এক্সপ্লোর
Sela Tunnel Details: ১৩০০০ ফুটের উপর প্রযুক্তির জাদু সেলা টানেল! LAC-তে দ্রুত পৌঁছবে সেনা
Longest Bi-Lane Tunnel in World: টানেলের কারণে তেজপুর থেকে তাওয়াং যাওয়ার জন্য আরও ঘণ্টাখানেক সময় কম লাগবে। যে কোনও আবহাওয়ায় চিন সীমান্তে দ্রুত পৌঁছবে সেনা

সেলা টানেল, ছবি: পিটিআই
1/10

উত্তর পূর্ব ভারতে চিন সীমান্তে সামরিক কৌশলগত ক্ষেত্রে বড় পদক্ষেপ ভারতের। ৯ মার্চ অরুণাচল প্রদেশে নরেন্দ্র মোদি (PM Modi inaugurates Sela Tunnel) উদ্বোধন করেছেন সেলা টানেলের। অসমের তেজপুর (Tezpur) থেকে অরুণাচল প্রদেশের তাওয়াং (Tawang) যে রাস্তায় জুড়ছে সেই রাস্তার উপরেই অরুণাচলের পশ্চিম কামেং জেলায় রয়েছে এই টানেল।
2/10

সেলা টানেল বিশ্বের সবচেয়ে দীর্ঘ দ্বি-লেন (bi-lane tunnel) যা ১৩০০০ ফুটেরও বেশি উচ্চতায় তৈরি হয়েছে। সারা বছর, যে কোনও আবহাওয়া পরিস্থিতিতে চলাচলের যোগ্য এটি। ফলে বালিপাড়া-চারিদুয়ার-তাওয়াং রাস্তায় তুষারপাত বা ধসের সমস্যা এড়িয়ে চলাচল করা যাবে।
3/10

এই প্রকল্প তৈরি হয়েছে বর্ডার রোড অর্গানাইজেশন (Border Road Organisation)-এর অধীনে। দুটি টানেল, একটি লিঙ্ক রোড ও একটি অ্যাপ্রোচ রোড রয়েছে এই প্রকল্পে।
4/10

প্রথমটি ৯৮০ মিটার দীর্ঘ এক টিউবে টানেল (Single Tube Tunnel)। আরেকটি হল ১৫৫৫ মিটার লম্বা টুইন টিউব টানেল। এতে একটি যাতায়াতের রাস্তা রয়েছে, অন্য একটি রাস্তায় রয়েছে আপৎকালীন পরিস্থিতির জন্য। এর সঙ্গেই ৭ কিলোমিটারের একটি অ্যাপ্রোচ রোড রয়েছে। তাছাড়া ২টি টানেলের মধ্যে সংযোগের জন্য় একটি ১ কিলোমিটারেরও বেশি লম্বা লিঙ্ক রোড রয়েছে।
5/10

২০১৯ সালের ফেব্রুয়ারিতে সেলা টানেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গোটা প্রকল্প শেষ করতে ৯০ লক্ষ শ্রম-ঘণ্টা লেগেছে। গত পাঁচ বছর ধরে প্রতিদিন গড়ে ৬৫০ জন শ্রমিক কাজ করেছেন। সূত্রের খবর ৭১০০০ মেট্রিক টন সিমেন্ট, ৫০০০ মেট্রিক টন স্টিল, ৮০০ মেট্রিক টন বিস্ফোরক প্রয়োজন হয়েছে।
6/10

একাধিক উন্নত ও আধুনিত প্রযুক্তি ব্যবহার হয়েছে এই টানেল তৈরিতে। রয়েছে জেট ফ্যান ভেন্টিলেশন, অগ্নিনির্বাপক পরিকাঠামো, নিরাপত্তা আরও বেশি করতে ব্যবহার হয়েছে SCADA-নিয়ন্ত্রিত মনিটরিং
7/10

সেলা পাস থেকে ৪০০ মিটার নীচে রয়েছে এই টানেল। এর ফলে চরম শীত মরসুমেও সহজেই ভারতের অন্যত্র থেকে পৌঁছে যাওয়া যাবে চিন সীমান্তে। দ্রুত পাঠানো যাবে বাহিনী ও অস্ত্র।
8/10

এই টানেলের কারণে তেজপুর থেকে তাওয়াং যাওয়ার জন্য আরও ঘণ্টাখানেক সময় কম লাগবে। ১৩৭০০ ফুট উচ্চতায় দুর্গম সেলা টপ (Sela Top) পর্যটকরা এড়িয়ে যেতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
9/10

২০১৯ সালে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সীমান্ত সুরক্ষা ক্ষেত্রে অরুণাচল প্রদেশ অত্য়ন্ত গুরুত্বপূর্ণ রাজ্য। গাড়ি চলাচলের যোগ্য পথ এবং রেল যোগাযোগের সীমাবদ্ধতার কারণে চিনের আগ্রাসন ঠেকাতে বারবার সমস্যায় পড়তে হয়েছে ভারতকে। কারণ তুলনায় চিনের দিকে সীমান্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থা অনেকটাই এগিয়ে।
10/10

উত্তর-পূর্ব ভারতে যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নতি করার লক্ষ্য নেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে। একাধিক নতুন রাস্তা, নতুন বিমানবন্দর তৈরি হয়েছে। তারই মধ্যে অন্যতম এই সেলা টানেল। সব ছবি: PTI
Published at : 10 Mar 2024 12:07 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
বিনোদনের
জেলার
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
