- Home
-
নির্বাচন ২০২৩
Panchayat Election : 'ভোটের দিন একাধিক জায়গায় শুধু বসিয়ে রাখা হয়েছিল কেন্দ্রীয় বাহিনীকে' হাইকোর্টে রিপোর্ট পেশ বিএসএফের
Panchayat Election : 'ভোটের দিন একাধিক জায়গায় শুধু বসিয়ে রাখা হয়েছিল কেন্দ্রীয় বাহিনীকে' হাইকোর্টে রিপোর্ট পেশ বিএসএফের
Panchayat Election Counting Live : কে এগিয়ে, পিছোলেন কে ? গ্রাম বাংলা দখলের লড়াইয়ের সব আপডেট, সরাসরি
ABP Ananda
Last Updated:
12 Jul 2023 10:42 PM
Panchayat Election Result: রাজ্যে এসে মমতার নিশানায় BJP-র ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Mamata Attacks BJP: রাজ্যে পঞ্চায়েত ভোট ঘিরে বেড়েই চলেছে নিহত-র সংখ্যা। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসে তুলেছে প্রশ্ন, কী বলছেন মমতা ?
Read More
Panchayat Election : 'ভোটের দিন একাধিক জায়গায় শুধু বসিয়ে রাখা হয়েছিল কেন্দ্রীয় বাহিনীকে' হাইকোর্টে রিপোর্ট পেশ বিএসএফের
Central Force : 'কেন্দ্রীয় বাহিনীকে ফেরত পাঠানোর অভিযোগ উঠছে, খুব গুরুতর অভিযোগ। অভিযোগ ঠিক হলে কমিশন ইচ্ছে করে আদালত অবমাননা করেছে'।
Read More
Panchayat Election Results : পঞ্চায়েতে সবুজ ঝড়, ২০ টি জেলা পরিষদই ফের তৃণমূলের দখলে, ঝুলিতে ৫১ শতাংশ
TMC Wins Panchayat Election : ২০টি জেলা পরিষদই শুধু দখল নয়, ৯ টি জেলায় জেলা পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল কংগ্রেস। বিরোধীরা একটি আসনও জিততে পারেনি।
Read More
Panchayat Election Result : অশান্ত ভাঙড়ে ৩ মৃত্যু, আক্রান্ত পুলিশ, সিআইডিকে তদন্তভার রাজ্যের
Bhangar Incident : ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম বলেছেন, 'কাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী না থাকলে মরেই যেতাম, বোমা গুলি নিয়ে হামলা চালিয়েছিল।'
Read More
Mamata Banerjee : '২১ জুলাইকে আমরা শ্রদ্ধা দিবস হিসেবে পালন করব' বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Panchayat Election Results : ২১ জুলাই। শহিদ দিবস পালন করে থাকে তৃণমূল কংগ্রেস। সেদিনই সেলিব্রেশনের সঙ্গে অবশ্য 'শ্রদ্ধা দিবস' পালনের কথাও বলেছেন তিনি।
Read More
Panchayat Election Result: 'বাংলায় যা ঘটল, আগামী ১ মাস কালা দিবস পালন করা উচিত', শুভেন্দুর নিশানায় মমতা
Suvendu Attacks Mamata: ভোট সন্ত্রাসে বাংলায় নিহতের পরিসংখ্যান প্রায় ৫০ ছুঁইছুঁই। মমতার মন্তব্যের পর কী প্রতিক্রিয়া দিলেন শুভেন্দু ?
Read More
Panchayat Election Result: সুপ্রিম কোর্ট চাকরি ফিরিয়ে দিয়েছে, আমরা কৃতজ্ঞ : মমতা
Mamata on SC on Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ খারিজ করেছিল সুপ্রিম কোর্ট। কী বললেন মমতা ?
Read More
Panchayat Election Result : '৭১ হাজার বুথে ভোট হয়েছে, বড়জোর ৭ টা বুথে বিক্ষিপ্ত গন্ডগোল ঘটানো হয়েছে' মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee : মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, '৯০ শতাংশ সফল হয়েছি, ১০ শতাংশ ভুল থাকলে প্রশাসন ব্যবস্থা নেবে। পদক্ষেপ নিতে পুলিশকে ফ্রি হ্যান্ড দিচ্ছি। '
Read More
Panchayat Election Result 2023:লড়াই শেষ, SSKM-এ মারা গেলেন ভোটের দিন আক্রান্ত সাগরদিঘির কংগ্রেস কর্মী
Congress Worker Of Sagardighi Dead:গণনার দ্বিতীয় দিনও লাগাম পড়ল না মৃত্য়ুমিছিলে। যমে-মানুষে টানাটানির পর মারা গেলেন কংগ্রেস কর্মী রাজেশ শেখ। নির্বাচনের দিন আক্রান্ত হয়েছিলেন মুর্শিদাবাদের ওই কংগ্রেস কর্মী।
Read More
Panchayat Election Result : ভাঙড়ে গন্ডগোল হয়েছে, করেছে কে ? বিরোধীদল : মমতা
Mamata on Bhangar: আজ উত্তাল ভাঙড়। মৃত্যুর সংখ্যা বাড়িয়ে তুলছে এই কেন্দ্র। ইতিমধ্যেই জারি হয়েছে ১৪৪ ধারা। কিন্তু এত কিছুর জন্য দায়ি কে ? মুখ খুললেন মমতা।
Read More
Mamata Banerjee:'ভেদাভেদ না করে নিহত ১৯ জনের পরিবারকে হোমগার্ডের চাকরি ও আর্থিক সাহায্য', ঘোষণা মমতার
Panchayat Election 2023:'ভেদাভেদ না করে নিহত ১৯ জনের পরিবারকে হোমগার্ডের চাকরি ও আর্থিক সাহায্য', সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
Read More
Mamata Banerjee:'ভাঙড়ে তো আরাবুল হেরে গিয়েছে, তাও কিছু বলিনি', দাবি মুখ্য়মন্ত্রীর
Panchayat Election Result:'ভাঙড়ে তো আরাবুল হেরে গিয়েছে, কিন্তু সেটা তো হার নয়। তাও আমি কিছু বলিনি। শান্তির স্বার্থে', নবান্নে সাংবাদিক সম্মেলনে দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
Read More
Panchayat Election Result: 'বিক্ষিপ্ত ঘটনায় কয়েকজন মারা গেছে, আমি দুঃখিত', বললেন মমতা
Mamata on Vote Violence Death: রাজ্যে ভোট সন্ত্রাস ঘিরে মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ছে। শেষ অবধি পাওয়া খবরে, মনোনয়ন পর্ব থেকে শুরু, রাজ্যে ৩৫দিনে ভোটের বলি ৪৭। কী বললেন মমতা ?
Read More
Mamata Banerjee: 'ত্রিপুরায় ৯৩ শতাংশ আসনে ভোটে লড়াই হয়নি, তখন কেউ কিছু বলেননি', প্রশ্ন মমতার
Panchayat Election Result 2023:'ত্রিপুরায় ৯৩ শতাংশ আসনে ভোটে লড়াই হয়নি, আমরা আক্রান্ত হয়েছি। তখন তো কেউ কিছু বলেননি', ভোটপর্বে টানা হিংসার অভিযোগের মুখে পাল্টা যুক্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
Read More
Panchayat Election Result : জয়ী BJP প্রার্থীদের অসমের গোপন ডেরায় নেওয়ার উদ্যোগ !
Panchayat Election Results 2023: মহারাষ্ট্র, কর্ণাটকের পুনরাবৃত্তি কোচবিহারের দিনহাটায়, জয়ী বিজেপি প্রার্থীদের কেন অসমের গোপন ডেরায় নিয়ে যাওয়ার উদ্যোগ ?
Read More
Panchayat Election Result : জয়ের ১২ ঘণ্টার মধ্যেই ৩ সিপিএম এবং ১ বিজয়ী নির্দল তৃণমূলে যোগ
TMC : সন্ত্রাসের কারণেই দল বদল, দাবি সিপিএম-এর (CPM)। সন্ত্রাসের অভিযোগ অস্বীকার শাসকদলের।
Read More
Panchayat Election Result :মনোনয়ন থেকে গণনা, ৩৫ দিনে ভোট সন্ত্রাসের বলি ৪৫
Panchayat Poll Violence: রাজ্যে পঞ্চায়েত ভোট ঘিরে হিংসা অব্যহত, ফের বেড়েছে নিহতর সংখ্যা !
Read More
Panchayat Election Result 2023:'পঞ্চায়েতের এই রায় রাজ্যপালের সংবিধান বহির্ভূত পদক্ষেপের বিরুদ্ধে রায়', তীব্র আক্রমণ কুণাল ঘোষের
TMC Leader Kunal Ghosh Attacks:ফের তৃণমূলের নিশানায় রাজ্যপাল। 'পঞ্চায়েতের এই রায় রাজ্যপালের সংবিধান বহির্ভূত পদক্ষেপের বিরুদ্ধে রায়', আক্রমণ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের।
Read More
Calcutta High Court: 'রাজ্য বাসিন্দাদের নিরাপত্তা দিতে না পারলে তা উদ্বেগের', নির্বাচন কমিশনকেও ভর্ৎসনা হাইকোর্টের
'পুনরায় নির্বাচনের জন্য কমিশনের কাছে দেওয়া তালিকা অনুযায়ী কী সিদ্ধান্ত তা জানানো প্রয়োজন ছিল, খুব দুঃখের যে, ফল ঘোষণার পরে রাজ্য অশান্তি আটকাতে পারছে না,
Read More
Panchayat Elections 2023: পঞ্চায়েতের বিজয়ী প্রার্থীদের ভবিষ্যৎ শুভেন্দুর দায়ের করা মামলার উপর, পর্যবেক্ষণ হাইকোর্টের
Calcutta High Court:প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এদিন শুনানি চলছিল। সেখানে কমিশনের তরফে আজও কেউ উপস্থিত ছিলেন না।
Read More
WB Panchayat Poll Result 2023: কংগ্রেস কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ভোট-সন্ত্রাসে মৃত্যু বেড়ে ৪৫
কংগ্রেস কর্মীকে বাঁচাতে আহত হন পরিবারের ৪ সদস্য। সকলকেই মালদা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আজ সকালে বছর ২৫-এর ফতিকুলের মৃত্যু হয়।
Read More
Panchayat Elections Result 2023: গণনা কেন্দ্রে ঢুকতে গিয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কাছে মার খেলেন তৃণমূল বিধায়ক, ফাটল নাক
পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর মারে আহত তৃণমূল বিধায়ক ও তাঁর এক অনুগামী শিলিগুড়ির নার্সিংহোমে ভর্তি। ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তৃণমূল বিধায়ক।
Read More
Panchayat Election Result 2023 : 'বিজেপিতে থেকে উন্নয়ন সম্ভব নয় ' জিতেই তৃণমূলে বিজেপি প্রার্থী
ভোটের ফল ঘোষণার পরের দিন সকালেই বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের হাত ধরে যোগ দিলেন তৃণমূলে।
Read More
Panchayat Election 2023: 'মানুষের রায়ে জিতব, জোর করে জিতে লাভ কী?' ক্ষুব্ধ শোভনদেব
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এটা নিয়ে কথা বলার
Read More
Panchayat Election Result : বীরভূমে নিখোঁজ জয়ী বিজেপি প্রার্থীর স্বামী, হাবড়ায় তৃণমূল প্রার্থীকে 'অপহরণ করল দলের কর্মীরাই'
Panchayat Election Result Birbhum : ভোটের ফল ঘোষণার পরেই বীরভূমের মল্লারপুরে নিখোঁজ হয়ে গেলেন জয়ী বিজেপি প্রার্থীর স্বামী।
Read More
WB Panchayat Poll Result 2023: ভাঙড়ের হিংসা নিয়ে ফোন রাজভবনের পিস রুমেও, দাবি রাজভবনের তরফে
অধিকাংশ ফোনই করেছিলেন সাধারণ মানুষ, দাবি রাজভবনের তরফে। যে অভিযোগ জানানো হয়েছিল তা সংশ্লিষ্ট দফতরে জানিয়ে দেওয়া হয়েছে বলে দাবি।
Read More
Lok Sabha Polls 2024: বেঙ্গালুরুতে দ্বিতীয় বৈঠক বিরোধীদের, সংঘাত ভুলে AAP-কে নৈশভোজে আমন্ত্রণ সনিয়ার, থাকছে ২৪টি দল
Sonia Gandhi: আগামী ১৮ জুলাই বেঙ্গালুরুতে বিজেপি বিরোধী শিবিরের দ্বিতীয় বৈঠক হওয়ার কথা।
Read More
Panchayat Election Result: জেলা পরিষদে জোড়াফুল ঝড়! ২০টিই দখলের পথে তৃণমূল
Panchayat Poll Result: এখনও পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী ২০টি জেলা পরিষদই নিজেদের দখলে আনছে তৃণমূল।
Read More
Election Result 2023: 'ভোট ঘিরে এত সংঘর্ষ, মৃত্যু! গণতন্ত্রে এটা কি কাম্য'? রাজ্য়ের সন্ত্রাস
সোমবারই চার সদস্য়ের এই দল তৈরির কথা ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। কার্যত পাল্টা হিসেবে মণিপুরে চার সাংসদের দল পাঠাচ্ছে তৃণমূলও।
Read More
Rajya Sabha Elections: পৃথক রাজ্যের দাবিতে সরব অন্নত মহারাজের নামেই সিলমোহর, বাংলা থেকে রাজ্যসভায় প্রার্থী করল BJP
Ananta Maharaj:
Read More
Panchayat Elections Result 2023: 'ভোট লুঠের শেষ চেষ্টাতেই হিংসা, মৃত্যু' পুলিশকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিলীপ
Panchayat Poll Result 2023: পঞ্চায়েত হিংসায় মৃত্যু বেড়ে ৪৪। ভাঙড়ে গুলিতে জখম ২ আইএসএফ কর্মীর মৃত্যু। ভাঙড়ে সংঘর্ষের সময় বাইরে বেরিয়ে গুলিবিদ্ধ হয়ে সাধারণ মানুষের মৃত্যু।
Read More
Panchayat Election Result: শুভেন্দুর জেলায় তৃণমূলের দাপট, পঞ্চায়েত ভোটে জোড়াফুলের দখলে জেলা পরিষদ
WB Panchayat Poll: সিপিএম বা কংগ্রেস এই জেলায় এখনও পর্যন্ত কোনও জেলা পরিষদ আসন পায়নি।
Read More
Panchayat Election Bhangar Death : মায়ের সঙ্গে ঝগড়া করে বেরিয়েছিলেন রাজু, ভাঙড়ে প্রাণ গেল গোলাগুলিতে !
গভীর রাতে পঞ্চায়েত ভোট গণনার শেষ পর্বের সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান দুই আইএসএফ কর্মী হাসান মোল্লা, রেজাউল গাজি এবং গ্রামবাসী রাজু মোল্লা।
Read More
Panchayat Elections Result 2023: কারচুুপির অভিযোগ, গণনা কেন্দ্রের সামনেই ধর্নায় বিজেপি সাংসদ
অভিযোগ, ব্লক প্রশাসন অন্যায়ভাবে তৃণমূল প্রার্থী রেজিনা মুর্মুকে জয়ী ঘোষণা করে। এর প্রতিবাদেই সকাল ৮টা থেকে হবিবপুরে গণনা কেন্দ্রের সামনে নেতা, কর্মীদের নিয়ে ধর্নায় বসেন মালদা উত্তরের বিজেপি সাংসদ
Read More
Panchayat Elections Result 2023: গ্রামে গ্রামে ফুটল ঘাসফুল! পঞ্চায়েতে তৃণমূলের একচেটিয়া দাপট
Panchayat Election Result 2023: গ্রামবাংলার মাঠে ঘাটে ফুটল সেই জোড়াফুলই। ত্রিস্তরীয় পঞ্চায়েতের সবস্তরেই বিরোধীদের বহু পিছনে ফেলল তৃণমূল।
Read More
WB Panchayat Poll Result 2023: রাস্তায় পড়ে বোমা, ইটের টুকরো, ভাঙড়ে ভোট-হিংসার বলি দুই, ক্ষোভে ফুঁসছে এলাকা
Panchayat Election Result 2023: পঞ্চায়েত ভোট ঘোষণার পর, বাংলায় ৩৫ দিনে ৪৩ জনের মৃত্য়ু হল। ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা।
Read More
Panchayat Election Result: জঙ্গলমহলে হোঁচট বিজেপির, বুথে বুথে ফুটল ঘাসফুল
Panchayat Poll:২০১৮-এর পঞ্চায়েত ভোটে জঙ্গলমহলের চার জেলায় তৃণমূলকে ধাক্কা দিয়ে উঠে এসেছিল বিজেপি। সেই জেলাতেই হোঁচট খেল পদ্ম শিবির।
Read More
North 24 Parganas Weather: সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ, আর্দ্রতাজনিত অস্বস্তি উত্তর ২৪ পরগনায়
North 24 Parganas Weather Forecast: সকালে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৮০ শতাংশের আশেপাশে। বিকেলে আপেক্ষিক আর্দ্রতা ৭০ শতাংশের আশেপাশে।
Read More
Panchayat Poll Result 2023 : বিচিত্রকাণ্ড ! কোথাও ব্যালট পুকুরে, কোথাও কালি, কোথাও ব্যালট মুখে পুরলেন তৃণমূল প্রার্থী
হাবড়ায় সিপিএম প্রার্থীর জয় আটকাতে, ব্য়ালট পেপার খেয়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে।
Read More
WB Panchayat Poll Result 2023: মাঠের মধ্যেই পড়ে বোমা, বিস্ফোরণে জখম এক কিশোর-সহ দুই
ভোট গণনার দিন বোমা ফেটে জখম এক কিশোর-সহ দুই। গোসানিমারিতে মাঠের মধ্যে পড়েছিল বোমা।
Read More
Panchayat Election Result: ফল ঘোষণার পরেই 'খুন' TMC কর্মী! কাঠগড়ায় BJP
Panchayat Election: বুথে বিজেপি প্রার্থী জয়ী হন। অভিযোগ, তারপর থেকেই তৃণমূল কর্মীকে হুমকি দিচ্ছিল বিজেপি।
Read More
Panchayat Elections Result 2023: মনোনয়ন পর্ব থেকে ভোট গণনা, অব্যাহত সন্ত্রাস, ভোট হিংসায় মৃত ৪২
Panchayat Poll Result 2023: পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের মধ্য়েই সিপিএম-বিজেপি জোর চাপানউতোর।
Read More
Panchayat Elections Result 2023: সিঙ্গুরে তৃণমূল অপ্রতিরোধ্যই, পঞ্চায়েত সমিতিতে খাতা খুল CPM, নন্দীগ্রামে হাত আরও শক্ত হল BJP-র
WB Panchayat Poll Result 2023: তৃণমূলকে কার্যত কোণঠাসা করে নন্দীগ্রামের মাটিতে জমি আরও শক্ত করল বিজেপি।
Read More
Partha Chatterjee: ‘শুধু দুঃখ থেকে গেল...’ পঞ্চায়েতে জয়জয়কার তৃণমূলের, তাও আক্ষেপ পার্থর
WB Panchayat Poll Result 2023: ২০১৮-র পঞ্চায়েত ভোট চলকালীন হিংসার কথা কার্যত অস্বীকার করেছিলেন তৃণমূলের তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্য়ায়।
Read More
Panchayat Election Result: আরাবুলের এলাকায় হোঁচট তৃণমূলের! হার সাবিনার পঞ্চায়েতেও
Panchayat Poll:তৃণমূলের জয়োল্লাসের মধ্য়েই শাসকের হেভিওয়েটদের ঘরে সিঁধ কাটল বিরোধীরা।
Read More
Panchayat Election Result : বোমা ফেটে জখম এক কিশোর-সহ দুই
Panchayat Election Result 2023 : দায়ের আঘাত লাগতেই বিস্ফোরণ ঘটে। আহত হন এক মহিলা ও এক কিশোর।
Read More
WB Panchayat Poll Result 2023: ফের উত্তপ্ত ভাঙড়, গভীর রাতে বোমাবাজি, চলল গুলি
Panchayat Poll Result: ভয়ের ভাঙড়ে ভোট-হিংসার বলি আরও এক। গভীর রাতে পঞ্চায়েত ভোট গণনার শেষ পর্বে কাঁঠালিয়া স্কুলে গণনা কেন্দ্রের সামনেই বোমাবাজি, চলল গুলি।
Read More
South 24 Parganas Weather: আজ বৃষ্টির সম্ভাবনা কতটা ? কেমন আবহাওয়া দক্ষিণ ২৪ পরগনায় ?
South 24 Parganas Weather Update: দক্ষিণবঙ্গে হালকা-মাঝারি বৃষ্টির পূর্বাভাস, কী বলছে হাওয়া অফিস ?
Read More
Panchayat Election Result : উত্তপ্ত ভাঙড়ে বোমাবাজি, পুলিশের কাঁদানে গ্যাস, মুর্শিদাবাদে রডের আঘাতে মাথা ফাটল সিপিএম কর্মীর
Panchayat Election Result Violence : বোমাবাজি, হিংসা, মারামারি থেকে রক্তপাত। অশান্তির ছবি কোথায় কেমন ?
Read More
Panchayat Election Result: 'এইভাবে জিততে চাইনি আমি', কেঁদে ফেলেন তৃণমূল প্রার্থী রেশমী
TMC Candidate Getting Emotional: ISF প্রার্থীর কাউন্টিং এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগ। বিরোধী দলের এজেন্টকে নিয়ে তিনি কাউন্টিং সেন্টারের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন খোদ তৃণমূল প্রার্থী।
Read More
Panchayat Election Result 2023:বিস্ফোরণে কেঁপে উঠেছিল এগরার খাদিকুল, সেখানকার সাহারা গ্রাম পঞ্চায়েতের 'সাহারা' হল বিজেপিই
BJP Wins Sahara Gram Panchayat Of Khadikul:১৬ মে বিস্ফোরণে কেঁপে উঠেছিল এগরার খাদিকুল। প্রাণ গেছিল ১২ জনের। সেখানকার সাহারা গ্রাম পঞ্চায়েতে উড়ল গেরুয়া নিশান।
Read More
প্রেক্ষাপট
ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। প্রতি গণনাকেন্দ্রে এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সঙ্গে থাকবে রাজ্য সশস্ত্র পুলিশ। গণনাকেন্দ্রের ভিতরে সিসিটিভি ক্যামেরা ও বাইরে ১৪৪ ধারা। গ্রাম বাংলার রায় কাদের পক্ষে তা জানা যাবে আর কিছুক্ষণের মধ্যে। সকাল ৮ টা থেকে রাজ্যের ৩৩৯ টি ভোটকেন্দ্রে শুরু হবে ভোটগণনা (Vote Counting)। সবথেকে বেশি গণনাকেন্দ্র দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ২৮ টি।
রাজ্যের দশম পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) ফলাফলের ক্ষেত্রে প্রথমে গ্রাম পঞ্চায়েত, তারপর পঞ্চায়েত সমিতি ও সবশেষে জেলা পরিষদের ভোট গণনা হবে। প্রত্যেকটি ক্ষেত্রেই ২ রাউন্ড করে গণনা হবে। গ্রাম পঞ্চায়েত (Gram Panchayat), পঞ্চায়েত সমিতি (Panchayat Samiti), জেলা পরিষদের (Zilla Parishad) গণনার সময় থাকবেন একজন কাউন্টিং অফিসার (Counting Officer) এবং একজন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট। সঙ্গে থাকবেন প্রতি প্রার্থীর একজন করে কাউন্টিং এজেন্ট (Counting Agent)।
রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission) সূত্রে খবর, ভোটগণনা ৮ টা থেকে শুরু হলেও ব্যালট পেপার (Ballot Paper) শর্টিং শেষ করে মূল গণনার কাজ শুরু হতে ৯ টা বেজে যাবে। প্রথমে গণনা হবে ই ডি (ইলেকশন ডিউটি) ভোট। তারপর একে একে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ভোট গণনা। প্রত্যেক স্তরের ভোট গণনার শেষে ভোটকেন্দ্র থেকে সবহাই বেরিয়ে গেলে তারপর শুরু হবে পরের স্তরের ভোটগণনা।
স্ট্রংরুম থেকে প্রথমে আনা হবে প্রথমে গ্রাম পঞ্চায়েতের ব্যালট বাক্স (Ballot Box)। গ্রাম পঞ্চায়েতের ২ রাউন্ড হবে ভোট গণনা। যে গণনা শেষ হওয়ার পর স্ট্রংরুম থেকে আনা হবে পঞ্চায়েত সমিতির ব্যালট বাক্স। সেক্ষেত্রেও ২ রাউন্ড গণনার পর জেলা পরিষদের ক্ষেত্রেও একই নিয়ম। মোট ৩৩৯ টি কেন্দ্রে হবে ভোটগণনা। যার মধ্যে সবথেকে বেশি কেন্দ্র দক্ষিণ ২৪ পরগনায় । ২৮ টি।
একঝলকে দেখে নেওয়া যাক কোন জেলায় ক'টি ভোটকেন্দ্র -
আলিপুরদুয়ার ৬ টি
বাঁকুড়াতে ২২ টি
বীরভূমে ১৯ টি
কোচবিহারে ১২ টি
দক্ষিণ দিনাজপুরে ৮ টি
দার্জিলিঙে ৫ টি
হুগলিতে ১৮ টি
হাওড়ায় ১৪ টি
জলপাইগুড়িতে ১০ টি
ঝাড়গ্রাম ৮ টি
কালিম্পংয়ে ৪ টি
মালদায় ১৫ টি
মুর্শিদাবাদে ২৬ টি
নদিয়া ১৮টি
উত্তর ২৪ পরগনায় ২২টি
পশ্চিম বর্ধমানে ৮টি
পূর্ব বর্ধমানে ২৩ টি
পশ্চিম মেদিনীপুরে ২১ টি
পূর্ব মেদিনীপুরে ২৫ টি
পুরুলিয়া ২০ টি
দক্ষিণ ২৪ পরগনা ২৮
উত্তর দিনাজপুরে ৮টি