এক্সপ্লোর

UP Election Result 2022: জিয়নকাঠির ছোঁয়া অধরাই, কংগ্রেসের ভরাডুবি আটকাতে পারলেন না রাহুল-প্রিয়ঙ্কাও

UP Election Result 2022: দিনের শেষে তাতে লাভের আখের ঘরে তুলতে পারলেন না রাহুল-প্রিয়ঙ্কা। পাঁচ বছর অন্তর সরকার বদলের রীতি উত্তরাখণ্ডে। কিন্তু এ বার দ্বিতীয় বারের জন্য বিজেপি-ই জয়ী হয়েছে।

নয়াদিল্লি:  জিয়নকাঠি ছোঁয়ানোর প্রতিশ্রুতি দিয়ে প্রত্যেক বার মাঠে নামেন তাঁরা। কিন্তু মরসুমি রাজনীতিকের তকমা আর ঘোচে না। বৃহস্পতিবার পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের  ফলাফলে (Five States Assembly Elections 2022) ফের প্রশ্নের মুখে কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গাঁধী (Rahul Gandhi) এবং দলনেত্রী প্রিয়ঙ্কা গাঁধী বঢরার (Priyanka Gandhi Vadra) নেতৃত্বগুণ। পাঞ্জাবে ক্ষমতা টিকিয়ে রাখা তো দূর, মুখরক্ষার মতো আসনও পায়নি কংগ্রেস। উত্তরপ্রদেশে নামমাত্র একটি আসনই পেয়েছে তারা। আর তাতেই অস্তিত্বসঙ্কটে কংগ্রেস।

২০১৪-র পর থেকেই একের পর এক রাজ্য থেকে মুছে গিয়েছে কংগ্রেস। বুধবার পর্যন্ত দেশের তিন রাজ্যে তাদের মুখ্যমন্ত্রী ছিল—রাজস্থান, পাঞ্জাব এবং ছত্তীসগঢ়। বৃহস্পতিবার সেই তালিকা থেকে বাদ গেল পাঞ্জাবের নাম। ঝাড়খণ্ড, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে জোট সরকারে ছোট শরিক হিসেবে সামিল রয়েছে তারা। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে এখনও মধ্যপ্রদেশ, গুজরাত, ছত্তীসগঢ়, রাজস্থান, হিমাচলপ্রদেশ, মেঘালয়, গুজরাত, ত্রিপুরা, নাগাল্যান্ড, কর্নাটক, তেলেঙ্গানা এবং মিজোরামে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে কংগ্রেসের হাতে একটিও রাজ্য বেঁচে থাকবে কি না, সন্দিহান অনেকেই।

আর তাতেই রাহুল-প্রিয়ঙ্কার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ খাতায় কলমে ২০১৯ সাল থেকে খাতায় কলমে অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে সনিয়া গাঁধী কাজ চালিয়ে গেলেও, দুই ছেলেমেয়ের হাতেই যে কংগ্রেসের লাগাম রয়েছে, তা বার বার প্রমাণিত হয়েছে গত কয়েক বছরে। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনেও দুই ভাইবোনকেই কর্তৃত্ব করতে দেখা গিয়েছে। বিদ্রোহের মাসুল হিসেবে কোণঠাসা হয়ে থেকেছেনম মণীশ তিওয়ারি, আনন্দ শর্মা, কপিল সিব্বলের মতো অভিজ্ঞ নেতাদের।

আরও পড়ুন: Punjab Assembly Poll Result 2022: 'পহেলে আপ', দিল্লি মডেলেই বাজিমাত কেজরিওয়ালের, ৭০ বছর পর পরিবর্তন পাঞ্জাবে

কিন্তু দিনের শেষে তাতে লাভের আখের ঘরে তুলতে পারলেন না রাহুল-প্রিয়ঙ্কা। পাঁচ বছর অন্তর সরকার বদলের রীতি উত্তরাখণ্ডে। কিন্তু এ বার দ্বিতীয় বারের জন্য বিজেপি-ই জয়ী হয়েছে। গোয়ায় সংগঠনই ধরে রাখতে পারেনি কংগ্রেস। যে কারণে লুইজিনহো ফালেরিওর মতো নেতাকে তৃণমূলে যোগ দিয়ে হয়। ফ্রান্সিসকো সারডিনহা, এমনকি পি চিদম্বরমের মতো অভিজ্ঞ নেতাকেও কোণঠাসা করে রাখা হয় বলে অভিযোগ। অথচ গোয়ায় ভোটের প্রচারে গেলেও, দলের সংগঠন নিয়ে রাহুল মাথা ঘামাতে চাননি বলে অভিযোগ। উত্তরাখণ্ডেও হরিশ রাওয়তের উপর তিনি সব ছেড়ে দিয়েছিলেনম বলে সূত্রের খবর। মণিপুরে একসময় সরকার থাকলেও, এ বার মাত্র ৯টি আসন পেয়েছে তারা। প্রচারে কোনও বড় নেতাকেই দেখা যায়নি।

পঞ্জাবে কার্যত নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে কংগ্রেস। নভজ্যোত সিংহ সিধুকে নিয়ে দীর্ঘ দিন ধরে অশান্তি, অব্যবস্থা চলছিল। কিন্তু ক্যাপ্টেন অমরিন্দর সিংহের বিরুদ্ধে সিধুকে ইচ্ছাকৃত ভাবেই রাহুল বাড়তে দেন বলে অভিযোগ। তাতে টালমাটাল অবস্থা হয় কংগ্রেসের। বিজেপি-র উপর ক্ষুব্ধ কৃষকদের কাছে টানার পরিবর্তে, মুখ্যমন্ত্রী পদের দাবিদার নিয়ে প্রকাশ্য কোন্দল চলছিল। রাহুল যখন সিধুর উপর লাগাম টানলেন এবং চরণজিৎ চান্নিকেই দলের মুখ্যমন্ত্রী প্রত্যাশী ঘোষণা করলেন, তত ক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।

উত্তরপ্রদেশে প্রিয়ঙ্কার উপর নির্বাচনী দায়িত্ব থাকলেও, প্রচারে গা ছাড়া অভিযোগ তুলেছেন স্থানীয় কংগ্রেস নেতা-কর্মীরাই। তাঁদের মতে, হাথরসকাণ্ড, লখিমপুর খেরির ঘটনা এবং একের পর এক ভুয়ো এনকাউন্টারের অভিযোগ নিয়ে সমাজবাদী পার্টি যতটা সক্রিয় ছিল, তার সিকিভাগও দেখা যায়নি কংগ্রেসের তরফে। রাহুল-প্রিয়ঙ্কা যদিও হাথরসের পীড়িত পরিবারের বাড়িতে যান, প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখান, কিন্তু সেটা ওই একবারই। বিষয়টি নিয়ে দীর্ঘস্থানীয় আন্দোলনের গরজ দেখাননি কেউই। কৃষক আন্দোলনের ক্ষেত্রেও সংসদভবন এবং টুইটারেই তাঁদের প্রতিবাদ সীমিত ছিল বলে অভিযোগ। তাই মরসুমি রাজনীতিকের তকমা কাটিয়ে রাহুল-প্রিয়ঙ্কা দলকে আদৌ চাঙ্গা করতে পারবেন কি না, পাঁচ রাজ্যের ফলাফল ঘোষণার পর তা নিয়ে সংশয় আরও বাড়ল।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Jagdeep Dhankhar: 'আমি RSS-এর একলব্য', রাজ্যসভায় ঘোষণা ধনকড়ে, নয়া বিতর্ক
'আমি RSS-এর একলব্য', রাজ্যসভায় ঘোষণা ধনকড়ে, নয়া বিতর্ক
Hathras Satsang Stampede: মরা ভাগ্নিকে বাঁচানোর ভান করে জেল খেটেছিলেন, 'ভোলেবাবা'র কীর্তি শুনলে চমকে যাবেন
মরা ভাগ্নিকে বাঁচানোর ভান করে জেল খেটেছিলেন, 'ভোলেবাবা'র কীর্তি শুনলে চমকে যাবেন
Hathras Stampede : '১৬ বছরের মেয়ে ও স্ত্রীর মৃতদেহ পড়ে, খোঁজ মিলছে না মায়ের', হাথরসের ঘটনায় এক লহমায় সর্বহারা বিনোদ !
'১৬ বছরের মেয়ে ও স্ত্রীর মৃতদেহ পড়ে, খোঁজ মিলছে না মায়ের', হাথরসের ঘটনায় এক লহমায় সর্বহারা বিনোদ !
IND vs ZIM: জাতীয় দলের হয়ে প্রথম সফর, নিজেদের স্বপ্নপূরণের অভিজ্ঞতা ব্যক্ত করলেন অভিষেক, পরাগরা
জাতীয় দলের হয়ে প্রথম সফর, নিজেদের স্বপ্নপূরণের অভিজ্ঞতা ব্যক্ত করলেন অভিষেক, পরাগরা
Advertisement
ABP Premium

ভিডিও

West BengalNews:একের পর এক জায়গায় গুলি, কালনায় গুলি করে খুন, মগরাহাটে গুলি করে টাকা ছিনতাইয়ের অভিযোগNarendra Modi:'এই নির্বাচনে বিরোধীদের অ্যাজেন্ডাকে পরাস্ত করেছে দেশবাসী', তীব্র আক্রমণ মোদিরYogi Adityanath: হাথরসের ঘটনায় আহতদের সঙ্গে দেখা করলেন যোগী আদিত্যনাথ | ABP Ananda LIVEPM Modi: 'কিছু মানুষ দেশবাসীর রায়কে ব্ল্যাকআউটের চেষ্টা করছে..', বিরোধীদের নিশানা মোদির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jagdeep Dhankhar: 'আমি RSS-এর একলব্য', রাজ্যসভায় ঘোষণা ধনকড়ে, নয়া বিতর্ক
'আমি RSS-এর একলব্য', রাজ্যসভায় ঘোষণা ধনকড়ে, নয়া বিতর্ক
Hathras Satsang Stampede: মরা ভাগ্নিকে বাঁচানোর ভান করে জেল খেটেছিলেন, 'ভোলেবাবা'র কীর্তি শুনলে চমকে যাবেন
মরা ভাগ্নিকে বাঁচানোর ভান করে জেল খেটেছিলেন, 'ভোলেবাবা'র কীর্তি শুনলে চমকে যাবেন
Hathras Stampede : '১৬ বছরের মেয়ে ও স্ত্রীর মৃতদেহ পড়ে, খোঁজ মিলছে না মায়ের', হাথরসের ঘটনায় এক লহমায় সর্বহারা বিনোদ !
'১৬ বছরের মেয়ে ও স্ত্রীর মৃতদেহ পড়ে, খোঁজ মিলছে না মায়ের', হাথরসের ঘটনায় এক লহমায় সর্বহারা বিনোদ !
IND vs ZIM: জাতীয় দলের হয়ে প্রথম সফর, নিজেদের স্বপ্নপূরণের অভিজ্ঞতা ব্যক্ত করলেন অভিষেক, পরাগরা
জাতীয় দলের হয়ে প্রথম সফর, নিজেদের স্বপ্নপূরণের অভিজ্ঞতা ব্যক্ত করলেন অভিষেক, পরাগরা
Kanchan-Sreemoyee: অভিমানে ইতি, শ্রীময়ীকে কাঞ্চনের উপহার মলদ্বীপের বিলাসবহুল মধুচন্দ্রিমা, প্রকাশ্যে সব ছবি
অভিমানে ইতি, শ্রীময়ীকে কাঞ্চনের উপহার মলদ্বীপের বিলাসবহুল মধুচন্দ্রিমা, প্রকাশ্যে সব ছবি
Parliament Session 2024 Live: সাংবিধানিক পদে রয়েছেন খড়গে, ওঁকে অসম্মান করা হচ্ছে, বললেন শরদ পওয়ার
সাংবিধানিক পদে রয়েছেন খড়গে, ওঁকে অসম্মান করা হচ্ছে, বললেন শরদ পওয়ার
Gold Price: বুধের বাজারে বড় বদল সোনার দামে, ২২ ক্যারাট সোনা কিনতে আজ কি বেশি খরচ হবে ?
বুধের বাজারে বড় বদল সোনার দামে, ২২ ক্যারাট সোনা কিনতে আজ কি বেশি খরচ হবে ?
Weather Update : তুমুল বৃষ্টিতে ভিজবে বাংলা, লন্ডভন্ড করবে ঝোড়ো হাওয়া, সন্ধেয় কেমন থাকবে আপনার জেলার আবহাওয়া ?
তুমুল বৃষ্টিতে ভিজবে বাংলা, লন্ডভন্ড করবে ঝোড়ো হাওয়া, সন্ধেয় কেমন থাকবে আপনার জেলার আবহাওয়া ?
Embed widget