Bengal Elections 2021: ভোট-প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এলেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন
একুশের ভোটের প্রস্তুতি পর্যালোচনা করতেই তাঁর এই সফর
কলকাতা: রাজ্যে এলেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। একুশের ভোটের প্রস্তুতি পর্যালোচনা করতেই তাঁর এই সফর।
সূত্রের খবর, বিভিন্ন জেলার পুলিশ রিপোর্ট ও নির্বাচনী আধিকারিকদের রিপোর্ট পর্যালোচনা করবেন তিনি। কাল প্রেসিডেন্সি রেঞ্জ, বর্ধমান ও মেদিনীপুরের জেলাশাসক ও পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক।
এরপর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গেও বৈঠক করার কথা উপ নির্বাচন কমিশনারের। সেখানে থাকার কথা, কলকাতার পুলিশ কমিশনার ও এডিজি আইন-শৃঙ্খলার।
কাল মুখ্যসচিবের সঙ্গেও তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সূত্রের খবর, বিকেলে রাজ্যের প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবেন তিনি।
এছাড়াও কোভিড পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক করবেন সুদীপ জৈন। শুক্রবার মালদা, মুর্শিদাবাদ ও দুই দিনাজপুরের জেলাশাসক, পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক।
এর পাশাপাশি, শিলিগুড়িতে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পঙের প্রশাসনিক কর্তাদের সঙ্গেও বৈঠক করবেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন।