এক্সপ্লোর
Snan Yatra 2024 : স্নানযাত্রা থেকেই প্রস্তুতি রথযাত্রার, মায়াপুরের জগন্নাথ মন্দিরেও আজ মহাসমারোহ
পুরীর জগন্নাথ ধামে তো বটেই, দেশে যেখানে যেখানে যত জগন্নাথ মন্দির রয়েছে, সব জায়গাতেই স্নান যাত্রার উৎসব পালন হয় ধূমধাম করে।
![পুরীর জগন্নাথ ধামে তো বটেই, দেশে যেখানে যেখানে যত জগন্নাথ মন্দির রয়েছে, সব জায়গাতেই স্নান যাত্রার উৎসব পালন হয় ধূমধাম করে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/22/03e7266b3fe996dfe719203f2f2c53bc171905198842053_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মায়াপুরের জগন্নাথ মন্দিরে স্নানযাত্রা
1/10
![রথযাত্রার বাকি আর দিন পনেরো। আজ স্নানযাত্রা। এদিনই গরমের পর ঘড়া ঘড়া জলে স্নান করে শীতল হন জগন্নাথদেব, বলভদ্র ও দেবী সুভদ্রা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/22/e2ea1af94e1fc26ae59b046e3e32a553078f2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রথযাত্রার বাকি আর দিন পনেরো। আজ স্নানযাত্রা। এদিনই গরমের পর ঘড়া ঘড়া জলে স্নান করে শীতল হন জগন্নাথদেব, বলভদ্র ও দেবী সুভদ্রা।
2/10
![পুরীর জগন্নাথ ধামে তো বটেই, দেশে যেখানে যেখানে যত জগন্নাথ মন্দির রয়েছে, সব জায়গাতেই স্নান যাত্রার উৎসব পালন হয় ধূমধাম করে। রীতিগুলিও মোটামুটি একইরকম।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/22/ad06eb2ecd0e3e9779260df56d3c8142d8864.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পুরীর জগন্নাথ ধামে তো বটেই, দেশে যেখানে যেখানে যত জগন্নাথ মন্দির রয়েছে, সব জায়গাতেই স্নান যাত্রার উৎসব পালন হয় ধূমধাম করে। রীতিগুলিও মোটামুটি একইরকম।
3/10
![মায়াপুরেও মহাসমারোহে পালিত হয় জগন্নাথ দেবের স্নান যাত্রা। রাজাপুর মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রার স্নানযাত্রা উৎসবকে ঘিরে ভক্তদের ঢল নামল । আগের দিন থেকেই ভক্তরা জড়ো হতে শুরু করেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/22/d8325ddafbedddbcd03d4a8d6278d27afeb10.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মায়াপুরেও মহাসমারোহে পালিত হয় জগন্নাথ দেবের স্নান যাত্রা। রাজাপুর মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রার স্নানযাত্রা উৎসবকে ঘিরে ভক্তদের ঢল নামল । আগের দিন থেকেই ভক্তরা জড়ো হতে শুরু করেন।
4/10
![নদিয়া জেলার মায়াপুরের সবথেকে বড় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা উৎসব । এই স্নানযাত্রা উৎসবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহকে ডাবের জল, গঙ্গা জল, দুধ ও দই দিয়ে স্নান করানো হয় ভক্তি সহকারে ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/22/f34eed94aa1d76e02456075cde68b6a994c05.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নদিয়া জেলার মায়াপুরের সবথেকে বড় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা উৎসব । এই স্নানযাত্রা উৎসবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহকে ডাবের জল, গঙ্গা জল, দুধ ও দই দিয়ে স্নান করানো হয় ভক্তি সহকারে ।
5/10
![অসংখ্য ভক্ত এই ট্র্যাডিশনে সামিল হতে চান। মায়াপুর রাজাপুর জগন্নাথ দেবের মন্দিরে এদিন ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নাচ-গান-আনন্দে মাতল মায়াপুর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/22/c5ca1fee60b9ef66b0fb394c9316088ba8bf8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অসংখ্য ভক্ত এই ট্র্যাডিশনে সামিল হতে চান। মায়াপুর রাজাপুর জগন্নাথ দেবের মন্দিরে এদিন ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নাচ-গান-আনন্দে মাতল মায়াপুর।
6/10
![কথিত আছে, এই স্নানযাত্রার পরেই জগন্নাথদেব জ্বরে ভোগেন। তারপর ১৫ দিন থাকেন দোর দিয়ে। চলে তাঁর চিকিৎসা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/22/3e930bac688d2ebcc3ebccef423b9a6b5bb2a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কথিত আছে, এই স্নানযাত্রার পরেই জগন্নাথদেব জ্বরে ভোগেন। তারপর ১৫ দিন থাকেন দোর দিয়ে। চলে তাঁর চিকিৎসা।
7/10
![এই সময়টা জগন্নাথদেবকে কেউ বিরক্ত করেন না। তিনি নেন বিশ্রাম। পুনরায় রথযাত্রার দিন তিনি স্বমহিমায় আবির্ভূত হন। দাদা ও বোনকে নিয়ে পাড়ি দেন মাসির বাড়ি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/22/69a755e14305b73118a6e2419d62bc9217f70.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এই সময়টা জগন্নাথদেবকে কেউ বিরক্ত করেন না। তিনি নেন বিশ্রাম। পুনরায় রথযাত্রার দিন তিনি স্বমহিমায় আবির্ভূত হন। দাদা ও বোনকে নিয়ে পাড়ি দেন মাসির বাড়ি।
8/10
![মায়াপুরের শাখা রাজাপুর জগন্নাথ দেবের মন্দির থেকে সুসজ্জিত রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী যান পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত ইসকন চন্দ্রোদয় মন্দিরে ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/22/f06c0e76900f5540af5a2a6a62b64bdd00216.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মায়াপুরের শাখা রাজাপুর জগন্নাথ দেবের মন্দির থেকে সুসজ্জিত রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী যান পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত ইসকন চন্দ্রোদয় মন্দিরে ।
9/10
![এদিন মায়াপুর ছাড়াও হুগলির মাহেশ, ওড়িশার পুরী , সব জায়গায় পালিত হয় স্নানযাত্রা। এই সময়ে অনেকে পুণ্যস্নানও করেন গঙ্গায়। এদিনই আবার শুরু হয়েছে অম্বুবাচী।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/22/b85f5b4b89c27a8f6c734e9feda2c6cbc10b9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এদিন মায়াপুর ছাড়াও হুগলির মাহেশ, ওড়িশার পুরী , সব জায়গায় পালিত হয় স্নানযাত্রা। এই সময়ে অনেকে পুণ্যস্নানও করেন গঙ্গায়। এদিনই আবার শুরু হয়েছে অম্বুবাচী।
10/10
![image 10](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/22/efd7c87724c5210c1aed4ebcfda98a2fc85ad.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
image 10
Published at : 22 Jun 2024 03:57 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
খবর
অফবিট
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)