এক্সপ্লোর
Delhi Unlock: বিয়েবাড়িতে সর্বোচ্চ আমন্ত্রিতের সংখ্যা ৫০, খুলে যাচ্ছে জিম, করোনা বিধিতে ছাড় দিল্লি সরকারের

ফাইল ছবি
1/10

নিম্নমুখী দৈনিক সংক্রমণ। আর তাই ফের আরেক দফায় করোনা সংক্রান্ত বিধিতে ছাড়ের ঘোষণা করল দিল্লি সরকার।
2/10

প্রায় দুমাস বন্ধ থাকার পর খুলতে চলেছে জিম সহ যোগাসন প্রশিক্ষণ কেন্দ্র। গাইডলাইনে বলা হয়েছে ৫০ শতাংশ মানুষের উপস্থিত থাকার অনুমতি দেওয়া হল।
3/10

বড় হল বা হোটেলে বিয়ের অনুষ্ঠানে অনুমতি দেওয়া হয়েছে। সর্বোচ্চ আমন্ত্রিতের সংখ্যা ৫০। তবে বিয়ে ছাড়া অন্য কোনও অনুষ্ঠানের জন্য বড় হল বা হোটেল ভাড়ার অনুমতি দেওয়া হবে না।
4/10

প্রত্যেককে করোনা বিধি মানতে হবে বলে সাফ জানানো হয়েছে।
5/10

সিনেমা, থিয়েটার, স্পা সহ স্কুল-কলেজ আপাতত বন্ধই থাকবে রাজধানীতে। বন্ধ থাকবে সুইমিং পুল সহ বিনোদন পার্ক।
6/10

আগেই ৫০ শতাংশ নিয়ে রেস্তোরাঁ খোলার অনুমতি দেওয়া হয়েছিল।
7/10

অটো, রিক্সা সহ ট্যাক্সিতে একসঙ্গে ২ জনের বেশি সওয়ার করতে পারবেন।
8/10

সেলুন, পার্লার খোলা রয়েছে সব জায়গায়।
9/10

৫০ শতাংশ মানুষ উঠতে পারবেন মেট্রোতে।
10/10

আন্তঃরাজ্য পণ্য পরিষেবা চালু থাকবে।
Published at : 27 Jun 2021 03:57 PM (IST)
Tags :
Delhi Unlockআরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
