এক্সপ্লোর
Forehead Wrinkles: সময়ের আগেই ভাঁজ কপালে? সামান্য কিছু পদক্ষেপেই মিলতে পারে রেহাই
Skincare Tips: কপালের বলিরেখা রাতের ঘুম কেড়ে নেয়। একটু সচেতন হলেই রেহাই মিলতে পারে। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10

বয়সবৃদ্ধির সঙ্গে চেহারায় বলিরেখার আবির্ভাব স্বাভাবিক। অনেক ক্ষেত্রে আবার সময়ের আগেই বলিরেখা দেখা দেয়। বিশেষ করে কপালের উপর গজিয়ে ওঠা সমান্তরাল রেখাগুলি রাতের ঘুম কেড়ে নেয় আমাদের। ছবি: ফ্রিপিক।
2/10

মোটা টাকা খরচ করে, ছুরি-কাঁচির সাহায্যে বলিরেখাকে ঠেকিয়ে রাখতে সক্ষম হন তারকারা। কিন্তু সাধারণ মানুষের পকেটের রেস্ত তেমন নয়। তবে কিছু একেবারে মুক্তি না মিললেও, বলিরেখার হাত থেকে সাময়িক ত্বককে রক্ষা করা সম্ভব। ছবি: ফ্রিপিক।
Published at : 08 Feb 2024 12:51 PM (IST)
আরও দেখুন






















