এক্সপ্লোর
Newborn Against Omicron: ওমিক্রন থেকে দূরে থাকুক দুধের শিশু, সতর্ক হোন মা-বাবা

ওমিক্রন থেকে বাঁচুক দুধের শিশু। ছবি: পিক্সাবে।
1/10

হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। তার মধ্যে চোখ রাঙাচ্ছে ওমিক্রন। এমন পরিস্থিতিতে দুধের শিশুকে অতিমারি থেকে রক্ষা করবেন কী ভাবে, জেনে নিন বিশদে।
2/10

কিশোর বয়সিদের টিকাকরণ শুরু হলেও, তার চেয়ে ছোটদের টিকায় অনুমোদন মেলেনি এখনও। আর এক বছরের নীচে যাদের বয়স, তাদের কথা তো বাদই দিন। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নেই বলেলই চলে। অতিমারিতে এই দুধের শিশুদের নিরাপত্তার সঙ্গে কোনও আপস চলবে না।
3/10

দুধের শিশুরা সাধারণ মা-বাবা এবং পরিবারের কোলেই থাকে। সে ক্ষেত্রে শিশুর কাছাকাছি গেলে মাস্ক পরা উচিত।
4/10

শিশুকে কোলে নেওয়ার আগে ভাল করে হাত পরিষ্কার করুন। বড়রা করোনার টিকা নিন অবশ্যই। চিকিৎসকদের পরামর্শ নিয়ে শিশুদের দেওয়ান ফ্লু প্রতিরোধী টিকা।
5/10

সর্দি, কাশি, গলা ব্যথা, জ্বর বা ক্লান্তির মতো ওমিক্রনের উপসর্গ থাকলে শিশুর কাছে না ঘেঁষাই উচিত। যে ঘরে শিশুকে রাখছেন, সেই ঘরে যেন যথেষ্ট পরিমাণ আলো-বাতাস চলাচল করে।
6/10

দুধের শিশুকে কোলে নিয়ে পাড়া বেড়াতে বা আত্মীয়র বাড়ি না যাওয়াই ভাল এই সময়। ওমিক্রন এতটাই বেশই সংক্রামক যে একটু এদিক ওদিক হলেই বাচ্চা অসুখে পড়বে।
7/10

বাচ্চা যদি কাশে, বমি করে অথবা জ্বর থাকে তার শরীরে, সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে কথা বলুন। নিজে থেকে কিছু ওষুধ খাওয়াবেন না।
8/10

স্তন্যপান থেকে সংক্রমণ ছড়াতে পারে কি না, তা নিয়ে এখনও ধন্দ রয়েছে। তাই মা যদি সংক্রমিত হন, শিশুকে স্তন্যপান করানোর আগে চিকিৎসকের সঙ্গে কথা বলে নিতে হবে।
9/10

বাড়িতে কেউ অসুস্থ হলে, তাঁর থেকে দূরে রাখুন শিশুকে। এতে শিশুর সংক্রমিত হওয়ার ঝুঁকি কমবে।
10/10

এই সময় বাড়িতে অতিথি বা বন্ধুবান্ধবদের আসা বন্ধ রাখুন। কারণ অনিচ্ছাকৃত ভাবেই বাড়িতে রোগ বয়ে আনতে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি।
Published at : 11 Jan 2022 12:28 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
