(Source: ECI/ABP News/ABP Majha)
UP Assembly Election 2022 : অযোধ্যা নয়, এই আসন থেকে লড়বেন যোগী আদিত্যনাথ
UP Assembly Election 2022 : আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করল গেরুয়া শিবির
লখনৌ : এর আগে শোনা গিয়েছিল অযোধ্যা থেকে তিনি লড়বেন। কিন্তু, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাঁড়াচ্ছেন গোরক্ষপুর আসনে। শনিবার একথা জানায় বিজেপি। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করল গেরুয়া শিবির।
সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয়মন্ত্রী তথা বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান বলেন, "আমরা প্রথম ধাপের ৫৮টি আসনের মধ্যে ৫৭ জন প্রার্থীর নাম ঘোষণা করছি। এছাড়া দ্বিতীয় ধাপের ৫৫টি আসনের মধ্যে ৪৮ জনের নাম ঘোষণা করছি।"
তিনি আরও বলেন, গোরক্ষপুর (Gorakhpur) আসন থেকে লড়াই করবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথ (CM Yogi Adityanath)। উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মোর্য লড়বেন সিরাথু আসন থেকে।
প্রসঙ্গত, যোগী আদিত্যনাথ ১৯৯৮ সাল থেকে টানা পাঁচ বার গোরক্ষপুরের সাংসদ থেকেছেন। তা সত্ত্বেও কয়েকদিন আগে শোনা গিয়েছিল তিনি এবার অযোধ্যার আসন থেকে বিধানসভা নির্বাচনে লড়বেন। যদিও শেষমেশ নিজের গড়েই লড়ছেন যোগী।
আরও পড়ুন ; ভোটে দলের টিকিট না পেয়ে ক্যামেরার সামনেই ডুকরে কেঁদে ফেললেন এই নেতা
দেশের অন্যতম বড় এই রাজ্যে বিধানসভায় মোট আসন ৪০৩টি। এর আগে ২০১৭ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি (BJP) ৩১২টি আসনে জয়লাভ করে ক্ষমতায় এসেছিল। এই ফলাফলে বিশাল উজ্জীবিত হয় গেরুয়া শিবির। সেবার জোট বেঁধে ভোটে যায় সমাজবাদী পার্টি ও কংগ্রেস। সমাজবাদী পার্টি ২৯৮টি আসনে এবং কংগ্রেস বাকি ১০৫টি আসনে প্রার্থী দেয়। তার মধ্যে এসপি কোনওক্রমে ৪৭টি আসন পায়। কংগ্রেসের ঝুলিতে আসে মাত্র সাতটি আসন। বহুজন সমাজবাদী পার্টিও বিশেষ সুবিধা করতে পারেনি। পায় ১৯টি আসন। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করে বিজেপি। মুখ্যমন্ত্রী হন যোগী আদিত্যনাথ। এরপর গত ৫ বছরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। ফের একবার জাতীয় রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ এই রাজ্যে ভোট হতে চলেছে।
একনজরে দেখে নেওয়া যাক কবে কবে ভোট রয়েছে এই রাজ্যে-
১) ১০ ফেব্রুয়ারি- উত্তরপ্রদেশ (১)
২) ১৪ ফেব্রুয়ারি- উত্তরপ্রদেশ (২)
৩) ২০ ফেব্রুয়ারি-উত্তরপ্রদেশ (৩)
৪) ২৩ ফেব্রুয়ারি- উত্তরপ্রদেশ (৪)
৫) ২৭ ফেব্রুয়ারি- উত্তরপ্রদেশ (৫)
৬) ৩ মার্চ- উত্তরপ্রদেশ (৬)
৭) ৭ মার্চ - উত্তরপ্রদেশ (৭)