![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
(Source: ECI/ABP News/ABP Majha)
করোনা-আবহে ইএমআই সুরাহা ব্যাঙ্কের, সেই সুযোগে ময়দানে সক্রিয় প্রতারণাচক্র
সেই প্রতারণাচক্রের ফাঁদে পড়ছেন কেউ কেউ, আবার কেউ সতর্ক থাকায় বেঁচে যাচ্ছেন।
![করোনা-আবহে ইএমআই সুরাহা ব্যাঙ্কের, সেই সুযোগে ময়দানে সক্রিয় প্রতারণাচক্র Fraudsters preying on bank customers over RBI relaxations in EMI payment amid covid-19 lockdown করোনা-আবহে ইএমআই সুরাহা ব্যাঙ্কের, সেই সুযোগে ময়দানে সক্রিয় প্রতারণাচক্র](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/04/11021105/image.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: একে করোনায় রক্ষে নেই, তার উপর সক্রিয় প্রতারণা চক্র! করোনা আবহে রিজার্ভ ব্যাঙ্কের পরামর্শ মেনে ৩ মাস ইএমআই বা মাসিক কিস্তি স্থগিত রাখার ঘোষণা করেছে বিভিন্ন ব্যাঙ্ক। এই সুবিধা নিতে গেলে, আবার চড়া হারে সুদ গুণতে হবে। আর এরইমধ্যে সক্রিয় হয়ে উঠেছে প্রতারকরা। আর সেই প্রতারণাচক্রের ফাঁদে পড়ছেন কেউ কেউ, আবার কেউ সতর্ক থাকায় বেঁচে যাচ্ছেন। যেমন বেহালার বাসিন্দা সায়ন্তন ভট্টাচার্য। বেহালার একটি বেসরকারি ব্যাঙ্কের শাখায় তাঁর গাড়ির ঋণ রয়েছে। সায়ন্তনের অভিযোগ, সম্প্রতি তাঁর মোবাইলে ফোন আসে। ফোনের ওপারে থাকা ব্যক্তি তাঁকে বলেন, করোনা-পরিস্থিতির জন্য ব্যাঙ্ক তাঁর ৩ মাসের গাড়ির ইএমআই স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই সুবিধা নিতে গেলে, তাঁর মোবাইলে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি তাঁকে বলতে হবে। এই কথা শোনার পরই ফোন কেটে দেন সায়ন্তন। একই অভিজ্ঞতা বেহালার বাসিন্দা গৌতম রায়েরও। তাঁর দাবি, কী ভাবে ইএমআই স্থগিত হবে, একেক ব্যাঙ্ক একেক প্রকার কথা বলছে। যোগাযোগের অভাব হচ্ছে। সেটারই সুযোগ নিচ্ছে প্রতারকরা। অভিযোগ পাওয়ার পরই সতর্ক হয়েছে ব্যাঙ্কগুলিও। এমএসএসের মাধ্যমে গ্রাহকদের সতর্ক করা হচ্ছে। সম্প্রতি এই বিষয়ে গ্রাহকদের সতর্ক করে ট্যুইট করেছে এসবিআই। অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের সাধারণ সম্পাদক সৌম্য দত্ত বলেন, এরকম একটা বিষয় শুরু হয়েছে, আমাদের কাছে লোকজন অভিযোগ করছেন, ব্যাঙ্ক এরকম ফোন করে না, মানুষকে এটা বুঝতে হবে। এই ধরনের প্রতারণা চক্রের থেকে গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে ব্যাঙ্কগুলি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)