এক্সপ্লোর
Mallikarjun Kharge: দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, এবার কংগ্রেসের সভাপতির দায়িত্বে বর্ষীয়ান এই নেতা
Congress President: ১৭ অক্টোবর নির্বাচন হয়। বুধবার ফলপ্রকাশের পরে দেখা যায় বিপুল ভোটে জিতেছেন মল্লিকার্জুন খাড়গে।
![Congress President: ১৭ অক্টোবর নির্বাচন হয়। বুধবার ফলপ্রকাশের পরে দেখা যায় বিপুল ভোটে জিতেছেন মল্লিকার্জুন খাড়গে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/19/e3442a51f380fc87891fad08cb1e60d51666183100433385_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নিজস্ব চিত্র
1/10
![প্রায় আড়াই দশক। ফের কংগ্রেসের মাথায় এমন একজন কেউ বসলেন যিনি গাঁধী পরিবারের সদস্য নন। সনিয়া গাঁধীর হাত থেকে ব্যাটন নিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/19/f3ccdd27d2000e3f9255a7e3e2c48800f624e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রায় আড়াই দশক। ফের কংগ্রেসের মাথায় এমন একজন কেউ বসলেন যিনি গাঁধী পরিবারের সদস্য নন। সনিয়া গাঁধীর হাত থেকে ব্যাটন নিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে।
2/10
![১৭ অক্টোবর কংগ্রেসের সভাপতি নির্বাচন হয়েছিল। ১৯ অক্টোবর ফল বেরলে দেখা গেল বিপুল ভোটে জয়ী হয়েছেন মল্লিকার্জুন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/19/156005c5baf40ff51a327f1c34f2975b3caae.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
১৭ অক্টোবর কংগ্রেসের সভাপতি নির্বাচন হয়েছিল। ১৯ অক্টোবর ফল বেরলে দেখা গেল বিপুল ভোটে জয়ী হয়েছেন মল্লিকার্জুন।
3/10
![কর্নাটকে জন্ম বর্ষীয়ান এই কংগ্রেস নেতার। বর্ষীয়ান এই রাজনীতিবিদের কেরিয়ার অর্ধশতক পেরিয়েছে। প্রথম থেকেই গাঁধী পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ মল্লিকার্জুন খাড়গে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/19/799bad5a3b514f096e69bbc4a7896cd92a0ea.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কর্নাটকে জন্ম বর্ষীয়ান এই কংগ্রেস নেতার। বর্ষীয়ান এই রাজনীতিবিদের কেরিয়ার অর্ধশতক পেরিয়েছে। প্রথম থেকেই গাঁধী পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ মল্লিকার্জুন খাড়গে।
4/10
![গুলবর্গার সরকারি কলেজে পড়ার সময় ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন মল্লিকার্জুন খাড়গে। আইন নিয়ে পড়েছিলেন তিনি। তারপর ওকালতিও করেছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/19/d0096ec6c83575373e3a21d129ff8fef487ae.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
গুলবর্গার সরকারি কলেজে পড়ার সময় ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন মল্লিকার্জুন খাড়গে। আইন নিয়ে পড়েছিলেন তিনি। তারপর ওকালতিও করেছেন।
5/10
![তারপরে যতদিন গিয়েছে ক্রমশ জড়িয়ে পড়েছেন রাজনীতির আঙিনায়। ষাটের দশকে কংগ্রেসে যোগ দেন তিনি। তারপর থেকে বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/19/032b2cc936860b03048302d991c3498face89.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তারপরে যতদিন গিয়েছে ক্রমশ জড়িয়ে পড়েছেন রাজনীতির আঙিনায়। ষাটের দশকে কংগ্রেসে যোগ দেন তিনি। তারপর থেকে বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি।
6/10
![প্রধানমন্ত্রী মনমোহন সিংহের মন্ত্রিসভায় রেলমন্ত্রী এবং শ্রমমন্ত্রীর দায়িত্বও সামলেছেন তিনি। কর্নাটকেও মন্ত্রি হিসেবে দায়িত্ব পালন করেছেন খাড়গে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/19/18e2999891374a475d0687ca9f989d837e88a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রধানমন্ত্রী মনমোহন সিংহের মন্ত্রিসভায় রেলমন্ত্রী এবং শ্রমমন্ত্রীর দায়িত্বও সামলেছেন তিনি। কর্নাটকেও মন্ত্রি হিসেবে দায়িত্ব পালন করেছেন খাড়গে।
7/10
![কর্নাটক থেকে রাজ্যসভার সদস্য বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। রাজ্যসভায় তিনি বিরোধী দলের নেতার দায়িত্বও পালন করেছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/19/c4f7daeb6ef2139f531a3f7f46019830c3de6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কর্নাটক থেকে রাজ্যসভার সদস্য বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। রাজ্যসভায় তিনি বিরোধী দলের নেতার দায়িত্বও পালন করেছেন।
8/10
![ফল ঘোষণার পরেই নয়াদিল্লিতে মল্লিকার্জুন খাড়গের বাসভবনে গিয়ে তাঁরে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেসের বিদায়ী সভানেত্রী সনিয়া গাঁধী। নয়া সভাপতিকে শুভেচ্ছা জানিয়েছেন সচিন পায়লট।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/19/8cda81fc7ad906927144235dda5fdf15c1d3e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ফল ঘোষণার পরেই নয়াদিল্লিতে মল্লিকার্জুন খাড়গের বাসভবনে গিয়ে তাঁরে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেসের বিদায়ী সভানেত্রী সনিয়া গাঁধী। নয়া সভাপতিকে শুভেচ্ছা জানিয়েছেন সচিন পায়লট।
9/10
![বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশের গলায় খাড়গের ব্যাপারে ঢালাও প্রশংসা শোনা গিয়েছে। তিনি বলেছেন, নেহরুর দর্শনের অনুপ্রেরণায় সামাজিক উন্নয়নের অন্যতম উদাহরণ মল্লিকার্জুন খাড়গে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/19/30e62fddc14c05988b44e7c02788e18727f7d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশের গলায় খাড়গের ব্যাপারে ঢালাও প্রশংসা শোনা গিয়েছে। তিনি বলেছেন, নেহরুর দর্শনের অনুপ্রেরণায় সামাজিক উন্নয়নের অন্যতম উদাহরণ মল্লিকার্জুন খাড়গে।
10/10
![পাশাপাশি, কংগ্রেস নেতা জয়রাম রমেশ এটাও বলেছেন যে, ব্যক্তিগত সম্মানের থেকেও মতার্দশকে উঁচুতে তুলে ধরেন যাঁরা, খাড়গের এই জয়ে তাঁরাও জয়ী হলেন। ছবি: পিটিআই এবং কংগ্রেসের টুইটার হ্যান্ডেল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/19/ae566253288191ce5d879e51dae1d8c3d0af9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পাশাপাশি, কংগ্রেস নেতা জয়রাম রমেশ এটাও বলেছেন যে, ব্যক্তিগত সম্মানের থেকেও মতার্দশকে উঁচুতে তুলে ধরেন যাঁরা, খাড়গের এই জয়ে তাঁরাও জয়ী হলেন। ছবি: পিটিআই এবং কংগ্রেসের টুইটার হ্যান্ডেল
Published at : 19 Oct 2022 06:11 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)