এক্সপ্লোর
Raj Kundra Arrest: পর্ন ছবি বানানোর অভিযোগে গ্রেফতার, ২৩ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজত রাজ কুন্দ্রার

মুম্বইয়ের বাইকুল্লা থানায় রাজকুন্দ্রা
1/7

পর্ন ছবি বানানোর অভিযোগে সোমবার শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। তাঁকে ২৩ জুলাই পর্যন্ত পাঠানো হয়েছে পুলিশ হেফাজতে। এদিন বাইকুল্লা পুলিশ স্টেশনে দেখা গিয়েছে তাকে। সেই ছবিই প্রকাশ্যে এসেছে।
2/7

পর্ন বানানোর পাশাপাশি তা বিশেষ অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগও রয়েছে রাজের বিরুদ্ধে। (ফটো সৌজন্য: মানব মঙ্গলানি)
3/7

কী করে চলত পর্ন ছবির এই রমরমা চক্র? এই ব্যবসায় ওটিটি প্ল্যাটফর্ম বানিয়ে ৮ থেকে ১০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। এমনটাই দাবি মুম্বই পুলিশের। (ফটো সৌজন্য: মানব মঙ্গলানি)
4/7

ছবি শ্যুটিংয়ের পর তা নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে পাঠানো হত বিদেশে। পরে তা দেখা যেত বিদেশি ওটিটি প্ল্যাটফর্মে। এক অভিযুক্ত উমেশ কামাথকে গ্রেফতারের পর গোটা বিষয়টি সামনে আসে। এর আগে এই মামলায় এক অভিনেত্রীকে গ্রেফতার করা হয়।
5/7

পুলিশের দাবি, ওই অভিনেত্রীর ই-মেলে অন্তত ১৫টি পর্ন ছবির হদিশ মেলে। এই সমস্ত ছবি আমেরিকায় পাঠানো হত। প্রতি ছবির জন্য দু থেকে আড়াই লক্ষ টাকা নেওয়া হত। (ফটো সৌজন্য: মানব মঙ্গলানি)
6/7

শুধু তাই নয় অশ্লীল ছবি বানিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে শিল্পা শেট্টির স্বামীর বিরুদ্ধে।
7/7

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এর আগেও রাজকে একাধিকবার এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। মেডিক্যাল পরীক্ষার জন্য রাজকে নিয়ে যাওয়া হয় জে জে হাসপাতালে। অভিযোগ প্রমাণ হলে তাঁর দীর্ঘ কারাদণ্ড হতে পারে।
Published at : 20 Jul 2021 07:58 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
