Rahul Gandhi: সংসদে অচলাবস্থার মধ্যেই রাজনাথ সিংকে তিরঙ্গা-গোলাপ 'উপহার' রাহুল গান্ধীর, কী বার্তা ?
Opposition Block: গৌতম আদানির বিরুদ্ধে আমেরিকায় ঘুষ নেওয়ার অভিযোগ নিয়ে আলোচনা চাইছে না কেন্দ্রীয় সরকার, দাবি বিরোধীদের।
নয়াদিল্লি : সংসদে চলতি শীতকালীন অধিবেশনে ঘিরে উত্তাপ অব্যাহত শাসক ও বিরোধী শিবিরের মধ্য়ে। ২০ নভেম্বর অধিবেশন শুরুর পর থেকেই সংসদের দুই কক্ষেই একাধিক ইস্যুতে বারবার অচলাবস্থা দেখা গেছে। এই পরিস্থিতিতে সংসদের বাইরে প্রতিবাদে সরব হয়েছে বিরোধী শিবির। তাদের দাবি, গৌতম আদানির বিরুদ্ধে আমেরিকায় ঘুষ নেওয়ার অভিযোগ নিয়ে আলোচনা চাইছে না কেন্দ্রীয় সরকার। এই দাবিতে তারা প্রতিবাদে সরব হয়েছে। এই আবহে এদিন সংসদের বিরল দৃশ্য দেখা গেল।
'মোদি-আদানি' টি-শার্ট ও ব্যাগ-পর্বের পর, এবার গোলাপ ফুল ও তিরঙ্গা নিয়ে প্রতিবাদে সামিল হয়েছে বিরোধী কংগ্রেস। এদিন সংসদ ভবনে যখন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ঢুকতে যাচ্ছেন, সেই সময় বিরোধী দলনেতা রাহুল গান্ধী এগিয়ে এসে তাঁকে গোলাপ ফুল ও পতাকা দেন। সংসদ ভবনের বাইরে দাঁড়িয়ে থাকা বিরোধী শিবিরের অন্য নেতাদেরও এদিন গোলাপ ও তিরঙ্গা হাতে দেখা যায়। কংগ্রেস সাংসদ মনিকম টেগোর বলেন, "আমরা বিজেপি-বন্ধুদের জন্য অপেক্ষা করছি। আমরা তাঁদের তিরঙ্গা ও গোলাপ ফুল বিশিষ্ট একটি কার্ড দিতে চাই। তাঁদের কাছে এই বার্তা পাঠাতে চাই যে, দেশ সবথেকে গুরুত্বপূর্ণ।"
#WATCH | Delhi | In a unique protest in Parliament premises, Congress MP and LoP Lok Sabha, Rahul Gandhi gives a Rose flower and Tiranga to Defence Minister Rajnath Singh pic.twitter.com/9GlGIvh3Yz
— ANI (@ANI) December 11, 2024
২০ নভেম্বর অধিবেশন শুরুর পর থেকেই এবার বিভিন্ন ইস্যুতে একে অপরের বিরুদ্ধে সরব হয়েছে শাসক ও বিরোধী শিবির। একদিকে কংগ্রেস যখন আদানি ইস্যুতে সংসদে আলোচনা চাইছে, অন্যদিকে তখন বিজেপি অভিযোগ জানিয়েছে, প্রাক্তন কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধীর সঙ্গে যোগাযোগ আছে আমেরিকার ধনকুবের জর্জ সোরসের। তাদের আরও অভিযোগ, সোরোসের প্রতিষ্ঠানের আর্থিক সহায়তা দেওয়া একটি প্রতিষ্ঠান নাকি ভারত থেকে কাশ্মীরকে আলাদা করায় ইন্ধন জোগায়।
এদিকে আদানি গ্রুপের বক্তব্য, গ্রুপ হেড গৌতম আদানি, তাঁর ভাইপো সাগর আদানি ও সিনিয়র এক্সিকিউটিভ বিনীত জৈন কোনও ঘুষ নেননি। তাঁরা স্বচ্ছ। অভিযোগের ভিত্তিতে গৌতম আদানি মন্তব্য করেছেন, তাঁর গ্রুপ প্রায়ই চ্যালেঞ্জের মুখোমুখি হন এবং প্রতিটি আক্রমণ তাঁদের আরও শক্তিশালী করে তোলে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে