National Film Awards Live: সেরা ছবি হিসেবে পুরস্কৃত 'রকেটরি: দ্য নাম্বি এফেক্ট'
69th National Film Awards Live: এই বছর ৬৯তম বর্ষে পা দিল এই আয়োজন। মায়ানগরী থেকে শুরু করে গোটা দেশেরই নজর থাকে এই অনুষ্ঠানের ওপর। সরাসরি এই অনুষ্ঠানে চোখ রাখতে পারেন আপনিও।
LIVE

Background
69th National Film Awards Live: সেরা অভিনেতা অল্লু অর্জুন, 'পুষ্পা' টিমের বাঁধভাঙা উচ্ছ্বাস
'জাতীয় চলচ্চিত্র পুরস্কার'-এ ফিচার ফিল্ম বিভাগে সেরা অভিনেতার তকমা পেলেন অল্লু অর্জুন। তাঁর জনপ্রিয় ছবি 'পুষ্পা: দ্য রুল' ছবির জন্য পেলেন শিরোপা। বাঁধভাঙা উচ্ছ্বাসে ভাসছে ছবির পুরো টিম। আনন্দে সামিল অভিনেতার স্ত্রী ও পরিবার।
Allu Arjun celebrating his National Award win as Best Actor with #Pushpa team @alluarjun#69thNationalFilmAwards#NationalFilmAwards2023pic.twitter.com/w8fGpjsfwM
— Vamsi Kaka (@vamsikaka) August 24, 2023
National Film Awards Live: সেরা ছবি হিসেবে পুরস্কৃত 'রকেটরি: দ্য নাম্বি এফেক্ট'
আর মাধবন পরিচালিত ও অভিনীত 'রকেটরি: দ্য নাম্বি এফেক্ট' পেল সেরা ফিচার ফিল্ম।
69th National Film Awards Live: সেরা অভিনেতা হিসেবে পুরস্কৃত অল্লু অর্জুন
'পুষ্পা দ্য রাইজ'র জন্য অল্লু অর্জুন নির্বাচিত হলেন সেরা অভিনেতা হিসেবে।
National Film Awards Live: সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত আলিয়া ভট্ট ও কৃতী শ্যানন
'মিমি' ছবির জন্য কৃতী শ্যানন ও 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র জন্য আলিয়া ভট্ট নির্বাচিত হলেন সেরা অভিনেত্রী হিসেবে।
69th National Film Awards Live: সেরা সহ-অভিনেতা হিসেবে পুরস্কৃত পঙ্কজ ত্রিপাঠী
'মিমি' ছবির জন্য সেরা সহ-অভিনেতার শিরোপা পেলেন পঙ্কজ ত্রিপাঠী।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
