Coronavirus India Updates: গত ২২৯ দিনে দেশে করোনায় সংক্রমণ সর্বনিম্ন, কমল মৃতের সংখ্যাও
একদিনে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১৪৬ জন। গত ২২৯ দিনে সংক্রমণের সংখ্যা সর্বনিম্ন। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৪ লক্ষ ১৯ হাজার ৭৪৯ জন। বেড়েছে একদিনে সুস্থের সংখ্যাও।
নয়াদিল্লি: ফের কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। উত্সবের মরসুমে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ১৪৪ জনের মৃত্যু হয়েছে। দেশে এখনও পর্যন্ত করোনায় ত্যু হয়েছে মোট ৪ লক্ষ ৫২ হাজার ১২৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ৬৭ হাজার ৭১৯। সক্রিয় কেসের সংখ্যা কমে ১ লক্ষ ৯৫ হাজার ৮৪৬। যা ২০২০ সালের মার্চ মাস থেকে এখনও পর্যন্ত সর্বনিম্ন।
একদিনে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১৪৬ জন। গত ২২৯ দিনে সংক্রমণের সংখ্যা সর্বনিম্ন। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৪ লক্ষ ১৯ হাজার ৭৪৯ জন। বেড়েছে একদিনে সুস্থের সংখ্যাও। একদিনে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৭৮৮ জন।
অন্যদিকে রাজ্যে গতকালও চারের কোটায় ছিল করোনা সংক্রমণ। রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৫১ জন। শুক্রবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫৩০ জন। অর্থাৎ শনিবার রাজ্যে আক্রান্তের সংখ্যা কিছুটা হলেও কমেছে। এ নিয়ে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫,৭৯,৪৬৩ জন।
স্বাস্থ্য মন্ত্রকের শেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪১ লক্ষ ২০ হাজার ৭২২ জনের টিকাকরণ সম্পন্ন হয়েছে। এই পর্যন্ত দেশে মোট ৯৭ কোটি ৬৫ লক্ষ ৮৯ হাজার ৫৪০টি টিকাকরণ হয়েছে।
গতকাল রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৭,৫১৩ জন। যা তার আগের দিনের থেকে ৬৩ জন কম। পাশাপাশি এই সময় পর্বে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৮ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন মোট ১৮,৯৫৩ জন। শুক্রবার মৃত্যু হয়েছিল ১০ জনের। শনিবার করোনামুক্ত হয়েছেন ৫০৬ জন। এ নিয়ে রাজ্যে শুরু থেকে এখনও পর্যন্ত করোনা থেকে সেরে বাড়ি ফিরেছেন মোট ১৫,৫২,৯৯৭ জন।
আরও পড়ুন: তৃণমূল নেতাদের একাংশের বিরুদ্ধে ফেসবুকে বিস্ফোরক মদন মিত্র