এক্সপ্লোর

Lok Sabha Elections 2024: প্রথম বার নির্বাচনে কেউ, কেউ আবার পোড় খাওয়া, ষষ্ঠ দফায় ভাগ্যপরীক্ষা হেভিওয়েটদেরও

Sixth Phase Voting: রাজনীতিতে পরিচিত নাম কেউ, কেউ আবার প্রথম বার লোকসভা নির্বাচনে লড়াই করছেন।

কলকাতা: মোট সাত দফায় লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এর মধ্যে পাঁচ দফা অতিক্রান্ত, বাকি রয়েছে দুই দফা। ২৫ মে ষষ্ঠ দফায় ভোটগ্রহণের পর ১ জুন সপ্তম দফায় ভোটগ্রহণ রয়েছে দেশে (Sixth Phase Voting)। ষষ্ঠ দফায় ভোট রয়েছে বিহার, দিল্লি, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, ওড়িশা, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে। সবমিলিয়ে মোট ৫৮টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে। ষষ্ঠ দফায় ভাগ্যপরীক্ষা রয়েছে রাজনীতির বেশ কিছু হেভিওয়েট চরিত্রেরও। রাজনীতিতে পরিচিত নাম কেউ, কেউ আবার প্রথম বার লোকসভা নির্বাচনে লড়াই করছেন। (Lok Sabha Elections 2024)

ষষ্ঠ দফায় যে যে  আসনে ভোটগ্রহণ

  • ষষ্ঠ দফায় পশ্চিমবঙ্গের আটটি আসনে ভোটগ্রহণ রয়েছে, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঘাটাল, ঝাড়গ্রাম, কাঁথি, মেদিনীপুর, পুরুলিয়া এবং তমলুকে।
  • পাশাপাশি ভোটগ্রহণ হবে বিহারের বাল্মীকি নগর, পশ্চিম চম্পারণ, পূরবী চম্পারণ, শেওহল, বৈশালী, গোপালগঞ্জ (তফসিলি সংরক্ষিত), সিওয়ান, মহারাজগঞ্জে।
  • ষষ্ঠ দফা ভোটগ্রহণ দিল্লির চাঁদনি চক, উত্তর-পূর্ব দিল্লি, পূর্ব দিল্লি, নয়াদিল্লি, উত্তর-পশ্চিম দিল্লি, দক্ষিণ দিল্লিতে।
  • হরিয়ানার অম্বালা, কুরুক্ষেত্র, সিরসা, হিসার, কার্নাল, সোনিপত, রোহতক, ভিওয়ানি-মহেন্দ্রগড়, গুরুগ্রাম, ফরিদাবাদে ভোটগ্রহণ।
  • জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি আসনে ভোটগ্রহণ রয়েছে।
  • ওড়িশার ভুবনেশ্বর, পুরী, কেওনঝড় (তফসিলি সংরক্ষিত), ঢেঙ্কানাল, কটক, সম্বলপুরে ভোট রয়েছে।
  • শনিবার ভোট রয়েছে ঝাড়খণ্ডের গিরিডি, ধানবাদ, রাঁচি এবং জামশেদপুরে।
  • উত্তরপ্রদেশের সুলতানপুর, প্রতাপগড়, ফুলপুর, এলাহাবাদ, অম্বেডকর নগর, শ্রাস্বতী, দোমরিয়াগঞ্জ, বসতি, সন্ত কবীর নগর, লালগঞ্জ, আজমগড়, জৌনপুর, মছলিশহর, ভাদোহিতে ভোট রয়েছে।

সবমিলিয়ে ষষ্ঠ দফার নির্বাচনে ৮৮৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে ৩৩৭ জন কোটিপতি বলে জানা গিয়েছে, মাথাপিছু গড় আয় প্রায় ৬.২১ কোটি টাকা। তৃণমূলের ন’জন প্রার্থী কোটিপতি। BJD-র ছয় জন, RJD-র চার জন, সংযুক্ত জনতা দলের চার জন, বিজেপি-র ৪৮ জন, সমাজবাদী পার্টির ১১ জন, কংগ্রেসের ২০ জন, আম আদমি পার্টির চার জন প্রার্থীর সম্পত্তি ১ কোটি টাকার বেশি। এঁদের মধ্যে মাস্টার রণধীর সিংহ নামের এক নির্দল প্রার্থী রয়েছেন, যিনি রোহতক থেকে ভোটে লড়ছেন। কমিশনকে সম্পত্তির হিসেব দিতে গিয়ে মাত্র দু’’টাকা রয়েছে বলে জানিয়েছেন। প্রতাপগড়ে SUCI-এর প্রার্থী রামকুমার যাদবের সম্পত্তির পরিমাণ ১৬৮৬ টাকা।

যষ্ঠ দফার উল্লেখযোগ্য প্রার্থীরা

ষষ্ঠ দফায় নয়াদিল্লিতে উল্লেখযোগ্য মুখ হলেন বিজেপি-র বাঁশুরি স্বরাজ। দেশের প্রাক্তন মন্ত্রী, প্রয়াত সুষমা স্বরাজের কন্যা তিনি। উত্তর-পূর্ব দিল্লিতে  মুখোমুখি লড়াই বিজেপি-র মনোজ তিওয়ারি এবং কংগ্রেসের কানহাইয়া কুমারের। উত্তরপ্রদেশের সুলতানপুরে বিজেপি-র প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গাঁধী। ভোজপুরি তারকা দীনেশলাল যাদব ওরফে নিরাহুয়া আজমগড়ে বিজেপি-র হয়ে লড়ছেন। কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরিতে মেহবুবা মুফতি বনাম মিয়াঁ আলতাফ আহমেদ লারভির লড়াই। হরিয়ানার কার্নালে মনোহরলাল খট্টর এবার লোকসভা নির্বাচনে লড়ছেন। কংগ্রেস গুরুগ্রামে রাজ ব্বরকে প্রার্থী করেছে। ওড়িশার পুরীতে বিজেপি-র প্রার্থী সম্বিত পাত্র। সম্বলপুরে বিজেপি-র প্রার্থী ধর্মেন্দ্র প্রধান।

বাংলার কোথায়, কে প্রার্থী

  • ষষ্ঠদফার নির্বাচনে বাংলার একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে। এর মধ্যে ঘাটালে এবার জোর লড়াই হতে চলেছে তৃণমূলের তারকা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব বনাম বিজেপি-র তারকা প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণের। গত দুই লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে জয়ী হন দেব। খড়্গপুরের বিধায়ক হিরণকে ঘাটালে দেবের বিপরীতে দাঁড় করিয়েছে বিজেপি। সেখানে বামেদের প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়। 
  • একই ভাবে তমলুকের দিকেও নজর রয়েছে গোটা বাংলার। সেখানে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে প্রার্থী করেছে বিজেপি। বিচারপতির আসন থেকে রাজনীতিতে পদার্পণকারী অভিজিৎ ইতিমধ্যেই রাজ্য রাজনীতির অন্যতম বিতর্কিত চরিত্র হয়ে উঠেছেন। সেখানে তাঁর প্রচারে কোনও খামতি রাখছে না বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খোদ অভিজিৎকে জেতানোর দায়িত্বে রয়েছেন। এহেন হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে তমলুকে তৃণমূল দলের তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছে। অর্থাৎ দেবাংশুর ঘাড়ে কার্যতই গুরুদায়িত্ব তুলে দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বামেরাও তরুণ নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়কে তমলুকে প্রার্থী করেছে। 
  • মেদিনীপুরে আবার মুখোমুখি শাসক এবং বিরোধী দলের দুই বিধায়ক। মেদিনীপুরের গতবারের সাংসদ দিলীপ ঘোষকে এবার সেখান থেকে সরিয়ে দিয়েছে বিজেপি। পরিবর্তে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকে সেখানে প্রার্থী করেছে তারা। একই ভাবে, মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়াকে এবার সাংসদ হওয়ার দৌড়ে নামিয়েছে তৃণমূল। বিপ্লব ভট্টকে মেদিনীপুরে প্রার্থী করেছে বামেরা। 
  • ২০১৪ সাল থেকে বিষ্ণুপুর থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে আসছেন বিজেপি-র সৌমিত্র খাঁ। সেই সময় তাঁর হয়ে প্রচার থেকে পাহারা, কিছুই খামতি রাখেননি সৌমিত্রের প্রাক্তন স্ত্রী সুজাতা খাঁ। কিন্তু বঙ্গ রাজনীতিতে চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে সৌমিত্র এবং সুজাতার দাম্পত্য।  সুজাতা তৃণমূলে চলে আসায় বিবাহবিচ্ছেদও ঘটে তাঁদের। সেই সুজাতাকেই এবার তাঁর প্রাক্তন স্বামী সৌমিত্রের বিরুদ্ধে বিষ্ণুপুরে প্রার্থী করেছে তৃণমূল। বামেদের প্রার্থী শীতল কৈবর্ত্য। 

আরও পড়ুন: Pawan Singh: বাংলা থেকে সরে দাঁড়ানোর পর নির্দল হিসেবে মনোনয়ন, ভোজপুরি তারকা পবনকে বহিষ্কার করল BJP

  • বঙ্গ রাজনীতিতে কাঁথি অধিকারী পরিবারের গড় হিসেবে পরিচিত। সেই অধিকারী পরিবারের সদস্য, শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারীকে এবার কাঁথিতে প্রার্থী করেছে বিজেপি। কাঁথিতে আবার বিদেশ বসুর প্রার্থীপদকে সমর্থন জানিয়েছে হিন্দু মহাসভা। সেখানে তৃণমূল প্রার্থী করেছে উত্তম বারিককে। কংগ্রেস সেখানে ঊর্বশী ভট্টাচার্যকে প্রার্থী করেছে। 
  • ঝাড়গ্রামে কেন্দ্রের ‘পদ্মশ্রী’ সম্মান প্রাপ্ত সাঁওতালি সাহিত্যিক কালীপদ সরেনকে প্রার্থী করেছে তৃণমূল। সেখানে বিজেপি-র প্রার্থী প্রণত টুডু। সোনামণি টুডুকে প্রার্থী করেছে বামেরা। 
  • বাঁকুড়ায় তৃণমূলের প্রার্থী অরূপ চক্রবর্তী, বিজেপি-র সুভাষ নস্কর এবং বামেদের প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। 
  • পুরুলিয়ায় শান্তিরাম মাহাতকে প্রার্থী করেছে জোড়াফুল শিবির। বিজেপি-র প্রার্থী জ্যোতির্ময় সিংহ মাহাত। কংগ্রেস নেপাল মাহাতকে প্রার্থী করেছে।
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

IND vs AUS 4th Test: স্টিভ স্মিথের ঐতিহাসিক শতরান, ভারতের ফিকে বোলিংয়ের বিরুদ্ধে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া
স্টিভ স্মিথের ঐতিহাসিক শতরান, ভারতের ফিকে বোলিংয়ের বিরুদ্ধে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া
RG Kar Case: রিপোর্ট ভুল করাতেই ইচ্ছাকৃতভাবে DNA নমুনা বিকৃত? RG Kar তদন্তে বিস্ফোরক প্রশ্ন
রিপোর্ট ভুল করাতেই ইচ্ছাকৃতভাবে DNA নমুনা বিকৃত? RG Kar তদন্তে বিস্ফোরক প্রশ্ন
West Bengal LIVE News: RG Kar-এ নিহত চিকিৎসকের DNA নমুনায় কি ইচ্ছাকৃতভাবে অন্যকিছু মিশিয়ে দেওয়া হয়েছে?
RG Kar-এ নিহত চিকিৎসকের DNA নমুনায় কি ইচ্ছাকৃতভাবে অন্যকিছু মিশিয়ে দেওয়া হয়েছে?
Suri News: স্ত্রীর মনজয়ে পুরসভার Love গ্লোসাইন চুরি, পাকড়াও করে গোলাপের তোড়া কিনে দিল পুলিশই, থানাতেই প্রেম নিবেদন শেষে
স্ত্রীর মনজয়ে পুরসভার Love গ্লোসাইন চুরি, পাকড়াও করে গোলাপের তোড়া কিনে দিল পুলিশই, থানাতেই প্রেম নিবেদন শেষে
Advertisement
ABP Premium

ভিডিও

Tiger News Update: পাঁচদিন পার এখনও অধরা বাঘিনি | এবার পালিয়ে আসা বাঘিনীকে ধরতে নতুন কৌশল ? | ABP Ananda LIVEPassport Scam: পাসপোর্ট জালিয়াতি চক্রে পুলিশি তদন্ত নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন বিচারক | ABP Ananda LIVEBangladesh News: ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে আগুন, জেলছুট বন্দিদের তথ্য় লোপাটের চেষ্টা ? উঠছে প্রশ্ন | ABP Ananda LIVEBangladesh News: বাংলাদেশে অস্থিরতার মধ্যেই রাজ্যের সীমান্তে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারীরা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AUS 4th Test: স্টিভ স্মিথের ঐতিহাসিক শতরান, ভারতের ফিকে বোলিংয়ের বিরুদ্ধে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া
স্টিভ স্মিথের ঐতিহাসিক শতরান, ভারতের ফিকে বোলিংয়ের বিরুদ্ধে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া
RG Kar Case: রিপোর্ট ভুল করাতেই ইচ্ছাকৃতভাবে DNA নমুনা বিকৃত? RG Kar তদন্তে বিস্ফোরক প্রশ্ন
রিপোর্ট ভুল করাতেই ইচ্ছাকৃতভাবে DNA নমুনা বিকৃত? RG Kar তদন্তে বিস্ফোরক প্রশ্ন
West Bengal LIVE News: RG Kar-এ নিহত চিকিৎসকের DNA নমুনায় কি ইচ্ছাকৃতভাবে অন্যকিছু মিশিয়ে দেওয়া হয়েছে?
RG Kar-এ নিহত চিকিৎসকের DNA নমুনায় কি ইচ্ছাকৃতভাবে অন্যকিছু মিশিয়ে দেওয়া হয়েছে?
Suri News: স্ত্রীর মনজয়ে পুরসভার Love গ্লোসাইন চুরি, পাকড়াও করে গোলাপের তোড়া কিনে দিল পুলিশই, থানাতেই প্রেম নিবেদন শেষে
স্ত্রীর মনজয়ে পুরসভার Love গ্লোসাইন চুরি, পাকড়াও করে গোলাপের তোড়া কিনে দিল পুলিশই, থানাতেই প্রেম নিবেদন শেষে
India vs Australia Live: দিনের শুরুতেই কোণঠাসা ভারত, স্মিথ-কামিন্সের দৌরাত্ম্যে লাঞ্চে অস্ট্রেলিয়ার স্কোর ৪৫৪/৭
দিনের শুরুতেই কোণঠাসা ভারত, স্মিথ-কামিন্সের দৌরাত্ম্যে লাঞ্চে অস্ট্রেলিয়ার স্কোর ৪৫৪/৭
Alipur Duar: পুরুলিয়ায় এখনও খোঁজ মেলেনি বাঘিনীর, এবার মথুরা চা বাগানে খাঁচাবন্দি হল চিতাবাঘ
পুরুলিয়ায় এখনও খোঁজ মেলেনি বাঘিনীর, এবার মথুরা চা বাগানে খাঁচাবন্দি হল চিতাবাঘ
India vs Australia Live: ব্যাটারদের দাপটের দিনেও উজ্জ্বল বুমরা, বক্সিং ডে-র প্রথম দিনে শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩১১/৬
ব্যাটারদের দাপটের দিনেও উজ্জ্বল বুমরা, বক্সিং ডে-র প্রথম দিনে শেষে অস্ট্রেলিয়া ৩১১/৬
Fake Passport: পাসপোর্ট জালিয়াতি মামলায় দত্তপুকুর থেকে গ্রেফতার আরও ১, এই নিয়ে পুলিশের জালে মোট ৬
পাসপোর্ট জালিয়াতি মামলায় দত্তপুকুর থেকে গ্রেফতার আরও ১, এই নিয়ে পুলিশের জালে মোট ৬
Embed widget