Sudipta Chakraborty on RG Kar Issue: 'এত সহজে পার পেতে দেওয়া যাবে না', আরজি কর কাণ্ডে রাজনৈতিক রঙ লাগানো নিয়ে সরব সুদীপ্তা
Sudipta Chakraborty on RG Kar Doctor death: সোশ্যাল মিডিয়ায় সুদীপ্তা লিখেছেন, 'প্রত্যেকটা ঘটনাকে তৃণমূল-বিজেপি-সিপিএম করে দেওয়া রাজনীতিকদের চেনা ছক। অতি নির্লজ্জ ছক।'
কলকাতা: প্রথমদিন থেকেই তিনি রয়েছেন আরজি কর কাণ্ডের প্রতিবাদে। রাত দখলে পথে নেমেছেন, পা মিলিয়েছেন জমায়েতে। তবে এই প্রতিবাদে রাজনৈতিক রং লাগানোর ঘোর বিরোধী তিনি। সোশ্যাল মিডিয়ায় আরজি কর কাণ্ডের প্রতিবাদেই কলম ধরলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)।
সোশ্যাল মিডিয়ায় সুদীপ্তা লিখেছেন, 'প্রত্যেকটা ঘটনাকে তৃণমূল-বিজেপি-সিপিএম করে দেওয়া রাজনীতিকদের চেনা ছক। অতি নির্লজ্জ ছক। সাধারণ মানুষ, আমার সমস্ত বন্ধু,আত্মীয়, ফ্যান, ফলোয়ার (যদি কেউ থাকেন) -- আপনারা যাকেই ভোট দিন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই ঘটনাকেও তৃণমূল-বিজেপি করে লঘু করে দেওয়ার চক্রান্ত আটকান। এটা 'রাম-বামের কাজ' বলে পার পেতে দেবেন না। এত সহজে পার পেতে দেওয়া যাবে না। রাজনৈতিক দল রা তাঁদের কাজ নিশ্চয়ই করবেন, প্রতিবাদ করবেন, জবাব চাইবেন, নিশ্চয়ই চান। কিন্তু অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে, কোনও রাজনৈতিক এজেন্ডা ছাড়া জবাব চাওয়া আরো অনেক বেশি জরুরি। সাধারণ মানুষের জবাব চাওয়া অনেক বেশি জরুরি।'
প্রসঙ্গত, সদ্য টলিউডের অভিনেতা অভিনেত্রীরা পা মিলিয়েছিলেন একটি প্রতিবাদী মিছিলে। মিছিলের ডাক দিয়েছিলেন থিয়েটারের সঙ্গে যুক্ত কর্মীরাও। সেই মিছিলে পা মিলিয়েছিলেন সুদীপ্তা। থিয়েটারের সঙ্গে সুদীপ্তার যোগসূত্র গভীর। এই মিছিলে পা মিলিয়েছিলেন তিনিও। সেই মিছিলে পা মিলিয়েই অভিনেত্রী সুদীপ্তা বলেছিলেন, 'কেবল রাত নয়, আমরা দুপুর, বিকেল, সকাল সন্ধে সবই দখল করতে চাই। আর সেটা দখল করতে চাইতে হচ্ছে এটাই যথেষ্ট লজ্জার। আমরা সবাই মানুষ। একটা ছেলে যদি গল্প করতে করতে রাত ২.৩০ বা ৩টের সময় রাস্তা দিয়ে ফিরতে পারে, আমরা হাঁটলে বাবা-মায়েরা সঙ্কিত হয়ে ওঠেন কেন? কারণ আমাদের তো কোনও নিরাপত্তা নেই। আমরা তো শারীরিকভাবে দুর্বল। আর সেইটারই তো বার বার সুযোগ সুবিধা নেওয়া হয়। অন্তত আমাদের শহর দিয়েই শুরু হোক। জানি না এটা কবে হবে যে আমরা যেন দিনের যে কোনও সময়, যে কোনও জায়গায় একসঙ্গে গল্প করতে পারি, কথা বলতে পারি, নাটক করতে পারি, শ্যুটিং করতে পারি।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।