Tollywood Update: কাঁচাপাকা চুল-দাড়ি, সন্ন্যাসীর ছদ্মবেশের আড়ালে এই নায়িকাকে চিনতে পারছেন?
Anwesha Hazra News: সদ্য সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল হয়ে গিয়েছে এক 'সন্ন্যাসী'-র ছবি। উদাস চোখে, আধশোয়া হয়ে তিনি তাকিয়ে রয়েছেন দূরের দিকে...
কলকাতা: ধারাবাহিকে ছদ্মবেশ নতুন নয়। শুধু বিভিন্ন চরিত্রই নয়... নারী থেকে পুরুষের ছদ্মবেশ নেওয়াও এখন ধারাবাহিকের গল্পে জলভাত। তবে সেই ছদ্মবেশে যদি খোদ নায়িকাকেই চেনা না যায়? তখন?
সদ্য সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল হয়ে গিয়েছে এক 'সন্ন্যাসী'-র ছবি। উদাস চোখে, আধশোয়া হয়ে তিনি তাকিয়ে রয়েছেন দূরের দিকে। কাঁচাপাকা চুল-দাড়ি, অবিন্যস্ত ছড়িয়ে রয়েছে চোখে-মুখের চারিদিকে। তবে অনেকেই এই ছবি স্ক্রোল করে এগিয়ে গিয়েছেন। ভেবেছেন কোনও সাদামাটা সন্ন্যাসীর ছবি। এতটাই নিখুঁত সেই মেকআপ! তাহলে এই চুল-দাড়ির পিছনে যিনি লুকিয়ে রয়েছেন, তিনি আসলে কে?
কৌতুহল নিরসন হয় ক্যাপশানে চোখ রাখলেই। এই ছবিটি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী অন্বেষা হাজরা (Anwesha Hazra)। বর্তমানে জনপ্রিয় ধারাবাহিক 'সন্ধ্যাতারা' (Sandhatara)-তে নায়িকার চরিত্রে অভিনয় করছেন তিনি। পর্দায় তাঁর নাম সন্ধ্যা। আর সেই ধারাবাহিকের গল্পের তাগিদেই সন্ন্যাসীর ছদ্মবেশ ধারণ করেছিলেন তিনি। ক্যাপশানে অভিনেত্রী মজা করে লিখেছেন, 'আর যাই হই….. জীবনে কোনদিন সন্ন্যাসী হব না'। ছাইভস্মের আড়ালে অন্বেষার স্বভাবসুলভ চপলতা যেন কেবলমাত্র ধরা পড়েছে ক্যাপশানেই। অভিনেত্রীর বন্ধুরা মজা করে লিখেছেন, 'তুই কেমন সন্ন্যাসী তা আমরা জানি'। এক অনুরাগী আবার মজা করে লেখেন, 'কি মিষ্টি.. সন্ন্যাসী হলে কিন্তু দারুণ মানাবে।'
ধারাবাহিক 'সন্ধ্যাতারা'-তে অভিনয় করে দর্শকদের বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন অম্বেষা। তাঁর সঙ্গে আকাশনীল অর্থাৎ গল্পের নায়কের দুষ্টু-মিষ্টি সম্পর্কের সমীকরণ বেশ উপভোগ করেন অনেকেই। এছাড়াও, এই ধারাবাহিকে বেশ জনপ্রিয় তারাও। সম্প্রতি ভ্যালেন্টাইন্স ডে-র বিশেষ এপিসোড বেশ পছন্দই হয়েছে দর্শকদের। এর আগে, এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকে ঊর্মির চরিত্র অভিনয় করতেন অন্বেষা। সেখানে অভিনয় করেও বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি।
ধারাবাহিকের শ্যুটিংয়ের সময় তোলা সন্ধ্যা ওরফে অন্বেষার এই সন্ন্যাসী বেশের ছবি। এই এপিসোড কবে সম্প্রচারিত হবে ও কী কী নতুন ট্যুইস্ট আসবে ধারাবাহিক 'সন্ধ্যাতারা'-র গল্পে, এখন সেইদিকেই তাকিয়ে রয়েছেন সবাই। এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি এমন কোনও প্রোমোও।
আরও পড়ুন: Sourav Ganguly: 'এখনও অবধি খাওয়াওনি, দাদা কিপটে'! সৌরভের বিরুদ্ধে সটান অভিযোগ এক খুদের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।