Railways Recruitment: দশ বছরে কত নিয়োগ করেছে রেল ? এখন শূন্যপদ কত
Indian Railways : ২০২০-র ২৮ ডিসেম্বর থেকে ২০২১-এর ৩১ জুলাইয়ের মধ্যে ৬৮ দিনে ২১১টি শহরে ৭২৬টি কেন্দ্রে ১.২৬ কোটির বেশি চাকরিপ্রার্থীর পরীক্ষা নেওয়া হয়েছে।
![Railways Recruitment: দশ বছরে কত নিয়োগ করেছে রেল ? এখন শূন্যপদ কত Railways Minister Ashwini Vaishnaw informs Lok Sabha that Indian Railways recruited 5.02 lakh candidates in last 10 years Railways Recruitment: দশ বছরে কত নিয়োগ করেছে রেল ? এখন শূন্যপদ কত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/24/65fe7782bf29f8c7ec8994e9f0c27b6d1721845086124170_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি : ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে রেলে যত নিয়োগ হয়েছে, তার তুলনায় ২০১৪ থেকে ২০২৪ সালে বেশি নিয়োগ করা হয়েছে বলে বুধবার সংসদে দাবি করা হল। ২০০৪ থেকে ২০১৪ সালে যেখানে ৪.১১ লক্ষ কর্মী নিয়োগ করা হয়েছিল, সেখানে পরের ১০ বছরের নিয়োগ করা হয়েছে ৫.০২ লক্ষ কর্মীকে। লোকসভায় লিখিতভাবে এমনই দাবি করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ। কোভিড বিধি লঘু হওয়ার পর ২টি বড় পরীক্ষা নেওয়া হয়েছে। যেখানে ২.৩৭ কোটি প্রার্থীর পরীক্ষা নেওয়া হয়েছে বলে জানান রেলমন্ত্রী।
২০২০-র ২৮ ডিসেম্বর থেকে ২০২১-এর ৩১ জুলাইয়ের মধ্যে ৬৮ দিনে ২১১টি শহরে ৭২৬টি কেন্দ্রে ১.২৬ কোটির বেশি চাকরিপ্রার্থীর পরীক্ষা নেওয়া হয়েছে। সাত দফায় ১৩৩টি শিফ্টে তাঁদের কম্পিউটার নির্ভর পরীক্ষায় নেওয়া হয়। একইভাবে ২০২২ সালের ১৭ অগাস্ট থেকে ২০২২ সালের ১১ নভেম্বর পর্যন্ত পাঁচ দফায় ১.১ কোটি চাকরিপ্রার্থীর CBT (কম্পিউটার-বেসড টেস্ট) নেওয়া হয়। ৩৩ দিন ধরে ৯৯টি শিফ্টে ১৯১টি শহরের ৫৫১টি সেন্টারে তাঁদের পরীক্ষা নেওয়া হয়েছিল।
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) পরীক্ষাগুলি বেশ টেকনিক্যাল। যেখানে প্রচুর সংখ্যক মানুষ যুক্ত থাকেন, প্রশিক্ষণ দেওয়া হয়। এইসব চ্যালেঞ্জ অতিক্রম করেছে রেল। নির্দিষ্ট গাইডলাইন মেনে স্বচ্ছ ও সফলভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে। পুরো প্রক্রিয়া চলাকালীন প্রশ্নপত্র ফাঁস বা অনুরূপ অসৎ আচরণের কোনো ঘটনা দেখা যায়নি বলে জানানো হয়েছে লোকসভায়। সিস্টেমের আরও উন্নতি হিসাবে, রেল মন্ত্রক এই বছর গ্রুপ ‘সি’ পদের বিভিন্ন ক্যাটেগরিতে নিয়োগের জন্য একটি বার্ষিক ক্যালেন্ডার প্রকাশের ব্যবস্থা চালু করেছে।
এর পাশাপাশি এবছর জানুয়ারি মাস থেকে মার্চ পর্যন্ত ৩১ হাজার ৬০৩টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, টেকনিসিয়ান, সাব-ইন্সপেক্টর অ্যান্ড এএমপি ও আরপিএফ কন্সটেবল পদে নিয়োগ করা হবে বলে বলে জানান রেলমন্ত্রী।
বার্ষিক ক্যালেন্ডার প্রবর্তনের ফলে চাকরিপ্রার্থীরা আরও সুযোগ পাবেন। পরীক্ষার নিশ্চয়তা এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়া, প্রশিক্ষণ এবং নিয়োগের ক্ষেত্রে আগ্রহীদের উপকৃত করবে বলে সংযোজন রেলমন্ত্রীর। তিনি আরও বলেন, সরকার লোকো চালনাকারী ক্রুদের কাজের অবস্থার উন্নতি এবং ট্রেন পরিচালনার নিরাপত্তার জন্য পদক্ষেপ নিচ্ছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)