এক্সপ্লোর

Nancy Tyagi: করোনায় UPSC স্বপ্নের বিসর্জন, সেলাই মেশিনকে সম্বল করেই Cannes-এ ঐশ্বর্যা-কিয়ারাকে মাত এই মেয়ের

Cannes Film Festival: গ্রামের মেয়ে দাপিয়ে বেড়ালেন কান চলচ্চিত্র উৎসবে। ঐশ্বর্যা, কিয়ারাদের ছাপিয়ে বাজিমাত। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

Cannes Film Festival: গ্রামের মেয়ে দাপিয়ে বেড়ালেন কান চলচ্চিত্র উৎসবে। ঐশ্বর্যা, কিয়ারাদের ছাপিয়ে বাজিমাত।  ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

1/12
বিদেশি আদব কায়দা ঠিক আসে না তাঁর। কথাবার্তায় এখনও গ্রাম্য টান রয়েছে যেমন, সারল্যের ছাপ রয়েছে চেহারায়। তাই বলে আত্মবিশ্বাস টাল খায়নি। তাই কান চলচ্চিত্র উৎসবের (Cannes Film Festival)  রেড কার্পেটে হিন্দিতেই গড়গড় করে কথা বলে গেলেন। দেশ-বিদেশের তাবড় তারকাদের মাঝে তাই আলাদা করে নজর কাড়লেন ন্যান্সি ত্যাগী। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
বিদেশি আদব কায়দা ঠিক আসে না তাঁর। কথাবার্তায় এখনও গ্রাম্য টান রয়েছে যেমন, সারল্যের ছাপ রয়েছে চেহারায়। তাই বলে আত্মবিশ্বাস টাল খায়নি। তাই কান চলচ্চিত্র উৎসবের (Cannes Film Festival) রেড কার্পেটে হিন্দিতেই গড়গড় করে কথা বলে গেলেন। দেশ-বিদেশের তাবড় তারকাদের মাঝে তাই আলাদা করে নজর কাড়লেন ন্যান্সি ত্যাগী। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
2/12
বয়স সবে ২০ পেরিয়েছে ন্যান্সির। কিন্তু Gen-Zদের কাছে অতি পরিচিত নাম তিনি। ন্যান্সির কর্ম পরিচিতি হল, তিনি একজন ফ্যাশন ইনফ্লুয়েন্সার। উপলক্ষ্য অনুযায়ী জামাকাপড়, সাজগোজের টিপস দেন সোশ্যাল মিডিয়ায়। ডিজাইনার পোশাক পরতে অভ্যস্ত তারকাদের জামাকাপড়ের সাশ্রয়ী বিকল্পের সন্ধানও দেন। নিজেহাতে তৈরি করেন নজরকাড়া পোশাক। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
বয়স সবে ২০ পেরিয়েছে ন্যান্সির। কিন্তু Gen-Zদের কাছে অতি পরিচিত নাম তিনি। ন্যান্সির কর্ম পরিচিতি হল, তিনি একজন ফ্যাশন ইনফ্লুয়েন্সার। উপলক্ষ্য অনুযায়ী জামাকাপড়, সাজগোজের টিপস দেন সোশ্যাল মিডিয়ায়। ডিজাইনার পোশাক পরতে অভ্যস্ত তারকাদের জামাকাপড়ের সাশ্রয়ী বিকল্পের সন্ধানও দেন। নিজেহাতে তৈরি করেন নজরকাড়া পোশাক। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
3/12
কান চলচ্চিত্র উৎসবেও সেভাবেই নজর কাড়লেন ন্যান্সি। নিজের তৈরি করা বল গাউন পরেই Cannes-এর লাল গালিচায় পা রাখেন ন্যান্সি। তবে কোথাও নার্ভাস দেখায়নি তাঁকে। আবার অতি উৎসাহিতও হয়ে পড়েননি। সামনে থেকে ইংরেজিতে প্রশ্ন এলে, নিজের গ্রাম্য হিন্দি ভাষাতেই কথা বলেন তিনি। মাঝে থেকে মধ্যস্থতা করেন একজন দোভাষী। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
কান চলচ্চিত্র উৎসবেও সেভাবেই নজর কাড়লেন ন্যান্সি। নিজের তৈরি করা বল গাউন পরেই Cannes-এর লাল গালিচায় পা রাখেন ন্যান্সি। তবে কোথাও নার্ভাস দেখায়নি তাঁকে। আবার অতি উৎসাহিতও হয়ে পড়েননি। সামনে থেকে ইংরেজিতে প্রশ্ন এলে, নিজের গ্রাম্য হিন্দি ভাষাতেই কথা বলেন তিনি। মাঝে থেকে মধ্যস্থতা করেন একজন দোভাষী। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
4/12
ন্যান্সি জানিয়েছেন, ১০০০ মিটার কাপড় কিনে এনে ২০ কেজি ওজনের বল গাউনটি নিজেহাতেই তৈরি করেছেন তিনি। ৩০ দিনের অক্লান্ত পরিশ্রমে গোলাপি রঙের গাউনটি গায়ে চাপানোর উপযুক্ত হয়। নিজের মন-প্রাণ একেবারে ঢেলে দিয়েছিলেন তিনি। কিন্তু Cannes-এর মঞ্চে পৌঁছে বুঝতে পারছেন, পরিশ্রম সার্থক হয়েছে। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
ন্যান্সি জানিয়েছেন, ১০০০ মিটার কাপড় কিনে এনে ২০ কেজি ওজনের বল গাউনটি নিজেহাতেই তৈরি করেছেন তিনি। ৩০ দিনের অক্লান্ত পরিশ্রমে গোলাপি রঙের গাউনটি গায়ে চাপানোর উপযুক্ত হয়। নিজের মন-প্রাণ একেবারে ঢেলে দিয়েছিলেন তিনি। কিন্তু Cannes-এর মঞ্চে পৌঁছে বুঝতে পারছেন, পরিশ্রম সার্থক হয়েছে। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
5/12
দেশ-বিদেশের নামী তারকাদের সঙ্গে Cannes-এর রেড কার্পেটে হাঁটার সুযোগ পেয়ে আপ্লুত ন্যান্সি। তাঁর কথায়, “আমি আপ্লুত, আনন্দিত। এত ভালবাসা এবং সমর্থন পেয়ে কৃতজ্ঞ। স্বপ্ন সত্যি হল আমার। আপনাদের সমর্থন আমাকে যতটা অনুপ্রেরণা জুগিয়েছে, আশাকরি আমার সৃজনশীলতা ততটাই মুগ্ধ করবে আপনাদের।” ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
দেশ-বিদেশের নামী তারকাদের সঙ্গে Cannes-এর রেড কার্পেটে হাঁটার সুযোগ পেয়ে আপ্লুত ন্যান্সি। তাঁর কথায়, “আমি আপ্লুত, আনন্দিত। এত ভালবাসা এবং সমর্থন পেয়ে কৃতজ্ঞ। স্বপ্ন সত্যি হল আমার। আপনাদের সমর্থন আমাকে যতটা অনুপ্রেরণা জুগিয়েছে, আশাকরি আমার সৃজনশীলতা ততটাই মুগ্ধ করবে আপনাদের।” ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
6/12
বলিউড তারকা এবং অন্য সোশ্যাল ইনফ্লুয়েন্সারদেরও প্রশংসা কুড়িয়েছেন ন্যান্সি। অভিনেত্রী তথা সোশ্যাল মিডিয়া তারকা কুশা কপিলা লেখেন, ‘Cannes তোমার চেয়ে ভাল কাহিনি পায়নি। কাঁপিয়ে দিয়েছো’। অভিনেত্রী ভূমি পেডনেকর ন্যান্সিকে অভিনন্দন জানিয়েছেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
বলিউড তারকা এবং অন্য সোশ্যাল ইনফ্লুয়েন্সারদেরও প্রশংসা কুড়িয়েছেন ন্যান্সি। অভিনেত্রী তথা সোশ্যাল মিডিয়া তারকা কুশা কপিলা লেখেন, ‘Cannes তোমার চেয়ে ভাল কাহিনি পায়নি। কাঁপিয়ে দিয়েছো’। অভিনেত্রী ভূমি পেডনেকর ন্যান্সিকে অভিনন্দন জানিয়েছেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
7/12
২১ বছর বয়সি ন্যান্সির জন্ম উত্তরপ্রদেশের বরনাবায়। স্কুলের পাট চুকিয়ে দিল্লি এসেছিলেন ন্যান্সি। লক্ষ্য ছিল UPSC পরীক্ষায় সাফল্য অর্জন করা। কিন্তু বাবার সায় ছিল না তাতে। তাই বাবার কাছ থেকে আর্থিক সাহায্য পাননি ন্যান্সি। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
২১ বছর বয়সি ন্যান্সির জন্ম উত্তরপ্রদেশের বরনাবায়। স্কুলের পাট চুকিয়ে দিল্লি এসেছিলেন ন্যান্সি। লক্ষ্য ছিল UPSC পরীক্ষায় সাফল্য অর্জন করা। কিন্তু বাবার সায় ছিল না তাতে। তাই বাবার কাছ থেকে আর্থিক সাহায্য পাননি ন্যান্সি। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
8/12
ওই কঠিন সময়ে ন্যান্সির পাশে ছিলেন তাঁর মা। একসঙ্গে দিল্লি চলে আসেন ন্যান্সি, তাঁর মা এবং  ভাই। দিল্লিতে একটি কারখানায় মজুর হিসেবে কাজে যোগ দেন ন্যান্সির মা। ন্যান্সি জানিয়েছেন, দিনের শেষে যখন বাড়ি ফিরতেন তাঁর মা, কয়লার কালি লেগে থাকত তাঁর শরীরে। কিন্তু মেয়ের স্বপ্নপূরণে সব কষ্ট স্বীকার করে নিয়েছিলেন তাঁর মা। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
ওই কঠিন সময়ে ন্যান্সির পাশে ছিলেন তাঁর মা। একসঙ্গে দিল্লি চলে আসেন ন্যান্সি, তাঁর মা এবং ভাই। দিল্লিতে একটি কারখানায় মজুর হিসেবে কাজে যোগ দেন ন্যান্সির মা। ন্যান্সি জানিয়েছেন, দিনের শেষে যখন বাড়ি ফিরতেন তাঁর মা, কয়লার কালি লেগে থাকত তাঁর শরীরে। কিন্তু মেয়ের স্বপ্নপূরণে সব কষ্ট স্বীকার করে নিয়েছিলেন তাঁর মা। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
9/12
বেশ কিছুদিন এভাবে চললেও, করোনার সময় লকডাউন কার্যকর হলে, বিপাকে পড়েন ন্যান্সি এবং তাঁর মা। আমদানি যেটুকু ছিল বন্ধ হয়ে যায়। ন্যান্সির ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়ে। শুধুমাত্র টাকা রোজগারের জন্যই সেই সময় অনলাইন কনটেন্ট তৈরিতে মন দেন ন্যান্সি। কিছু টাকা জোগাড় করে ক্যামেরা, আলো এবং ফোন কেনেন। সম্বল বলতে ছিল একটি সেলাই মেশিন। সেটিকে কাজে লাগিয়ে নিজের হাতের কাজ, নিজের তৈরি জামাকাপড় সকলের সামনে তুলে ধরতে শুরু করেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
বেশ কিছুদিন এভাবে চললেও, করোনার সময় লকডাউন কার্যকর হলে, বিপাকে পড়েন ন্যান্সি এবং তাঁর মা। আমদানি যেটুকু ছিল বন্ধ হয়ে যায়। ন্যান্সির ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়ে। শুধুমাত্র টাকা রোজগারের জন্যই সেই সময় অনলাইন কনটেন্ট তৈরিতে মন দেন ন্যান্সি। কিছু টাকা জোগাড় করে ক্যামেরা, আলো এবং ফোন কেনেন। সম্বল বলতে ছিল একটি সেলাই মেশিন। সেটিকে কাজে লাগিয়ে নিজের হাতের কাজ, নিজের তৈরি জামাকাপড় সকলের সামনে তুলে ধরতে শুরু করেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
10/12
প্রথম প্রথম নিজের তৈরি জামা নিজেই পরে দেখাতেন ন্যান্সি। পরে অনলাইন কেনা পোশাকও পরে দেখাতে শুরু করেন। কিন্তু তাতে প্রথম দেড় বছর তেমন সাড়া মেলেনি। বরং গায়ের চাপা রং, রোগা-পাতলা চেহারার জন্য কটাক্ষের শিকার হতে হয় তাঁকে। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
প্রথম প্রথম নিজের তৈরি জামা নিজেই পরে দেখাতেন ন্যান্সি। পরে অনলাইন কেনা পোশাকও পরে দেখাতে শুরু করেন। কিন্তু তাতে প্রথম দেড় বছর তেমন সাড়া মেলেনি। বরং গায়ের চাপা রং, রোগা-পাতলা চেহারার জন্য কটাক্ষের শিকার হতে হয় তাঁকে। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
11/12
এর পর তারকাদের ডিজাইনার পোশাক অনুকরণের ভাবনা মাথায় আসে তাঁর। বলিউড তারকারা যে মহার্ঘ ডিজাইনার পোশাক পরতেন, দিল্লির অলিগলি থেকে একই রকমের কাপড় কিনে এনে রেপ্লিকা তৈরি করতে শুরু করেন। দেওয়ালে শাহরুখ খানের পোস্টার এবং সামনে সেলাই মেশিনে পোশাক বানাতে ব্যস্ত ন্যান্সির সেই ভিডিওগুলি নজর কাড়তে শুরু করে সকলের। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
এর পর তারকাদের ডিজাইনার পোশাক অনুকরণের ভাবনা মাথায় আসে তাঁর। বলিউড তারকারা যে মহার্ঘ ডিজাইনার পোশাক পরতেন, দিল্লির অলিগলি থেকে একই রকমের কাপড় কিনে এনে রেপ্লিকা তৈরি করতে শুরু করেন। দেওয়ালে শাহরুখ খানের পোস্টার এবং সামনে সেলাই মেশিনে পোশাক বানাতে ব্যস্ত ন্যান্সির সেই ভিডিওগুলি নজর কাড়তে শুরু করে সকলের। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
12/12
আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। Cannes-এ নিজের তৈরি যে পোশাক পরে গিয়েছেন ন্যান্সি, সেটিও তাঁর নিজের তৈরি, দিল্লির অলিগলি থেকে কেনা কাপড় দিয়েই তৈরি। তাই ন্যান্সিকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন সকলে। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। Cannes-এ নিজের তৈরি যে পোশাক পরে গিয়েছেন ন্যান্সি, সেটিও তাঁর নিজের তৈরি, দিল্লির অলিগলি থেকে কেনা কাপড় দিয়েই তৈরি। তাই ন্যান্সিকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন সকলে। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

আরও জানুন বিনোদনের

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতির বেঞ্চে প্রথম RG কর-শুনানি
সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতির বেঞ্চে প্রথম RG কর-শুনানি
Bima Sakhi Yojana: বিমা সখী যোজনায় মহিলারা পাবেন ২১ হাজার টাকা, কীভাবে আবেদন করবেন, কখন টাকা পাবেন ? 
বিমা সখী যোজনায় মহিলারা পাবেন ২১ হাজার টাকা, কীভাবে আবেদন করবেন, কখন টাকা পাবেন ? 
Weather Forecast: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, কবে থেকে? বড় আপডেট আবহাওয়ার
বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, কবে থেকে? বড় আপডেট আবহাওয়ার
Bangladesh News Update: জ্বলছে বাংলাদেশ, মৌলবাদীদের টার্গেট ইসকন, ১৩ দিন ধরে বাংলাদেশের জেলে চিন্ময়কৃষ্ণ দাস
জ্বলছে বাংলাদেশ, মৌলবাদীদের টার্গেট ইসকন, ১৩ দিন ধরে বাংলাদেশের জেলে চিন্ময়কৃষ্ণ দাস
Advertisement
ABP Premium

ভিডিও

Bangladesh : ইতিহাস ভুলে ভারত শত্রু, বাংলাদেশে মৌলবাদীদের দাপট, পাশে দাঁড়িয়ে পাক-হুঁশিয়ারিRG Kar Update : বিচারের দাবিতে ৪ মাস পার, নতুন প্রধান বিচারপতির বেঞ্চে আর জি কর মামলার প্রথম শুনানিBangladesh: সম্পর্ক নষ্ট হোক চাই না,কিন্তু বন্ধ হোক সংখ্যালঘু নিপীড়ন।ঢাকায় বৈঠকে কড়া বার্তা ভারতেরBangladesh:যাদের জন্য স্বাধীনতা,তাদেরই আক্রমণে মৌলবাদীরা। ভারতকেই জঙ্গির আখড়া বলে আক্রমণ ছাত্রনেতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতির বেঞ্চে প্রথম RG কর-শুনানি
সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতির বেঞ্চে প্রথম RG কর-শুনানি
Bima Sakhi Yojana: বিমা সখী যোজনায় মহিলারা পাবেন ২১ হাজার টাকা, কীভাবে আবেদন করবেন, কখন টাকা পাবেন ? 
বিমা সখী যোজনায় মহিলারা পাবেন ২১ হাজার টাকা, কীভাবে আবেদন করবেন, কখন টাকা পাবেন ? 
Weather Forecast: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, কবে থেকে? বড় আপডেট আবহাওয়ার
বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, কবে থেকে? বড় আপডেট আবহাওয়ার
Bangladesh News Update: জ্বলছে বাংলাদেশ, মৌলবাদীদের টার্গেট ইসকন, ১৩ দিন ধরে বাংলাদেশের জেলে চিন্ময়কৃষ্ণ দাস
জ্বলছে বাংলাদেশ, মৌলবাদীদের টার্গেট ইসকন, ১৩ দিন ধরে বাংলাদেশের জেলে চিন্ময়কৃষ্ণ দাস
RBI New Governor: রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নরের নাম ঘোষণা, শক্তিকান্ত দাসের জায়গায় আসছেন ইনি, কী যোগ্যতা জানেন ?
রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নরের নাম ঘোষণা, শক্তিকান্ত দাসের জায়গায় আসছেন ইনি, কী যোগ্যতা জানেন ?
West Bengal News Live:  বিদেশি নাগরিকদের বিরুদ্ধে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি বাংলাদেশ সরকারের
বিদেশি নাগরিকদের বিরুদ্ধে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি বাংলাদেশ সরকারের
Stock Crash : সাবধান ! দু'দিনে ৩৭ শতাংশ ধস নামল এই স্টকে, গুজরাতের এই পেনি স্টকের বিরুদ্ধে পদক্ষেপ SEBI-র
সাবধান ! দু'দিনে ৩৭ শতাংশ ধস নামল এই স্টকে, গুজরাতের এই পেনি স্টকের বিরুদ্ধে পদক্ষেপ SEBI-র
LIC Bima Sakhi Yojana:  ২১ হাজার টাকা পাবেন মহিলারা, মোদি করবেন বিমা সখী যোজনার উদ্বোধন, কারা পাবেন সুবিধা ? 
 ২১ হাজার টাকা পাবেন মহিলারা, মোদি করবেন বিমা সখী যোজনার উদ্বোধন, কারা পাবেন সুবিধা ? 
Embed widget