এক্সপ্লোর
Advertisement
‘হু-কে প্রভাবিত করছে চিন’, লকডাউন না করে ঠিক করেছি, দাবি ট্রাম্পের
সম্প্রতি সংবাদমাধ্যমে হু-এর প্রতিনিধি দাভিড নাবারো বলেন যে লকডাউন ঘোষণা করে সব কিছু বন্ধ করে দেওয়া একেবারেই অন্তিম রাস্তা। চূড়ান্ত পরিস্তিতি ছাড়া লকডাইনের রাস্তায় না হাঁটাই ভালো। দাভিড এমনও বলেন যে পর্যটনের উপর নির্ভরশীল দেশগুলি লকডাউনের ফলে মারাত্মক ক্ষতির সম্মুখীন।
ওয়াশিংটন:সরাসরি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (হু) আক্রমণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বক্তব্য, তিনি কোভিড-১৯-এর জন্য দেশে লকডাউন না করে যে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন, তা প্রমাণিত। এবং পাশাপাশি এটাও বোঝা গিয়েছে যে, চিনের দ্বারা প্রভাবিত হু-র নির্দেশাবলী ছিল একেবারেই ভুল। ফ্লোরিডার সানফোর্ডে নির্বাচনী জনসভায় ট্রাম্প বলেন, হু কিছুক্ষণ আগেই স্বীকার করে নিয়েছে, ডোনাল্ড ট্রাম্পই ঠিক ছিল। লকডাউনের রাস্তায় গিয়ে ডেমোক্র্যাট-শাসিত স্টেটগুলি মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি সংবাদমাধ্যমে হু-এর প্রতিনিধি দাভিড নাবারো বলেন যে লকডাউন ঘোষণা করে সব কিছু বন্ধ করে দেওয়া একেবারেই অন্তিম রাস্তা। চূড়ান্ত পরিস্তিতি ছাড়া লকডাইনের রাস্তায় না হাঁটাই ভালো। দাভিড এমনও বলেন যে পর্যটনের উপর নির্ভরশীল দেশগুলি লকডাউনের ফলে মারাত্মক ক্ষতির সম্মুখীন। দাভিডের এই মন্তব্যকেই ভোটের প্রচারে অস্ত্র করলেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট এমনও বলেন যে ১.৪ বিলিয়ন জনসংখ্যার দেশ চিন প্রতি বছর হু-কে ৩৯ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেয়, যেখানে আমেরিকা অনুদান দেয় ৫০০ মিলিয়ন ডলার। হু-কে আক্রমণ করে ট্রাম্প বলেন, চিন মারাত্মকভাবে নিয়ন্ত্রণ করে ওদের। আমি বলে দিয়েছি যে এটা আর বেশিদিন চলবে না।
চিন থেকেই যে গত বছরের শেষ দিক থেকে কোভিড মহামারী বিশ্বে ছড়িয়ে পড়েছে, এই তথ্য হু জেনেও প্রকাশ করেনি, এই অভিযোগ তুলে জুলাইয়ে হু থেকে আমেরিকাকে সরিয়ে নেন ট্রাম্প।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement