PM Modi : আদানি ইস্যুতে সংসদ তোলপাড়, 'নতুন সাংসদদের বলার অধিকার কেড়ে নিচ্ছেন কয়েকজন' আক্রমণ মোদির
মার্কিন আদালতে শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ দিয়ে বরাত পাওয়ার অভিযোগ নিয়ে সংসদে শীতকালীন অধিবেশনে ঝড় তোলেন বিরোধীরা।
নয়াদিল্লি: সোমবার শুরু হল সংসদের শীতকালীন অধিবেশন। আদানি-মণিপুর থেকে সম্ভল, একাধিক ইস্য়ু নিয়ে হৈ-হট্টগোলের জেরে, প্রথম দিনই সংসদের অধিবেশন মুলতুবি হয়ে যায়। অধিবেশনে উপস্থিত ছিলেন একগুচ্ছ তৃণমূল সাংসদ। কিন্তু, দিল্লিতে থাকা সত্ত্বেও, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ডাকা বৈঠকে, হাজির হলেন না কোনও তৃণমূল কোনও প্রতিনিধি।
পূর্ব ধারণা অনুসারে, মার্কিন আদালতে শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ দিয়ে বরাত পাওয়ার অভিযোগ নিয়ে সংসদে শীতকালীন অধিবেশনে ঝড় তোলেন বিরোধীরা। সংসদের শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগেই প্রধানমন্ত্রী মোদি বিরোধীদের তীব্র কটাক্ষ করেন। কংগ্রেসের উদ্দেশে মোদি বলেন, 'জনগণ যাদের ক্রমাগত প্রত্যাখ্যান করেছে তারাই সংসদে আলোচনা হতে দেয় না । জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত মুষ্টিমেয় কিছু লোক গুন্ডামি করে সংসদকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। দেশের মানুষ তাদের সব কর্মের হিসাব রাখে এবং যখন সময় আসে, তারা তাদের শাস্তিও দেয়” ।
প্রধানমন্ত্রী আরও বলেন, যাদের ৮০ - ৯০ বার জনগণ প্রত্যাখ্যান করেছে তারা সংসদে আলোচনা হতে দেয় না। জনগণের আশা-আকাঙ্খা বোঝে না তারা। আমি আশা করব, প্রতিটি দলের নতুন সদস্যরা সংসদের শীতকালীন অধিবেশনে তাদের ভাবনা চিন্তা ব্যক্ত করার সুযোগ পাবেন।
সোমবার সংসদে শীতকালীন অধিবেশন শুরু হতেই আদানি ইস্যুতে আলোচনার দাবি তোলেন বিরোধীরা। তার জেরে প্রথমে একঘণ্টার জন্য রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। তারপর আগামী ২৭ নভেম্বর পর্যন্ত মুলতুবি হয়ে যায় সংসদের উচ্চকক্ষের অধিবেশন। লোকসভার অধিবেশনও মুলতুবি রাখা হয়েছে ২ দিনের জন্য। আগামী বুধবার অধিবেশন শুরু হবে লোকসভা এবং রাজ্যসভায়। আবারও আদানি ইস্যু, মণিপুরে অশান্তি, বেকারত্ব, ওয়াকফ বিল-সহ একাধিক ইস্যু নিয়েও সংসদে হইচই ফেলে দিতে পারেন বিরোধীরা।
অন্যদিকে, INDIA জোটের পরবর্তী কৌশল নিয়ে আলোচনার জন্য়, দিল্লিতে নিজের বাড়িতে বৈঠক ডাকেন মল্লিকার্জুন খাড়গে। জোটের বৈঠকে উপস্থিত ছিলেন মোট ১৩ দলের প্রতিনিধি। ছিলেন প্রধান বিরোধী কংগ্রেসের ৬ প্রতিনিধিও। কিন্তু দিল্লিতে থাকা সত্ত্বেও, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ডাকা বৈঠকে তৃণমূলের কাউকেই দেখা গেল না।
#WATCH | Delhi: On #ParliamentWinterSession, PM Narendra Modi says, "The voters of India are dedicated to democracy, their dedication to the Constitution, their faith in the parliamentary working system, all of us sitting in the Parliament will have to live up to the sentiments… pic.twitter.com/30ulGcqAOn
— ANI (@ANI) November 25, 2024
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে