এক্সপ্লোর
Jamai Sashthi Sweets: জামাইষষ্ঠীর সঙ্গেই বৌমাষষ্ঠীও, 'মিষ্টি' মোড়কে চমক চন্দননগরের দোকানের

In Pics:Chandannagar sweet shop prepares Bouma Sosthi special desert For Jamai Sashthi celebration
1/9

জামাইষষ্ঠী। মিষ্টি, ভালো খাবারে জামাইদের বরণ-আপ্যায়নের বঙ্গজীবনের পুরনো রীতি।
2/9

আর জামাইষষ্ঠীর এই শুভ লগ্নে একই মেজাজে হোক বৌমাষষ্ঠী পালনও। এমনই 'মিষ্টি' বার্তা নিয়ে হাজির এক দোকান।
3/9

হুগলির চন্দননগরের বিখ্যাত মিষ্টির দোকান সূর্য মোদক হাজির করেছে এমনই অভিনব ভাবনা।
4/9

বৌমাদেরও একইভাবে খাতির-আপ্যায়ন হোক এই বার্তা দিতে এবং মহিলাদের প্রতি সম্মান জানাতেই বৌমাষষ্ঠীর মিষ্টি হাজির করেছে তারা।
5/9

চন্দনগরের সূর্য মোদকের দোকানের গ্রাহকদেরও বেশ মনে ধরেছে বৌমাষষ্ঠী স্পেশাল মিষ্টি।
6/9

এমনিতেই সারা বছর বিভিন্ন রকমারী মিষ্টি প্রস্তুত করে থাকে দোকানটি। রসমাধুরী, গোলাপের স্বাদে রসগোল্লা, মতিচুর, জলভরা এখানকার স্পেশাল মিষ্টি হিসেবেই পরিচিত।
7/9

জামাইষষ্ঠীর বিশেষ অনুষ্ঠানের প্রাক্কালে বানানো হয়েছে 'জামাইষষ্ঠী' মিষ্টিও।
8/9

তবে তাদের বানানো বৌমাষষ্ঠীর মিষ্টি একেবারে সুপারহিট। অনেকেই দোকানে আসছেন এই বিশেষ ধরণের সন্দেশের খোঁজে।
9/9

বৌমাষষ্ঠী স্পেশাল প্রতিটি সন্দেশের দাম ৩০ টাকা। (ছবি ও তথ্য- সৌরভ বন্দ্যোপাধ্যায়।)
Published at : 15 Jun 2021 05:51 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
খুঁটিনাটি
জেলার
Advertisement
ট্রেন্ডিং
