Shieladitya Moulik: উড়ন্ত ইটে 'হেডার' শিলাদিত্য মৌলিকের, 'বিপজ্জনক' স্টান্টে প্রয়োজনীয় বার্তা পরিচালকের
Shieladitya Moulik: ফের বাড়ছে করোনার (Covid19) সংক্রমণ। মাথাচাড়া দিচ্ছে ওমিক্রন (Omicron)। সব মিলিয়ে ফের তৈরি হচ্ছে ভয়াবহ পরিস্থিতি। এখনই কড়া হাতে সামাল না দিলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে।
কলকাতা: চেয়ারে বসে রয়েছেন পরিচালক শিলাদিত্য মৌলিক (Shieladitya Moulik)। হঠাৎই দেখা গেল তাঁর দিকে উড়ে এল একটি ইটের টুকরো। পরিচালকের মাথায় লেগে নীচে পড়ে গেল সেটি। তারপরও অক্ষত পরিচালক। গোটা ভিডিওটি শ্যুট হয়েছে স্লো-মোশনে। আসলে গোটা ঘটনাটাই ইচ্ছাকৃত। এই ভিডিও পোস্ট করে অনুরাগীদের মধ্যে বার্তা ছড়াতে চেয়েছেন পরিচালক।
ঠিক কী বার্তা দিচ্ছেন পরিচালক? এই ভিডিও পোস্ট করে শিলাদিত্য লেখেন, 'ইটে হেডার দেওয়া বিপজ্জনক নয়। কিন্তু মাস্ক না পরা বিপজ্জনক।' তাঁর কথায় মাথায় ইট মেরে স্টান্ট করার থেকেও বেশি বিপজ্জনক এই পরিস্থিতিতে মাস্ক না পরে বের হওয়া। সেই সঙ্গে সাবধানে থাকার বার্তা দিয়েছেন তিনি।
ভিডিওটি পোস্ট হয়েছে একটি ছবির সেট থেকেই। পোস্টের হ্যাশট্যাগ দেখেই স্পষ্ট শিলাদিত্য মৌলিকের 'মাষ্টারমশাই আপনি কিছু দেখেননি' ছবির শ্যুটিং চলছে। সেই সেট থেকেই বার্তা পরিচালকের।
View this post on Instagram
ফের বাড়ছে করোনার (Covid19) সংক্রমণ। সঙ্গে মাথাচাড়া দিচ্ছে ওমিক্রন (Omicron)। সব মিলিয়ে ফের তৈরি হচ্ছে ভয়াবহ পরিস্থিতি। এখনই কড়া হাতে সামাল না দিলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। তাই রাজ্য়ের সরকার গতকালই ঘোষণা করেছে নয়া কোভিডবিধি। মুখ্যসচিবের ঘোষণা করা নয়া কোভিডবিধিতে জানা গিয়েছে, একদিকে যেমন স্কুল, কলেজ এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে। তেমনই কিছু কিছু স্থান খোলা থাকবে আংশিকভাবে। তারই মধ্যে জানা গিয়েছে, ৫০ শতাংশ দর্শক নিয়ে খোলা থাকবে সিনেমাহল। রাত ১০টার পর সমস্ত সিনেমাহল (Cinema Hall) বন্ধ থাকবে।
আরও পড়ুন: Tonic Update: আংশিক বিধিনিষেধেও অপ্রতিরোধ্য, আজও হাইসফুল 'টনিক', জানালেন দেব
প্রসঙ্গত, গত দুটো বছর ধরে চলছে করোনা পরিস্থিতি। বারবার লকডাউন এবং কোভিডবিধির ফলে ব্যাপক প্রভাব পড়েছে ছবির জগতে। দীর্ঘ অনেকটা সময় বন্ধ থেকেছে সিনেমাহল। ইতিমধ্যেই করোনার সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। তার সঙ্গে চিন্তা বাড়াচ্ছে ওমিক্রন। ফের যাতে ভয়াবহ পরিস্থিতি না আসে তার জন্য এখনই লাগাম টানা প্রয়োজন। রাজ্যে সদ্য ঘোষণা হওয়া কোভিডবিধির মধ্যে স্কুল কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও বন্ধ থাকবে স্পা, জিম, সুইমিংপুল, সেলুন, বিউটি পার্লার। এছাড়াও আংশিকভাবে ৫০ শতাংশ মানুষ নিয়ে খোলা থাকবে সরকারি বেসরকারি অফিস, রেস্তোরাঁ, পানশালা, সিনেমাহল প্রভৃতি।