এক্সপ্লোর

Lok Sabha Elections 2024: প্রথম বার নির্বাচনে কেউ, কেউ আবার পোড় খাওয়া, ষষ্ঠ দফায় ভাগ্যপরীক্ষা হেভিওয়েটদেরও

Sixth Phase Voting: রাজনীতিতে পরিচিত নাম কেউ, কেউ আবার প্রথম বার লোকসভা নির্বাচনে লড়াই করছেন।

কলকাতা: মোট সাত দফায় লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এর মধ্যে পাঁচ দফা অতিক্রান্ত, বাকি রয়েছে দুই দফা। ২৫ মে ষষ্ঠ দফায় ভোটগ্রহণের পর ১ জুন সপ্তম দফায় ভোটগ্রহণ রয়েছে দেশে (Sixth Phase Voting)। ষষ্ঠ দফায় ভোট রয়েছে বিহার, দিল্লি, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, ওড়িশা, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে। সবমিলিয়ে মোট ৫৮টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে। ষষ্ঠ দফায় ভাগ্যপরীক্ষা রয়েছে রাজনীতির বেশ কিছু হেভিওয়েট চরিত্রেরও। রাজনীতিতে পরিচিত নাম কেউ, কেউ আবার প্রথম বার লোকসভা নির্বাচনে লড়াই করছেন। (Lok Sabha Elections 2024)

ষষ্ঠ দফায় যে যে  আসনে ভোটগ্রহণ

  • ষষ্ঠ দফায় পশ্চিমবঙ্গের আটটি আসনে ভোটগ্রহণ রয়েছে, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঘাটাল, ঝাড়গ্রাম, কাঁথি, মেদিনীপুর, পুরুলিয়া এবং তমলুকে।
  • পাশাপাশি ভোটগ্রহণ হবে বিহারের বাল্মীকি নগর, পশ্চিম চম্পারণ, পূরবী চম্পারণ, শেওহল, বৈশালী, গোপালগঞ্জ (তফসিলি সংরক্ষিত), সিওয়ান, মহারাজগঞ্জে।
  • ষষ্ঠ দফা ভোটগ্রহণ দিল্লির চাঁদনি চক, উত্তর-পূর্ব দিল্লি, পূর্ব দিল্লি, নয়াদিল্লি, উত্তর-পশ্চিম দিল্লি, দক্ষিণ দিল্লিতে।
  • হরিয়ানার অম্বালা, কুরুক্ষেত্র, সিরসা, হিসার, কার্নাল, সোনিপত, রোহতক, ভিওয়ানি-মহেন্দ্রগড়, গুরুগ্রাম, ফরিদাবাদে ভোটগ্রহণ।
  • জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি আসনে ভোটগ্রহণ রয়েছে।
  • ওড়িশার ভুবনেশ্বর, পুরী, কেওনঝড় (তফসিলি সংরক্ষিত), ঢেঙ্কানাল, কটক, সম্বলপুরে ভোট রয়েছে।
  • শনিবার ভোট রয়েছে ঝাড়খণ্ডের গিরিডি, ধানবাদ, রাঁচি এবং জামশেদপুরে।
  • উত্তরপ্রদেশের সুলতানপুর, প্রতাপগড়, ফুলপুর, এলাহাবাদ, অম্বেডকর নগর, শ্রাস্বতী, দোমরিয়াগঞ্জ, বসতি, সন্ত কবীর নগর, লালগঞ্জ, আজমগড়, জৌনপুর, মছলিশহর, ভাদোহিতে ভোট রয়েছে।

সবমিলিয়ে ষষ্ঠ দফার নির্বাচনে ৮৮৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে ৩৩৭ জন কোটিপতি বলে জানা গিয়েছে, মাথাপিছু গড় আয় প্রায় ৬.২১ কোটি টাকা। তৃণমূলের ন’জন প্রার্থী কোটিপতি। BJD-র ছয় জন, RJD-র চার জন, সংযুক্ত জনতা দলের চার জন, বিজেপি-র ৪৮ জন, সমাজবাদী পার্টির ১১ জন, কংগ্রেসের ২০ জন, আম আদমি পার্টির চার জন প্রার্থীর সম্পত্তি ১ কোটি টাকার বেশি। এঁদের মধ্যে মাস্টার রণধীর সিংহ নামের এক নির্দল প্রার্থী রয়েছেন, যিনি রোহতক থেকে ভোটে লড়ছেন। কমিশনকে সম্পত্তির হিসেব দিতে গিয়ে মাত্র দু’’টাকা রয়েছে বলে জানিয়েছেন। প্রতাপগড়ে SUCI-এর প্রার্থী রামকুমার যাদবের সম্পত্তির পরিমাণ ১৬৮৬ টাকা।

যষ্ঠ দফার উল্লেখযোগ্য প্রার্থীরা

ষষ্ঠ দফায় নয়াদিল্লিতে উল্লেখযোগ্য মুখ হলেন বিজেপি-র বাঁশুরি স্বরাজ। দেশের প্রাক্তন মন্ত্রী, প্রয়াত সুষমা স্বরাজের কন্যা তিনি। উত্তর-পূর্ব দিল্লিতে  মুখোমুখি লড়াই বিজেপি-র মনোজ তিওয়ারি এবং কংগ্রেসের কানহাইয়া কুমারের। উত্তরপ্রদেশের সুলতানপুরে বিজেপি-র প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গাঁধী। ভোজপুরি তারকা দীনেশলাল যাদব ওরফে নিরাহুয়া আজমগড়ে বিজেপি-র হয়ে লড়ছেন। কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরিতে মেহবুবা মুফতি বনাম মিয়াঁ আলতাফ আহমেদ লারভির লড়াই। হরিয়ানার কার্নালে মনোহরলাল খট্টর এবার লোকসভা নির্বাচনে লড়ছেন। কংগ্রেস গুরুগ্রামে রাজ ব্বরকে প্রার্থী করেছে। ওড়িশার পুরীতে বিজেপি-র প্রার্থী সম্বিত পাত্র। সম্বলপুরে বিজেপি-র প্রার্থী ধর্মেন্দ্র প্রধান।

বাংলার কোথায়, কে প্রার্থী

  • ষষ্ঠদফার নির্বাচনে বাংলার একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে। এর মধ্যে ঘাটালে এবার জোর লড়াই হতে চলেছে তৃণমূলের তারকা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব বনাম বিজেপি-র তারকা প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণের। গত দুই লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে জয়ী হন দেব। খড়্গপুরের বিধায়ক হিরণকে ঘাটালে দেবের বিপরীতে দাঁড় করিয়েছে বিজেপি। সেখানে বামেদের প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়। 
  • একই ভাবে তমলুকের দিকেও নজর রয়েছে গোটা বাংলার। সেখানে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে প্রার্থী করেছে বিজেপি। বিচারপতির আসন থেকে রাজনীতিতে পদার্পণকারী অভিজিৎ ইতিমধ্যেই রাজ্য রাজনীতির অন্যতম বিতর্কিত চরিত্র হয়ে উঠেছেন। সেখানে তাঁর প্রচারে কোনও খামতি রাখছে না বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খোদ অভিজিৎকে জেতানোর দায়িত্বে রয়েছেন। এহেন হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে তমলুকে তৃণমূল দলের তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছে। অর্থাৎ দেবাংশুর ঘাড়ে কার্যতই গুরুদায়িত্ব তুলে দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বামেরাও তরুণ নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়কে তমলুকে প্রার্থী করেছে। 
  • মেদিনীপুরে আবার মুখোমুখি শাসক এবং বিরোধী দলের দুই বিধায়ক। মেদিনীপুরের গতবারের সাংসদ দিলীপ ঘোষকে এবার সেখান থেকে সরিয়ে দিয়েছে বিজেপি। পরিবর্তে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকে সেখানে প্রার্থী করেছে তারা। একই ভাবে, মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়াকে এবার সাংসদ হওয়ার দৌড়ে নামিয়েছে তৃণমূল। বিপ্লব ভট্টকে মেদিনীপুরে প্রার্থী করেছে বামেরা। 
  • ২০১৪ সাল থেকে বিষ্ণুপুর থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে আসছেন বিজেপি-র সৌমিত্র খাঁ। সেই সময় তাঁর হয়ে প্রচার থেকে পাহারা, কিছুই খামতি রাখেননি সৌমিত্রের প্রাক্তন স্ত্রী সুজাতা খাঁ। কিন্তু বঙ্গ রাজনীতিতে চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে সৌমিত্র এবং সুজাতার দাম্পত্য।  সুজাতা তৃণমূলে চলে আসায় বিবাহবিচ্ছেদও ঘটে তাঁদের। সেই সুজাতাকেই এবার তাঁর প্রাক্তন স্বামী সৌমিত্রের বিরুদ্ধে বিষ্ণুপুরে প্রার্থী করেছে তৃণমূল। বামেদের প্রার্থী শীতল কৈবর্ত্য। 

আরও পড়ুন: Pawan Singh: বাংলা থেকে সরে দাঁড়ানোর পর নির্দল হিসেবে মনোনয়ন, ভোজপুরি তারকা পবনকে বহিষ্কার করল BJP

  • বঙ্গ রাজনীতিতে কাঁথি অধিকারী পরিবারের গড় হিসেবে পরিচিত। সেই অধিকারী পরিবারের সদস্য, শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারীকে এবার কাঁথিতে প্রার্থী করেছে বিজেপি। কাঁথিতে আবার বিদেশ বসুর প্রার্থীপদকে সমর্থন জানিয়েছে হিন্দু মহাসভা। সেখানে তৃণমূল প্রার্থী করেছে উত্তম বারিককে। কংগ্রেস সেখানে ঊর্বশী ভট্টাচার্যকে প্রার্থী করেছে। 
  • ঝাড়গ্রামে কেন্দ্রের ‘পদ্মশ্রী’ সম্মান প্রাপ্ত সাঁওতালি সাহিত্যিক কালীপদ সরেনকে প্রার্থী করেছে তৃণমূল। সেখানে বিজেপি-র প্রার্থী প্রণত টুডু। সোনামণি টুডুকে প্রার্থী করেছে বামেরা। 
  • বাঁকুড়ায় তৃণমূলের প্রার্থী অরূপ চক্রবর্তী, বিজেপি-র সুভাষ নস্কর এবং বামেদের প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। 
  • পুরুলিয়ায় শান্তিরাম মাহাতকে প্রার্থী করেছে জোড়াফুল শিবির। বিজেপি-র প্রার্থী জ্যোতির্ময় সিংহ মাহাত। কংগ্রেস নেপাল মাহাতকে প্রার্থী করেছে।
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

IPL 2025: প্রথম ম্য়াচেই কেকেআর-আরসিবি ডুয়েল, আইপিএলে মুখোমুখি মহারণে কে এগিয়ে কে পিছিয়ে?
প্রথম ম্য়াচেই কেকেআর-আরসিবি ডুয়েল, আইপিএলে মুখোমুখি মহারণে কে এগিয়ে কে পিছিয়ে?
Stock Market Today: টানা পাঁচ দিনের পতনে ব্রেক, সোমে ঘুরে দাঁড়াল বাজার, বিনিয়োকারীদের আশঙ্কা কমল কী ?
টানা পাঁচ দিনের পতনে ব্রেক, সোমে ঘুরে দাঁড়াল বাজার, বিনিয়োকারীদের আশঙ্কা কমল কী ?
Abhishek Banerjee:‘পোস্টে’ অভিষেকের 'প্রত্য়াবর্তন' ! কটাক্ষ BJP নেতা তাপস রায়ের ; 'পিসি-ভাইপোর নাটক শুরু..'
‘পোস্টে’ অভিষেকের 'প্রত্য়াবর্তন' ! কটাক্ষ BJP নেতা তাপস রায়ের ; 'পিসি-ভাইপোর নাটক শুরু..'
West Bengal News Live Updates: ফের মালদা, একের পর এক খুন, প্রশ্নে জেলার আইনশৃঙ্খলা
ফের মালদা, একের পর এক খুন, প্রশ্নে জেলার আইনশৃঙ্খলা
Advertisement
ABP Premium

ভিডিও

JU incident: যাদবপুরকাণ্ডের পর অসুস্থ, প্রথমবার বিশ্ববিদ্যালয়ে এলেন অস্থায়ী উপাচার্য ভাস্কর গুপ্তSupreme Court On RG Kar Case: কলকাতা হাইকোর্ট শুনতে পারবে RG কর মামলা, নির্দেশ সুপ্রিম কোর্টেরHumayun Kabir: 'শো কজে আমি ভয় পাই না, ৬ মাসে ২ বার শো কজ খেলামট, মন্তব্য হুমায়ুনেরSantunu Sen: অভিষেকের ভার্চুয়াল বৈঠকে সাসপেন্ডেড শান্তনু সেন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IPL 2025: প্রথম ম্য়াচেই কেকেআর-আরসিবি ডুয়েল, আইপিএলে মুখোমুখি মহারণে কে এগিয়ে কে পিছিয়ে?
প্রথম ম্য়াচেই কেকেআর-আরসিবি ডুয়েল, আইপিএলে মুখোমুখি মহারণে কে এগিয়ে কে পিছিয়ে?
Stock Market Today: টানা পাঁচ দিনের পতনে ব্রেক, সোমে ঘুরে দাঁড়াল বাজার, বিনিয়োকারীদের আশঙ্কা কমল কী ?
টানা পাঁচ দিনের পতনে ব্রেক, সোমে ঘুরে দাঁড়াল বাজার, বিনিয়োকারীদের আশঙ্কা কমল কী ?
Abhishek Banerjee:‘পোস্টে’ অভিষেকের 'প্রত্য়াবর্তন' ! কটাক্ষ BJP নেতা তাপস রায়ের ; 'পিসি-ভাইপোর নাটক শুরু..'
‘পোস্টে’ অভিষেকের 'প্রত্য়াবর্তন' ! কটাক্ষ BJP নেতা তাপস রায়ের ; 'পিসি-ভাইপোর নাটক শুরু..'
West Bengal News Live Updates: ফের মালদা, একের পর এক খুন, প্রশ্নে জেলার আইনশৃঙ্খলা
ফের মালদা, একের পর এক খুন, প্রশ্নে জেলার আইনশৃঙ্খলা
Fact Check: Jio-র সিম থাকলেই অ্যাকাউন্টে ঢুকবে ৭০০ টাকা ! হোলিতে অফার দিচ্ছে জিও ? সত্যিটা জানুন
Jio-র সিম থাকলেই অ্যাকাউন্টে ঢুকবে ৭০০ টাকা ! হোলিতে অফার দিচ্ছে জিও ? সত্যিটা জানুন
Abhishek Banerjee : '৫০-এর বেশি ভোটে হার', তৃণমূলে বুথ ও অঞ্চল সভাপতি বদলের নির্দেশ ; ভার্চুয়াল বৈঠকে চরম বার্তা অভিষেকের
'৫০-এর বেশি ভোটে হার', তৃণমূলে বুথ ও অঞ্চল সভাপতি বদলের নির্দেশ ; ভার্চুয়াল বৈঠকে চরম বার্তা অভিষেকের
Sunita Williams: প্রহর গোনা শুরু, ঘরে ফিরছেন সুনীতা উইলিয়ামস, মহাকাশের উদ্দেশে রওনা দিল Crew-10
প্রহর গোনা শুরু, ঘরে ফিরছেন সুনীতা উইলিয়ামস, মহাকাশের উদ্দেশে রওনা দিল Crew-10
Holi Stocks : হোলির পরে লাভ দিতে পারে, এই ৬ স্টকে ভরসা রাখছে বাজার বিশেষজ্ঞরা
হোলির পরে লাভ দিতে পারে, এই ৬ স্টকে ভরসা রাখছে বাজার বিশেষজ্ঞরা
Embed widget