CBSE 10th Result 2023: পাসের হার ৯৩.১২%, CBSE-র ক্লাস টেনেরও ফল প্রকাশিত
CBSE Board 10th Result : ক্লাস টুয়েলভের মতোই, ক্লাস টেনেও কোনও মেধাতালিকা প্রকাশ করেনি বোর্ড। পাশাপাশি কোনও ডিভিসনেরও উল্লেখ নেই।
নয়া দিল্লি : CBSE-র ক্লাস টেনেরও ফল প্রকাশিত। পাসের হার ৯৩.১২ শতাংশ। কোভিড-পূর্ববর্তী সময়ে ২০১৯ সালে পাসের হার ছিল ৯১.১০ শতাংশ।
কোন কোন ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল ?
- cbse.gov.in
- results.cbse.nic.in
- cbseresults.nic.in
- digilocker.gov.in
- এই ওয়েবসাইটগুলিতে পরীক্ষার ফলাফল দেখতে পাবে ছাত্র-ছাত্রীরা এবং ডাউনলোড করতে পারবে। এদিকে ক্লাস টুয়েলভের মতোই, ক্লাস টেনেও কোনও মেধাতালিকা প্রকাশ করেনি বোর্ড। পাশাপাশি কোনও ডিভিসনেরও উল্লেখ নেই।
এবার ছাত্রদের থেকে ছাত্রীদের পাসের হার বেশি ক্লাস টেনে। ছাত্রীদের পাসের হার ৯৪.২৫ শতাংশ। অন্যদিকে, ছাত্রদের পাসের হার ৯২.২৭ শতাংশ। অর্থাৎ ছাত্রদের তুলনায় ১.৯৮ শতাংশ পাসের হার বেশি ছাত্রীদের।
প্রসঙ্গত, এবার ১৫ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত ক্লাস টেনের পরীক্ষা নেওয়া হয়েছিল। তথ্য অনুযায়ী, ২১,৮৬,৪৮৫ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা দিয়েছিল।
এদিকে ফলাফল বেরনোর পর ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইটারে তিনি লিখেছেন, সিবিএসই ক্লাস টুয়েলভের পরীক্ষায় যারা সফল হয়েছে, সেইসব #ExamWarriors-দের অভিনন্দন জানাই। এই তরুণদের কঠোর পরিশ্রম ও দৃঢ় মানসিকতার জন্য আমরা গর্বিত। তাদের এই সাফল্যের পেছনে বাবা-মা এবং শিক্ষকদের যে বিশাল ভূমিকা রয়েছে, তাকেও সাধুবাদ জানাই।
I congratulate all the #ExamWarriors who have successfully passed the CBSE Class XII examinations. I am proud of these youngsters for their hardwork and determination. I also congratulate their parents and teachers for their monumental role in the success of the youngsters.
— Narendra Modi (@narendramodi) May 12, 2023
এবার দ্বাদশের পরীক্ষায় পাস করেছে ৮৭.৩৩ শতাংশ ছাত্র-ছাত্রী। যা গতবারের তুলনায় কম। গতবার এই হার ছিল ৯২.৭১ শতাংশ। এবছর ১৬ লক্ষ ৬০ হাজার ৫১১ জন ছাত্র-ছাত্রী দ্বাদশের পরীক্ষা দিয়েছিল। যার মধ্যে ১৪ লক্ষ ৫০ হাজার ১৭৪ জন পাস করেছে। শতাংশের বিচারে যা ৮৭.৩৩। সিবিএসই-র তরফে জানানো হয়েছে, পরের বছর ক্লাস টেন ও টুয়েলভের পরীক্ষা শুরু হচ্ছে ১৫ ফেব্রুয়ারি থেকে।
এবার সিবিএসই-র তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, ফার্স্ট, সেকেন্ড ও থার্ড ডিভিসনের কোনও উল্লেখ থাকবে না। তার পরিবর্তে শীর্ষ স্থানে থাকা ০.১ শতাংশ ছাত্র-ছাত্রীকে মেরিট সার্টিফিকেট দেওয়া হবে। যারা ভিন্ন বিষয়ে সর্বোচ্চ স্কোর করেছে, সেইসব ছাত্র-ছাত্রীকে ওই শংসাপত্র দেওয়া হবে। এই পদক্ষেপের মাধ্যমে বোর্ডের তরফে ছাত্র-ছাত্রীদের উদ্দেশে, অযথা ব়্যাঙ্ক ও ডিভিসনের প্রতিযোগিতায় না থেকে নিজেদের পড়াশোনা ও শিক্ষাগত মান বাড়ানোর দিকে নজর দেওয়ায় জোর দেওয়ার বার্তা দেওয়া হয়েছে।
আরও পড়ুন ; CBSE ক্লাস টুয়েলভের ফল ঘোষণা, কোথায় দেখবেন রেজাল্ট ?
Education Loan Information:
Calculate Education Loan EMI