Chini 2: রোদচশমা, পশ্চিমি পোশাকে অচেনা অপরাজিতা, 'চিনি' ফিরছে অন্য ধারার গল্প নিয়ে!
Madhumita-Aparajita: যে পোস্টার মুক্তি পেয়েছে, সেখানে একেবারে অন্য লুকে দেখা যাচ্ছে নায়িকাদের। মা-মেয়ে নয়, পশ্চিমি লুকে অচেনা অপরাজিতা-মধুমিতারা।
কলকাতা: মা মেয়ের গল্প বড়পর্দায় মন জয় করেছিল সকলের। কিন্তু সেই ছবির সিক্যুয়ালের পোস্টার যেন অন্য গল্প বলছে। মুক্তি পেল মৈনাক ভৌমিক (Mainak Bhowmik)-এর নতুন ছবি 'চিনি ২' (Chini 2) -এর পোস্টার। কিন্তু সেখানে মা মেয়ের মিষ্টি রসায়ন নয়, দেখা গেল এক্কেবারে অন্য ধারার ছবি। চোখে সানগ্লাস, পশ্চিমি পোশাকে একেবারে অচেনা মধুমিতা সরকার (Madhumita Sarcar) ও অপরাজিতা আঢ্য (Aparajita Addhya)। সঙ্গে রয়েছেন লিলি চক্রবর্তী (Lily Chakraborty) ও পিঙ্কি বন্দোপাধ্যায়ও (Pinky Banerjee)-ও। তাঁদের দুজনের পরণে শাড়ি থাকলেও, চোখে রোদচশমা, হাঁটার ভঙ্গিমায় স্টাইল।
পারিবারিক ড্রামা, একে অপরের সঙ্গে সম্পর্ক, সেই সম্পর্কের টানাপোড়েন, ইতিবাচকতা, বাস্তবতা, এই সবকিছুই মানুষকে 'চিনি'র প্রতি আকৃষ্ট করেছিল। এবার ফের এক ফ্রেমে মৈনাক ভৌমিক নিয়ে আসতে চলেছেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) ও মধুমিতা সরকারকে (Madhumita)। মধ্যবয়সী মা 'মিষ্টি'র চরিত্রে অপরাজিতা। অন্যদিকে অল্পবয়সী, চনমনে মেয়ে 'চিনি'র চরিত্রে মধুমিতা সরকার। এই ছবিতে দেখা যাবে স্বামী শুভর সঙ্গে থাকেন মিষ্টি। তাঁর স্বামীর চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে (Anirban Chakrabarti)। এছাড়াও দেখা যাবে 'প্রেম টেম' খ্যাত নায়ক সৌম্য মুখোপাধ্যায়কে (Soumyo Mukherjee)। তাঁর চরিত্রের নাম 'স্যামি'। 'প্রসেনের দলবল'-এর (Prasen er Dolbol) সঙ্গীত পরিচালনায়, মধুরা পালিতের (Modhura Palit) সিনেম্যাটোগ্রাফিতে বড়পর্দায় ফিরছে 'চিনি'। মার্চ মাসেই হয়ে গিয়েছিল এই ছবির শ্যুটিং। আর এবার, প্রকাশ্যে এল মুক্তির দিন। ১১ অগাস্ট বড়পর্দায় মুক্তি পাবে 'চিনি ২'।
যে পোস্টার মুক্তি পেয়েছে, সেখানে একেবারে অন্য লুকে দেখা যাচ্ছে নায়িকাদের। মা-মেয়ে নয়, পশ্চিমি লুকে অচেনা অপরাজিতা-মধুমিতারা। পর্দার বাইরে অবশ্য একাধিকবার এই লুকে দেখা গিয়েছে অপরাজিতাকে। চিনি ছবিরও কিছু অংশে অপরাজিতাকে এই বেশে দেখা গিয়েছিল। তবে এই পোস্টারে যেন অন্য ইঙ্গিত দিচ্ছে গল্প। রহস্য উন্মোচিত হবে ছবির ঝলক প্রকাশ্যে এলেন।
'চিনি' ছবিতে দেখা গিয়েছিল এক আধুনিক কর্মরতা মেয়ের গল্প। তাঁর মায়ের সঙ্গে ভালবাসা-ঝগড়া-খুনসুটির সম্পর্কের গল্প। তবে নির্মাতাদের দাবি 'চিনি ২' আরও ভাল হবে, এবং দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নেবে। এই ছবিতে মা-মেয়ের চরিত্রে দেখা যাবে না মিষ্টি ও চিনিকে। বরং সম্পূর্ণ ভিন্ন মতে বিশ্বাসী, সম্পূর্ণ উল্টো দৃষ্টিকোণ সম্পন্ন দুই আলাদা চরিত্রে দেখা যাবে তাঁদের। যাঁরা দুটি আলাদা সামাজিক স্তর থেকে এসেছে এবং একমাত্র আবেগের সুতো দিয়ে একে অপরের সঙ্গে একাত্ম বোধ করবেন।
View this post on Instagram
আরও পড়ুন: Karan Johar News: 'আপনি কি সমকামী?' কর্ণকে সরাসরি প্রশ্ন অনুরাগীর, উত্তর এল...
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন