(Source: ECI/ABP News/ABP Majha)
Covid19 Update: বিদেশ থেকে ভারতে আসতে গেলে থাকতে হবে এই রিপোর্ট, নিয়ম বাধ্যতামূলক করল কেন্দ্র
বুধবার আন্তর্জাতিক বিমান চলাচল নিয়ে এমনই নতুন নির্দেশিকা প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।
নয়া দিল্লি: বিদেশ থেকে ভারতে আসতে গেলে এবার যাত্রীদের নয়া নিয়ম মানতে হবে। বুধবার আন্তর্জাতিক বিমান চলাচল নিয়ে এমনই নতুন নির্দেশিকা প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। সেখানে বলা হয়েছে আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক, সকল যাত্রীদের জন্য।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত টিকার সম্পূর্ণ ডোজ নেওয়া যাত্রীদের জন্য করোনা পরীক্ষা কিংবা আইসোলেশনের প্রয়োজন হবে না। কিন্তু কোনও যাত্রী যদি সম্পূর্ণ ডোজ না নেওয়া বা একেবারেই টিকা না নেওয়া থাকে সেক্ষেত্রে তাঁদের নমুনা পরীক্ষা করতে হবে। এছাড়াও ওই যাত্রীদের সাতদিনের জন্য আইসোলেশনেও থাকতে হবে।
স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি ২৫ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বৈধ থাকবে। এই নির্দেশে এও বলা হয়েছে যে, প্রতি যাত্রী রিপোর্টের সত্যতা নিশ্চিত করতে একটি সেলফ ডিক্ল্যারেশন ফর্ম জমা দেবেন। রিপোর্ট ভুয়ো হলে আইনি পদক্ষেপ করা হবে।.
বোর্ডিংয়ের আগে আবশ্যিকভাবে থার্মাল স্ক্রিনিং করতে হবে। উপসর্গহীন যাত্রীদেরই কেবলমাত্র বিমানে উঠতে দেওয়া হবে।
দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আবার বাড়ল। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্তর সংখ্যা ১৪ হাজার ৬২৩। গত একদিনে মৃত্যু হয়েছে ১৯৭ জনের। সব মিলিয়ে ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৪ লক্ষ ৯২ হাজার ৬৫১। দেখে নেওয়া যাক দেশের করোনা পরিস্থিতি।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে হয়েছে ১ লক্ষ ৭৮ হাজার ৯৮। গত একদিনে সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৯ হাজার ৪৪৬। সবমিলিয়ে দেশে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৩৪ লক্ষ ৭৮ হাজার ২৪৭। করোনা অতিমারীর শুরু থেকে এখনও পর্যন্ত দেশে আক্রান্তর সংখ্যা ৩ কোটি ৪১ লক্ষ ৮ হাজার ৯৯৬।