এক্সপ্লোর
Bengal Flood Updates খানাকুলে পুরোপুরি জলমগ্ন ৬০-৬৫টি গ্রাম, পরিদর্শনে মন্ত্রী

খানাকুলে পুরোপুরি জলমগ্ন ৬০-৬৫টি গ্রাম, পরিদর্শনে মন্ত্রী
1/10

হুগলির খানাকুলে বেশ কিছু জায়গায় আজ জল আরও বেড়েছে। কিছু জায়গায় রাস্তা জলের তলায় চলে যাওয়ায় যাতায়াতে বিঘ্ন।
2/10

৬০ থেকে ৬৫টি গ্রাম পুরোপুরি জলমগ্ন। খানাকুলে খোলা হয়েছে ৮০টি ত্রাণশিবির। উঁচু রাস্তায় ত্রিপল খাটিয়ে রয়েছে অনেক পরিবার।
3/10

শ্রমমন্ত্রী বেচারাম মান্না আজ নৌকায় চড়ে খানাকুলের পরিস্থিতি খতিয়ে দেখেন। কথা বলেন দুর্গতদের সঙ্গে।
4/10

গতকাল জলমগ্ন খানাকুলে দুর্গতদের এয়ারলিফট করে বায়ুসেনা। গতকাল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে এক অন্তঃসত্ত্বা মহিলাকে উদ্ধার করে এনডিআরএফ।
5/10

খানাকুল থেকে এক মহিলা ও সদ্যোজাত শিশুকেও উদ্ধার করে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। রাজ্যের বিভিন্ন বন্যা কবলিত এলাকায় মোতায়েন রয়েছে এনডিআরএফ-এর ২ ব্যাটালিয়নের ১৪টি দল।
6/10

এরইমধ্যে আজ দুর্গাপুর ব্যারাজ থেকে ১ লক্ষ ৯০০ কিউসেক জল ছাড়া হচ্ছে। মাইথন ও পাঞ্চেত থেকে গতকাল ছাড়া হয়েছিল ১ লক্ষ কিউসেক জল। আজ জল ছাড়ার পরিমাণ কমিয়ে ৫০ হাজার কিউসেক করা হয়েছে।
7/10

দুর্গাপুর ব্যারাজ থেকে দফায় দফায় জল ছাড়ার পর বন্যা পরিস্থিতি হাওড়ার উদয়নারায়ণপুর ও আমতায়।
8/10

উদয়নারায়ণপুরের ৮৫টি গ্রাম জলমগ্ন। আমতার ২ নম্বর ব্লকের বিভিন্ন এলাকা নতুন করে প্লাবিত হয়েছে।
9/10

আমতা ১ নম্বর ব্লকের রসপুর এলাকাতেও জল ঢুকছে। দামোদর আর রূপনারায়ণের জল ঢুকেই এই বিপত্তি।
10/10

হাওড়া-হুগলি সংগোযগাকীর রাজ্য সড়ক এখন জলের তলায়। উদয়নারায়ণপুরে খোলা হয়েছে ৩৫টি ত্রাণশিবির।
Published at : 03 Aug 2021 03:18 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
