Russia Ukraine War: উচ্চশিক্ষা, ইন্টার্নশিপ সম্পূর্ণ হবে এখানেই, ইউক্রেনফেরত ডাক্তারি পড়ুয়াদের বিশেষ সুযোগ
Russia Ukraine War: বাধ্যতামূলক ভাবে ডাক্তারি পড়ুয়াদের শিক্ষানবীশ হিসেবে যে পরিষেবা দিতে হয় তাদের, তা ভারতে সম্পূর্ণ করতে আহ্বান জানানো হয়েছে। চাইলে পরবর্তী পড়াশোনাও করা যেতে পারে বলে জানানো হয়েছে।
নয়াদিল্লি: যুদ্ধে অসমাপ্ত থেকে গিয়েছে পড়াশোনা, হাতে-কলমে প্রশিক্ষণ। ফিরতে পারার নিশ্চয়তাও নেই। তাই দলে দলে ইউক্রেন (Russia Ukraine War) ছেড়ে ঘরে ফিরেছেন সেখানে ডাক্তারি পড়তে যাওয়া দেশের পড়ুয়ারা। তাঁদের এ বার ভারতের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে আহ্বান জানাল ন্যাশনাল মেডিক্যাল কমিশন (National Medical Commission/NMC)। বাধ্যতামূলক ভাবে ডাক্তারি পড়ুয়াদের শিক্ষানবীশ হিসেবে যে পরিষেবা দিতে হয় তাদের, তা ভারতে সম্পূর্ণ করতে আহ্বান জানানো হয়েছে। চাইলে পরবর্তী পড়াশোনাও করা যেতে পারে বলে জানানো হয়েছে।
এনএমসি-র ওয়েবসাইটি নয়া নির্দেশিকাটি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, বিদেশে ডাক্তারিতে স্নাতক হয়েছেন যাঁরা, অথবা ২০২১-এর ১৮ নভেম্বরে আগে সংশ্লিষ্ট বিভাগে প্রাথমিক যোগ্যতা অর্জন করেছেন, তাঁরা ভারতে ইন্টারনশিপ সম্পূর্ণ করতে পারেন। এমনকি ২০২১-এর ১৮ নভেম্বরের আগে বিদেশের শিক্ষা প্রতিষ্ঠানে যাঁরা স্নাতক স্তরের ডাক্তারি কোর্সে ভর্তি হন, তাঁদেরও আহ্বান জানানো হয়েছে।
Amid the ongoing evacuation of Indian medical students from #Ukraine, National Medical Commission (NMC) allows Foreign Medical Graduates with incomplete internships due to compelling situations like the Covid19 & war...to apply to complete internships in India if they clear FMGE pic.twitter.com/tqxeCNPdYy
— ANI (@ANI) March 5, 2022
আরও পড়ুন: Ukraine : ইউক্রেনে এখনও আটকে বঙ্গের বহু পড়ুয়া, দুশ্চিন্তার মধ্যে পরিবার : Bangla News
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথমে কোভিডের প্রকোপ, তার পর যুদ্ধ এবং অন্যান্য সঙ্কট, বিদেশে স্নাতক হওয়া পড়ুয়ারা নিজেদের ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে পারেননি। পরিস্থিতি বিবেচনা করে তাঁদের সকলকে ভারতে ইন্টার্নশিপ সম্পূর্ণ করার অনুমতি দেওয়া হচ্ছে।
তবে এ ক্ষেত্রে দেশে ফেরা ওই ডাক্তারি পড়ুয়াদের FMGE (Foreign Medical Graduate Examination) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই পরীক্ষা NeXT নামেও পরিচিত। বিদেশ থেকে স্নাতকস্তরের পড়াশোনা শেষ করে ভারতে এসে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা এবং এ দেশে প্র্যাকটিসের জন্য এই পরীক্ষায় বসতে হয় পড়ুয়াদের।
যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেন থেকে ফিরে আসা ডাক্তারি পড়ুয়াদের বাড়তি কোনও টাকা দিতে হবে না, বরং ইন্টারশিপের জন্য ভারতীয় পড়ুয়াদের মতোই বৃত্তি এবং অন্য সুযোগ-সুবিধা পাবেন তাঁরা।