Ideas Of India Summit 2025 : AI ব্যবহারে কি চ্যালেঞ্জের মুখে পড়বে মানুষ?কেমন হবে আগামী? নতুন দিশা দিলেন চিফ এডিটর অতিদেব সরকার
Welcome Address by Atideb Sarkar : এবিপি নেটওয়ার্কের চিফ এডিটর অতিদেব সরকারের কথায় উঠে এল এআই যুগের সুবিধা-অসুবিধার কথা।

এবিপি নেটওয়ার্কের আইডিয়াজ অফ ইন্ডিয়া, যেন এক নতুন ভাবনার খনি। প্রতি বছরের মতো এবারও ভবিষ্যতের ভারত নিয়ে নতুন ভাবনা নিয়ে হাজির দেশের সেরা ব্যক্তিত্বরা। এবার বাণিজ্যনগরীতে শুরু হয়েছে আইডিয়াজ অফ ইন্ডিয়া সম্মেলন। আধুনিকতা ও সাবেকিয়ানার অপূর্ব মেলবন্ধন ঘটেছে এই মঞ্চে। সংষ্কৃত স্তোত্রপাঠ ও সরস্বতী বন্দনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়েছে। আর এই মঞ্চেই এবিপি নেটওয়ার্কের চিফ এডিটর অতিদেব সরকারের কথায় উঠে এল এআই যুগের সুবিধা-অসুবিধার কথা। তাঁর সংক্ষিপ্ত ভাষণেই স্পষ্ট হল, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ক্ষেত্রে আমরা দেশ জায়গায় দাঁড়িয়ে, ঠিক কোন কোন প্রশ্ন মানুষকে ভাবাচ্ছে এআই-এর ব্যবহার নিয়ে। তিনি বললেন,
উপস্থিত ভদ্রজনমণ্ডলী, আইডিয়াস অফ ইন্ডিয়া ২০২৫-এ আপনাদের স্বাগতম। এক নতুন যুগের প্রান্তে দাঁড়িয়ে আমরা।
কৃত্রিম বুদ্ধিমত্তা কোটি কোটি মানুষের পারদর্শীতা বৃদ্ধি করেছে। ডেটা মাইনিং (Data mining ) এখন জটিল রোগের ঝুঁকি পর্যন্ত মূল্যায়ন ও সমাধান করতে সক্ষম। শুরু হয়েছে সেকেন্ড স্পেস রেস; আর সেখানে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিজ্ঞানীরা অনুসন্ধান করছেন অনন্ত জীবনের।
তাহলে আমাদের পিছনে টেনে রেখেছে কে? আমরা নিজেরাই। অনেকেই আশঙ্কা করছেন যে AI মানুষের প্রয়োজনীয়তা কমিয়ে দেবে, হয়তো বা মানুষকে একেবারেই গুরুত্বহীন করে দেবে, মানবজাতিকেই অস্তিত্বহীন করে দেবে এআই। রাজনৈতিক এবং 'নন স্টেট অ্যাক্টর'রা অনলাইন ডেটা মাইনিং করে আমাদের মধ্যে ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছে। বিশ্বজুড়েই এই জটিল রাজনীতির প্রতিফলন ঘটছে ক্রমাগত। বিশ্বের বহু অর্থনীতিই এখন হিমশিম খাচ্ছে বয়স্ক সেই জনসংখ্যাকে সাহায্য করতে।
এটি নিঃসন্দেহে একটি বড় প্রশ্ন। এরই উত্তরও আছে।
জনস্বার্থে AI কে নিয়ন্ত্রণ করতে হবে মানুষকেই । কোনটা ঠিক, কোনটা ভুল তা বুঝতে ,ভুল তথ্যের উৎস শনাক্ত করতে ডেটা মাইনিং টুলগুলি ব্যবহার করা জানতে হবে। AI ব্যবহারের ক্ষেত্রে কিছু মৌলিক নিয়ম মানতে হবে, যা প্রযোজ্য হবে বিশ্বে বা তার বাইরেও। দেশের মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে , মানুষের কর্মজীবনও বৃদ্ধি করতে হবে এবং আর এই বিষয়ে বিভিন্ন অফিসগুলিকেও নিয়মনীতির ক্ষেত্রে আরও নমনীয় হতে হবে। আমাদের সুনেতৃত্বের প্রয়োজন, দরকার সহযোগিতার এবং আর দরকার কিছুটা সাধারণ জ্ঞানের।
এই সমাজকে মানবতার চেতনা নতুন করে আবিষ্কার করতে হবে। এটিই আমাদের আগামীর দিকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
