Zee Bangla: আসছে নতুন ধারাবাহিক, টাইম স্লট বদল হচ্ছে একগুচ্ছ ধারাবাহিক ও শো-এর
Bengali Serial Parineeta: জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক 'পরিণীতা', পরিচালনায় কৃষ বসু। একটি ছোট শহরের মেয়ের একটি বড় কলেজে উচ্চশিক্ষার জন্য আসা আর তারপরে জীবন বদলে ফেলার গল্পই বলবে এই ধারাবাহিক
কলকাতা: জি বাংলায় নতুন ধারাবাহিকের আগমনে স্লট বদলে যাচ্ছে একগুচ্ছ ধারাবাহিক ও শোয়ের। জি বাংলায় ১১ নভেম্বর থেকে আসতে চলেছে নতুন ধারাবাহিক 'পরিণীতা'। আর এই ধারাবাহিকের আগমনেই বদলে যাচ্ছে একাধিক স্লট। ধারাবাহিকে স্লট বদলানো নতুন নয়। তবে একটি দুটি নয়, এবার বদল হচ্ছে একগুচ্ছ ধারাবাহিক ও শো-এর স্লট।
জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক 'পরিণীতা', পরিচালনায় কৃষ বসু। একটি ছোট শহরের মেয়ের একটি বড় কলেজে উচ্চশিক্ষার জন্য আসা আর তারপরে জীবন বদলে ফেলার গল্পই বলবে এই ধারাবাহিক। এই চরিত্রের নাম পারুল অধিকারী (Parul Adhikari)। ঈশানীকে দেখা যাবে এই পারুলের চরিত্রে দেখা যাবে। তাঁর বিপরীতে দেখা যাবে উদয় প্রতাপ সিংহকে। তাঁর চরিত্রের নাম রায়ান বসু। এই রায়ান চায় অভিনয় করতে। কিন্তু পরিচালনার অভাব। আর এই পারুলের সঙ্গেই সম্পর্কে জড়িয়ে পড়ে রায়ান। রায়ান ইউনিভার্সিটির একজন জনপ্রিয় ছাত্র। সে কি একজন ছাত্র থেকে দায়িত্ববান স্বামী হতে পারবে? সেই গল্পই বলবে এই ধারাবাহিক। দীর্ঘদিন পরে ধারাবাহিকে ফিরছেন উদয় প্রতাপ সিংহ। তাঁর চরিত্র একজন কলেজ ছাত্রের, পাশাপাশি একজন স্বামীরও। পারুল কী আদৌ পারবে রায়ানের ভালবাসা অর্জন করতে? সেই গল্পই বলবে এই ধারাবাহিক। ১১ নভেম্বর থেকে শুরু টেলিকাস্ট। আর এই ধারাবাহিকের আগমনেই টাইম স্লট বদলে যাচ্ছে একাধিক ধারাবাহিকের। এক ঝলকে দেখে নেওয়া যাক, কী কী ধারাবাহিক ও শোয়ের সময় বদল হচ্ছে
ধারাবাহিক ‘অমর সঙ্গী’র নতুন সময় বিকেল সাড়ে ৩টে। রিয়্যালিটি শো ‘রান্নাঘর’ এ বার থেকে দেখা যাবে বিকেল ৪টেয়। ‘দিদি নম্বর ১’, ‘পুবের ময়না’, ‘নিমফুলের মধু’র নতুন সময় যথাক্রমে বিকেল সাড়ে ৪টে, সাড়ে ৫টা, সন্ধ্যা ৬টা। এর মধ্যে রিয়্যালিটি শো ‘রান্নাঘর’ এবং ‘অমর সঙ্গী’ বাকিদের তুলনায় নতুন। অনেক সময়েই দেখা গিয়েছে, টাইম স্লট পরিবর্তন করার পরে রেটিং চার্টেও তার প্রভাব পড়েছে। তবে এক্ষেত্রে তা হবে কি না সেটাই এখন দেখার।
View this post on Instagram
আরও পড়ুন: Malaika Arora: ফের অর্জুনকে নিশানা মালাইকার? সোশ্যাল মিডিয়ায় লিখলেন, 'টক্সিক মানুষকে...'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।