এক্সপ্লোর
SBI Update: না বুঝে SMS-এ ক্লিক করছেন ? মারাত্মক বিপদ ডেকে আনছেন আপনি !
Bank_Fraud
1/6

গ্রাহক স্বার্থে ফের প্রতারকদের থেকে সাবধান করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সম্প্রতি ব্যাঙ্ক জালিয়াতি রুখতে সামাজিক মাধ্যমে ট্যুইট করেছে কোম্পানি। সেখানে কী বলেছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক ?
2/6

ট্যুইটে কোম্পানি বলেছে, KYC আপডেটের নামে দেশে সক্রিয় রয়েছে একটি জালিয়াতি চক্র। তারাই ব্যাঙ্কের গ্রাহকদের ফাঁদে ফেলছে। সামান্য একটা লিঙ্কে ক্লিক করলেই উধাও হতে পারে আপনার সঞ্চিত অর্থ। সেই ক্ষেত্রে আপানর মেইল অ্যাড্রেস বা অপরিচিত কল থেকে বা এসএমএসে হানা দেবে প্রতারকরা।
Published at : 05 Mar 2022 02:07 AM (IST)
আরও দেখুন





















