এক্সপ্লোর
Subhasree Ganguly: 'এবার কোলে আসুক রাজ-কন্যা', শুভশ্রীর সাধভক্ষণের ছবিতে মন্তব্য নেটিজেনদের
Raj-Subhasree: পরিবারের সঙ্গে শুভশ্রীর 'সাধভক্ষণ', নতুন সদস্যের অপেক্ষায় দিন গুনছেন রাজ

পরিবারের সঙ্গে শুভশ্রীর 'সাধভক্ষণ', নতুন সদস্যের অপেক্ষায় দিন গুনছেন রাজ
1/10

দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly) ও পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)।
2/10

আজ বাড়িতেই আয়োজন হয়েছিল শুভশ্রীর সাধের অনুষ্ঠানের। সবুজ ফ্লোরাল প্রিন্টের পোশাকে ছবি শেয়ার করে নিলেন অভিনেত্রী।
3/10

খুব বেশি অনুষ্ঠান করে নয়, আজ উপস্থিত ছিলেন শুভশ্রী ও রাজের পরিবারের মানুষেরাই। একটি গাঢ় সবুজ ফ্লোরাল স্টিভলেস পোশাক পরেছিলেন শুভশ্রী।
4/10

খোলা চুলের মধ্যে শোভা পাচ্ছিল লাল সিঁদুর। হালকা গয়নায় শুভশ্রীর চোখে-মুখে মাতৃত্বের আভাস। অন্যদিকে রাজ একটি বেগুনি পাঞ্জাবি পরেছিলেন। ঘরোয়া অনুষ্ঠানেই সাধ উদযাপন করা হল।
5/10

সোশ্যাল মিডিয়ায় শুভশ্রীর এই ছবিতে ভালবাসা উপচে দিয়েছেন অভিনেতা অভিনেতা থেকে শুরু করে বন্ধুবান্ধব, ও নেটিজেনরা। অনেকে লিখেছেন, 'এবার পরী আসবে'।
6/10

অনেকেই আবার শুভেচ্ছা জানিয়েছেন হবু মা ও সন্তানের সুস্বাস্থ্য কামনা করে। অনেকে লিখেছে, 'এবার একটা ছোট্ট শুভশ্রী আসুক'।
7/10

ইউভান অনুরাগীদের যথেষ্ট ভালবাসা পেয়েছে। আর এবার, অনুরাগীরা চাইছেন, শুভশ্রী ও রাজের একটি কন্যাসন্তান হোক।
8/10

সদ্য ইউভানের জন্মদিন গিয়েছে। রাজ ও শুভশ্রী এদিন মহাসমারোহে জন্মদিন উদযাপন করেছিলেন। মা হওয়ার খবর একটি মিষ্টি পোস্টের মাধ্যমে দিয়েছিলেন রাজ ও শুভশ্রী।
9/10

কিছুদিন আগে, নিজের সোশ্যাল মিডিয়ায় ইউভানের একটি ছবি পোস্ট করেছিলেন শুভশ্রী ও রাজ দুজনেই। আর তার পর থেকেই শুরু হয়েছে অপেক্ষার দিন গোনা
10/10

পুত্র না কন্যা.. রাজ-শুভশ্রীর হবু সন্তানকে নিয়ে অনেকেই অনেকরকম অনুমান করছেন। তবে উত্তর দেবে সময়।
Published at : 25 Sep 2023 10:24 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
