Russia Ukraine War: গণহত্যার পরিকল্পনা রাশিয়ার! মোটা টাকা ক্ষতিপূরণ চেয়ে আন্তর্জাতিক আদালতে ইউক্রেন
Russia Ukraine War: শীঘ্রই এ নিয়ে শুনানির দিন ঠিক করবে আন্তর্জাতিক ন্যায় আদালত। রাশিয়া তাদের নির্দেশ মেনে চলবে বলেই কাম্য।
![Russia Ukraine War: গণহত্যার পরিকল্পনা রাশিয়ার! মোটা টাকা ক্ষতিপূরণ চেয়ে আন্তর্জাতিক আদালতে ইউক্রেন Russia Ukraine War: Ukraine government files genocide case asks for reparations at International Court of Justice Russia Ukraine War: গণহত্যার পরিকল্পনা রাশিয়ার! মোটা টাকা ক্ষতিপূরণ চেয়ে আন্তর্জাতিক আদালতে ইউক্রেন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/28/dfb011182df2b00ab151d855657fda4a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দ্য হেগ, হল্যান্ড: রাষ্ট্রপুঞ্জের (United Nations) সর্বোচ্চ আদালতে এ বার রাশিয়ার (Russia Ukraine War) বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করল ইউক্রেন সরকার। তাতে রুশ আক্রমণ রুখতে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে রাশিয়ার কাছ থেকে চাওয়া হয়েছে ক্ষতিপূরণ। রাশিয়া ইউক্রেনে গণহত্যার (Genocide Case) পরিকল্পনা করছে বলেও অভিযোগ তুলেছে ইউক্রেন সরকার।
শনিবার রাষ্ট্রপুঞ্জের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস (International Court of Justice) তথা আন্তর্জাতিক ন্যায় আদালতে রাশিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে ইউক্রেন (Russia Ukraine War News)। তাতে রুশ আগ্রাসন রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ করতে আর্জি জানানো হয় আদালতকে। অবিলম্বে যাতে ইউক্রেনের মাটিতে সেনা অভিযান প্রত্যাহার করা হয়, তার জন্যও আদালতকে নির্দেশ দিতে বলা হয়েছে।
এর পাশাপাশি রাশিয়ার অভিসন্ধি নিয়েও প্রশ্ন তুলেছে ইউক্রেন সরকার। তাদের দাবি, ইউক্রেনে সেনা নামানোর সিদ্ধান্তকে যুক্তিসঙ্গত প্রমাণ করতে লুহানস্ক এবং ডনেৎস্কে গণহত্যা চলছে বলে ভুয়ো গল্প তৈরি করে রাশিয়া। বর্তমানে ইউক্রেনের মাটিতে রাশিয়াই গণহত্যার পরিকল্পনা করছে। ইউক্রেন জানিয়েছে, বিচ্ছিন্নতাকামী অধ্যুষিত বলে পরিচিত লুহানস্ক এবং ডনেৎস্কে কোনও রকম গণহত্যা চালায়নি তাদের সরকার। ওই দাবির প্রেক্ষিতে ইউক্রেনের বিরুদ্ধ রাশিয়ার কোনও পদক্ষেপের এক্তিয়ারও নেই বলে দাবি করেছে কিভ।
আরও পড়ুন: Russia Ukraine Conflict: কিভ-এ আরও সেনা পাঠাল মস্কো, স্যাটেলাইটে ধরা পড়ে গেল ছবি
শীঘ্রই এ নিয়ে শুনানির দিন ঠিক করবে আন্তর্জাতিক ন্যায় আদালত। রাশিয়া তাদের নির্দেশ মেনে চলবে বলেই কাম্য। তবে গোটা বিষয়টিই অত্যন্ত জটিল এবং দীর্ঘ একটি প্রক্রিয়া। তবে বর্তমানে আন্তর্জাতিক মহলে যুদ্ধবিরোধী শিবির যে ভাবে একজোট হয়ে দাঁড়িয়েছে, তাতে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
প্রায় দু’মাস ধরে সংঘাত পরিস্থিতি জিইয়ে রেখে গত বৃহস্পতিবার ইউক্রেনে সেনা অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার পর তেকে গত কয়েকদিনে রুশ সেনার হাতে ৩৫২ জন ইউক্রেনীয় নাগরিকের মৃত্যু হয়েছে বললে দাবি সে সে দেশের সরকারের। বলা হয়েছে, ১১৬ জন শিশু-সহ ১ হাজার ৬৮৪ জন নাগরিক আহত হয়েছেন। কত জন সেনা মারা গিয়েছেন, তা যদিও এখনও পর্যন্ত খোলসা করা হয়নি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)