ে। বইতে শুরু করবে উত্তুরে হাওয়া। আগামী ৭ দিন আবহাওয়া শুকনো থাকবে। রবিবার জগদ্ধাত্রী পুজোর নবমীতে উপকূলবর্তী ৩ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, এবং উত্তর ২৪ পরগনা এই তিন জেলাতে হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু- এক জায়গায় হতে পারে।এছাড়া দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে।
West Bengal News Live : বৈঠকখানা রোডে একাধিক আগ্নেয়াস্ত্র, কার্তুজ উদ্ধার
বৈঠকখানা রোডে একাধিক আগ্নেয়াস্ত্র, কার্তুজ উদ্ধার। শিয়ালদায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অভিযান । সুরেন্দ্রনাথ কলেজের কাছে অস্ত্র-ভাণ্ডারের হদিশ। কারা, কী উদ্দেশ্যে, কাদের দেওয়ার জন্য অস্ত্র মজুত?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
