High Paying Job: বছরে ৩৭ লাখের প্যাকেজ, এই সেক্টরের চাকরিতে বিপুল বেতনে কাজের সুযোগ
Job News: ইন্টারনেট এবং ই-কমার্স সংস্থাগুলি ২০২৪ সালে সবথেকে বেশি বেতন প্রদানকারী সংস্থা হিসেবে বেড়ে উঠেছে। এই সংস্থাগুলি যে কোনো চাকরির স্তরের ক্ষেত্রে সর্বোচ্চ বেতন দেয়।

Job News: ভারতে ২০২৪ সালে অর্থাৎ আগের বছর ইন্টারনেট এবং ই-কমার্স সংস্থাগুলি সর্বোচ্চ চাকরির স্তরে সবথেকে বেশি বেতন দিয়েছে। অনলাইন পেমেন্ট এবং অনলাইন কাজের ক্রমবর্ধমান প্রসারের কারণে এই সেক্টরে কর্মরত সংস্থাগুলির পেশাদাররা (High Paying Jobs) অনেক বেশি বেতন পান। বিশেষ করে সিনিয়র অফিসার ব্যাঙ্কিং, ফিনান্সিয়াল সার্ভিসেস, হেলথকেয়ার এবং পাওয়ার এনার্জির মত ইন্ডাস্ট্রিগুলিতে চাকরির দারুণ বাজার (Job News) রয়েছে। এছাড়াও বেতন দেওয়ার ক্ষেত্রে বেঙ্গালুরু এবং মুম্বই দেশের অন্য সমস্ত শহরগুলির থেকে এগিয়ে রয়েছে।
ইন্টারনেট এবং ই-কমার্স সংস্থাগুলি ২০২৪ সালে সবথেকে বেশি বেতন প্রদানকারী সংস্থা হিসেবে বেড়ে উঠেছে। এই সংস্থাগুলি যে কোনো চাকরির স্তরের ক্ষেত্রে সর্বোচ্চ বেতন দেয়। ইন্টারনেট ও স্মার্টফোনের ব্যাপক ব্যবহার, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিস্তৃতি, বিকল্প আর্থিক লেনদেনের পদ্ধতির কারণে এই ইন্ডাস্ট্রিতে দ্রুত বৃদ্ধি দেখা যাচ্ছে।
বার্ষিক ৩৭ লাখের সিটিসি কারা পাচ্ছেন
এই সেক্টরে ১৫ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন এমন সিনিয়র অফিসাররা প্রায় ৩৭ লক্ষ টাকার সিটিসি প্যাকেজ পাচ্ছেন যা এক কথায় আকর্ষণীয় বেতন। নিয়োগকারী সংস্থা র্যান্ডস্ট্যান্ড ইন্ডিয়া থেকে একটি প্রতিবেদনে জানানো হয়েছে কোন কোন ক্ষেত্রের চাকরিতে সবথেকে বেশি বেতন মিলছে। প্রফেশনাল সার্ভিসেস এবং বিজনেস কনসাল্টিং ক্ষেত্রে সিনিয়র প্রফেশনালরা বার্ষিক ৩৬.৫ লক্ষ টাকা আয় করেন। আর অন্যদিকে মিডিয়া এন্টারটেনমেন্টে কর্মরত পেশাদাররা বার্ষিক ৩৫.১ লক্ষ টাকা বেতন পান। অন্যদিকে হেলথ কেয়ার সেক্টরে সিনিয়র ও মাঝারি স্তরের কর্মীদের ক্ষেত্রে গড় সিটিসি যথাক্রমে ৪৩.৯৫ লক্ষ এবং ২৮.৪৩ লক্ষ টাকা রয়েছে।
আরও পড়ুন: Recruitment News: ভারতীয় রেলে ফের ৪ হাজার শূন্যপদে নিয়োগ, এই প্রার্থীরা করতে পারবেন আবেদন
প্রতিভা সবথেকে বেশি বেঙ্গালুরুতে
বিএফএসআই, আইটি, ম্যানুফ্যাকচারিং, রিটেল ইত্যাদি বিভিন্ন সেক্টরে বেঙ্গালুরুতেই সবথেকে বেশি দক্ষ কর্মী রয়েছেন এবং এখানে সংস্থাগুলিও দারুণ প্যাকেজের চাকরি দিয়ে থাকে। এই শহরে জুনিয়র কর্মীদের গড় সিটিসি রয়েছে ৭.২ লক্ষ টাকা বছরে, অন্যদিকে মিডল লেভেলের কর্মীদের গড় সিটিসি রয়েছে ১৯ লক্ষ টাকা। আর অন্যদিকে সিনিয়র লেভেল প্রফেশনালরা ৩৬.৫ লক্ষ টাকা বছরে উপার্জন করে থাকে।
টায়ার ১ শহরের মধ্যে মুম্বইতে সবথেকে বেশি বেতন কর্মীদের
অন্যদিকে সিনিয়র লেভেলের কর্মীদের বেতনের ক্ষেত্রে টায়ার ১ শহরগুলির তালিকায় সবার উপরেই রয়েছে মুম্বইয়ের নাম। এখানে সিনিয়র কর্মীদের গড় বেতনের প্যাকেজ বছরে ৩৮.৮ লক্ষ টাকা। গত বছরের তুলনায় এই বেতন ৪ শতাংশ বেড়েছে এবং জাতীয় গড় বেতনের তুলনায় বেড়েছে ১২ শতাংশ।
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
