Yash Update: জন্মদিনেই দুর্ঘটনা! মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস যশের
'KGF' Star Yash: সোমবার, ৩৮ পূর্ণ করলেন দক্ষিণের তারকা অভিনেত 'কেজিএফ' খ্যাত যশ। তাঁর জন্মদিন উপলক্ষে ফ্লেক্স লাগাতে গিয়ে তড়িদাহত হয়ে মৃত্যু হয় তাঁর তিন অনুরাগীর। গুরুতর আহত আরও তিন।
নয়াদিল্লি: পতাকা ওড়ানো, মোটরসাইকেল নিয়ে স্টান্ট বা ঝুঁকি নিয়ে ছবি তোলা, অনুরাগীদের এই ধরনের সমস্ত কাজ থেকে বিরত থাকার অনুরোধ 'কেজিএফ' (KGF Star) অভিনেতা যশের (Yash)। গতকাল তাঁর জন্মদিন উপলক্ষে 'বার্থডে ফ্লেক্স' (birthday flex) লাগাতে গিয়ে তড়িদাহত হয়ে মৃত্যু হয় ৩ অনুরাগীর। রাজ্যে ফিরেই মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে আসেন তিনি। আশ্বাস দিয়েছেন আর্থিক সাহায্যের (financial help)।
মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস যশের
সোমবার, ৩৮ পূর্ণ করলেন দক্ষিণের তারকা অভিনেত 'কেজিএফ' খ্যাত যশ। তাঁর জন্মদিন উপলক্ষে ফ্লেক্স লাগাতে গিয়ে তড়িদাহত হয়ে মৃত্যু হয় যশের তিন অনুরাগীর। সোমবারই যে পরিবারেরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের সঙ্গে গিয়ে দেখা করে আসেন অভিনেতা। তাঁদের আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। এরপর কথা বলেন মিডিয়ার সঙ্গেও।
এই মর্মান্তিক দুর্ঘটনার প্রেক্ষিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেতা বলেন, 'যদি মন থেকে আমাকে শুভেচ্ছা জানান, সেটা পৃথিবীর যে প্রান্ত থেকেই হোক না কেন, আমার জন্য সেটাই শ্রেষ্ঠ উপহার। এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আমার নিজের জন্মদিনের প্রতিই ভয় ধরাচ্ছে। এভাবে ফ্যানডম দেখানোর কোনও প্রয়োজন নেই।'
তিনি আরও বলেন, 'দয়া করে এভাবে আপনাদের ভালবাসা দেখাবেন না। আমি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করছি। কোনও ব্যানার টাঙানোর প্রয়োজন নেই, বাইকে ধাওয়া করার প্রয়োজন নেই বা ঝুঁকি নিয়ে সেলফি নেওয়ার প্রয়োজন নেই। আমি চাই আমার প্রত্যেক দর্শক ও অনুরাগী আমার মতোই জীবনে উন্নতি করুক। যদি আপনি আমার সত্যিকারের অনুরাগী হয়ে থাকেন, তাহলে নিজের কাজটা খুব নিষ্ঠার সঙ্গে করুন, নিজের জন্য নিজের জীবন উৎসর্গ করুন এবং আনন্দে ও সাফল্যের সঙ্গে বাঁচুন। আপনারা আপনাদের পরিবারের সবকিছু, ওঁদের গর্বিত করাই আপনাদের উদ্দেশ্য হওয়া উচিত।' তিনি বলে চলেন, 'আমার প্রতি অনুরাগীদের ভালবাসার প্রদর্শন করে আমি খ্যাতি জাহির করতে ভাল লাগে না। আমি সবসময়েই এটা কম পরিমাণে রাখব আমার অনুরাগীরা তা যতই অপছন্দ করুন। কিন্তু কাউকে হতাশ করা আমার উদ্দেশ্য নয়। যদি আমাকে সম্মান করেন, তাহলে আগে দায়িত্বশীল হোন। বাড়িতে আপনার মা-বাবা অপেক্ষায় রয়েছেন। আর্থিক সাহায্য করাটাই সব নয়, কিন্তু একবার প্রাণ চলে গেলে তাদের আর ফিরিয়ে আনা সম্ভব হবে না।'
তিনি একইসঙ্গে এও উল্লেখ করেন, 'এই বছর, ফের কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে আমি নিজের জন্মদিন সেলিব্রেট করতে চাইনি। আমাদের তরফ থেকে কোনও ক্ষতি হওয়া কাম্য নয়। সেই কারণে খুব সাধারণভাবে আমি জন্মদিনটা আমার পরিবারের সঙ্গে উদযাপনের সিদ্ধান্ত নিই।'
যশের ৩৮তম জন্মদিন উপলক্ষে কর্ণাটকের সুরাঙ্গিতে তিন অনুরাগীর তড়িদাহত হয়ে মৃত্যু হয়। আরও তিন অনুরাগী গুরুতর আহত এবং তাঁদের স্থানীয় লক্ষ্মেশ্বর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।