Economic Survey 2021: আজ শুরু বাজেট অধিবেশন, আর্থিক সমীক্ষা পেশ করলেন নির্মলা
বিরোধীরা জানিয়ে দিয়েছে, কৃষি আইনের বিরোধিতায় তারা রাষ্ট্রপতির ভাষণ বয়কট করবে।
LIVE
Background
নয়াদিল্লি: লাল কেল্লায় নজিরবিহীন তাণ্ডবের মাত্র কদিনের মাথায় আজ শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। তবে সূচনা শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা কম। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের আর্থিক সমীক্ষা পেশের আগে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ভাষণ দিয়ে অধিবেশনের সূচনা করবেন। কিন্তু বিরোধীরা জানিয়ে দিয়েছে, কৃষি আইনের বিরোধিতায় তারা রাষ্ট্রপতির ভাষণ বয়কট করবে।
দেখে নিন, আর্থিক সমীক্ষা সম্পর্কে কিছু তথ্য-
- কেন্দ্রীয় বাজেট পেশের তিন দিন আগে আজ পেশ হবে আর্থিক সমীক্ষা। ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট পেশ করবেন।
- আর্থিক সমীক্ষা ২০২০-২১ তৈরি করেছেন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যম।
- ১৮টি বিরোধী রাজনৈতিক দল আজ সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ বয়কট করার ঘোষণা করেছে। তারা জানিয়েছে, ৩ কৃষি আইনের বিরোধিতায় এক শ্রেণির কৃষক যে আন্দোলন করছেন তার সমর্থনে এই বয়কটের সিদ্ধান্ত।
- আর্থিক সমীক্ষায় মূল জোর দেওয়া হবে করোনা পরিস্থিতির জেরে দেশ যে আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছে তা পূরণের ওপর।
- একাধিক ইস্যুতে বিরোধীদের প্রতিবাদে উত্তাল হতে পারে এবারের বাজেট অধিবেশন। কৃষি আইন তো আছেই, এছাড়া বেকারত্ব, কেন্দ্রের করোনা পরিস্থিতি সামাল দেওয়া, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনের সঙ্গে অশান্তি, হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস ইত্যাদি নিয়ে অধিবেশন অশান্ত হতে পারে।
- অধিবেশন চালানোয় বিরোধী দলগুলির সহযোগিতা পেতে লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা আজ সবকটি রাজনৈতিক দলের বৈঠক ডেকেছেন। মনে করা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও থাকবেন এই বৈঠকে।
- এবারও বাজেট অধিবেশন হবে দুই পর্যায়ে। প্রথমটি চলবে ২৯ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত, দ্বিতীয়টি চলবে ৮ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত।
- এবার বাজেট হবে পেপারলেস, অর্থাৎ আগের মত ব্রিফকেসে বাজেট নিয়ে আসার দৃশ্য হয়তো দেখা যাবে না। বাজেট সংক্রান্ত যাবতীয় তথ্য ও আর্থিক সমীক্ষা অনলাইনে পাওয়া যাবে। টেবল অফ দ্য হাউসে বাজেট ও আর্থিক সমীক্ষা পেশের পরেই তা দেখা যাবে অনলাইনে, জানিয়েছে লোকসভা সেক্রেটারিয়েট।
আগামী ১ ফেব্রুযারি সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের পর লোকসভায় আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করলেন অর্থমন্ত্রী। সমীক্ষায় চলতি অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হারে সঙ্কোচনের অনুমানের কথা জানানো হয়েছে। সেইসঙ্গে আগামী আর্থিক বর্ষে আর্থিক বৃদ্ধির হার ইংরেজে অক্ষর ভি আকৃতির মতো হবে বলেও পূর্বাভাস করা হয়েছে। সমীক্ষায় বলা হয়েছে, আগামী অর্থবর্ষে বৃদ্ধির হার অনেক বেশি হবে। নরেন্দ্র মোদি সরকারের দ্বিতীয় দফার মেয়াদে এটি তৃতীয় আর্থিক সমীক্ষা।