RG Kar News Live Update: ত্রিপুরার পর মালদা, সীমান্তে ফের আক্রান্ত BSF! RG কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়
West Bengal News Live Updates: জেলা থেকে শহর, সব খবর সবার আগে জানতে দেখতে থাকুন এবিপি আনন্দ ও চোখ রাখুন এবিপি লাইভে।
LIVE

Background
West Bengal News Live: বাঁশবেড়িয়ায় গঙ্গায় বাংলাদেশি কার্গো জাহাজে বিপত্তি
হুগলির ত্রিবেণীর BTPS থেকে ছাই নিয়ে ফেরার সময় বাঁশবেড়িয়ায় গঙ্গায় বাংলাদেশি কার্গো জাহাজে বিপত্তি। কয়েকদিন আগে ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ছাই নিতে আসে বাংলাদেশি জাহাজটি। বাংলাদেশে ফেরার সময় বিপত্তি। জাহাজে হঠাৎ জল ঢুকতে শুরু করে। সন্দেশখালি থেকে শ্রমিক এনে চলছে ছাই কমানোর কাজ।
MBSG Live News: মোহনবাগানের এক মহিলা সদস্য আহত
মোহনবাগান ক্লাবেই ২ গোষ্ঠীর সংঘর্ষ, মাঝে পড়ে আহত সদস্য। উত্তরপাড়ার বাসিন্দা মোহনবাগানের এক মহিলা সদস্য আহত।
Mohun Bagan Live Update: মোহনবাগানের বার্ষিক সাধারণ সভায় তুলকালাম
মোহনবাগানের বার্ষিক সাধারণ সভায় তুলকালাম। নির্বাচন নিয়ে প্রাক্তন সচিব প্রশ্ন তুলতেই বচসা। মোহনবাগানের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতেই ২ গোষ্ঠীর হাতাহাতি। পরিস্থিতি সামাল দিলেন সহ সভাপতি কুণাল ঘোষ।
West Bengal News Live: পুলিশকে গুলি করে চম্পট, গোয়ালপোখরে এনকাউন্টার
পুলিশকে গুলি করে চম্পট, গোয়ালপোখরে এনকাউন্টার। DGP-র হুঁশিয়ারির পরেই এনকাউন্টার, গুলিতে ঝাঁঝরা সাজ্জাক ।বাংলাদেশে পালানোর সময় এনকাউন্টারে নিহত সাজ্জাক । 'ভোররাতে শ্রীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পালানোর চেষ্টা'। 'বাংলাদেশে পালানোর সময় বাধা, পুলিশকে পাল্টা গুলি'। 'পালানোর সময়েও হামলা, সাজ্জাকের বুকে-পিঠে-পায়ে গুলি'। গ্রেফতারের সময় হামলা, পাল্টা গুলিতে নিহত সাজ্জাক: পুলিশ।
West Bengal News Live: শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্ম থেকে গ্রেফতার হলেন ৩ রোহিঙ্গা
শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্ম থেকে গ্রেফতার হলেন ৩ রোহিঙ্গা। গতকাল রাতে এদের ঘোরাঘুরি করতে দেখে টিকিট পরীক্ষকদের সন্দেহ হয়। দুই নাবালিকা-সহ ৩ জনকে GRP আটক করে। পুলিশ সূত্রে খবর, ধৃতরা মায়ানমারের বাসিন্দা। তাদের কাছে বৈধ নথি মেলেনি। দিল্লি যাওয়ার জন্য মায়ানমার থেকে কলকাতায় এসেছিলেন ৩ রোহিঙ্গা। কীভাবে ওই রোহিঙ্গারা ভারতে ঢোকেন এবং কলকাতায় আসেন, কী উদ্দেশ্যে দিল্লি যাচ্ছিলেন, খতিয়ে দেখছে শিয়ালদা GRP।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
