এক্সপ্লোর
Rare Childhood Photos of Bollywood Celebs: ছোটবেলার ছবিতে ৮ বলিউড তারকা, ক্যাপশন না পড়ে দেখুন তো চিনতে পারেন কি না
নিচের ছবিগুলোর দেখে, বলুন তো এঁরা কারা। ক্যাপশনটা প্রথমেই পড়ে ফেলবেন না কিন্তু !

ছোটবেলার ছবিতে ৮ বলিউড তারকা
1/9

বড় হয়ে যারা তারকা, মহাতারকা, তাদের ছোটবেলায় কেমন দেখতে ছিল তা জানতে কার আগ্রহ থাকে না। তাই তো বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় ছোটবেলার ছবি পোস্ট করে তাক লাগিয়ে দেন সেলেবরা । আর তা নিয়ে শুরু হয়ে যায় চর্চা। নিচের ছবিগুলোর দেখে, বলুন তো এঁরা কারা। ক্যাপশনটা প্রথমেই পড়ে ফেলবেন না কিন্তু !
2/9

রানি থেকে রাজি, বিভিন্ন চরিত্রে নজরকাড়া তিনি। ভাট পরিবারের আদরের কন্যা, কপূর খানদানের গৃহিনী। ইনি আর কেউ নন, আলিয়া ভট্ট।
3/9

চোখের কোণে সেই দুষ্টু হাসি। রানির মন জয় করে নেওয়া রকি ইনি। দীপিকার হৃদয় তো বটেই, জিতে নিয়েছেন তামাম ফিল্মদুনিয়ার হৃদয়। ইনি ছোটবেলার রণবীর সিংহ।
4/9

বলিউডের ক্যাসানোভা ইমেজ তাঁর। একসময় নায়িকারা নাকি ফটাফট প্রেমে পড়তেন তাঁর। এখন অবশ্য আলিয়া ও রাহাকে নিয়ে তাঁর জীবন। ঠিক ধরেছেন ইনি রণবীর কপূর।
5/9

ছবিতে পুরো খানদান। তিন বলিউড কাঁপানো ভাই একফ্রেমে। বাঁদিকে সলমন, চিনতে পারছেন নিশ্চয়। আর বাকি দুজন আরবাজ ও সোহেল।
6/9

ইন আঁখো কে মাস্তি কে মস্তানে হাজ়ারো হ্যায় ....তামাম দুনিয়ে মুগ্ধ তাঁর এই চোখের তারায়, ম্যানারিজ়মে, ক্যারিশ্মায়...ইনি আর কেউ নন শাহরুখ খান।
7/9

না কোনও নায়িকা নন, ইনি বলিউডের অন্যতম সফল নায়ক এখন। তাঁর হাসিতে মুগ্ধ অনেকে। ইনি কার্তিক আরিয়ান ! এবার চেনা গেল ?
8/9

এই মেয়ের হাতে এখন মুঠো মুঠো বিজ্ঞাপন, এন্ডোর্সমেন্ট আর সিনেমা তো বটেই। বিয়ে করেছেন মাস কয়েক আগে। ইনি আর কেউ নন সকলের পছন্দের কিয়ারা।
9/9

এই ছবি দেখে অনুরাগীরা তো চিনে নেবেনই। শিলা কি জওয়ানি, থেকে টিপটিপ বরষা পানিতে ঝড় তোলা ভিকি-ঘরণী ক্যাটরিনা।
Published at : 15 Nov 2023 06:16 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
