এক্সপ্লোর
Mahisadal Rajbari Rath: করোনা আবহে এবছরও গড়াবে না মহিষাদল রাজবাড়ির রথের চাকা

করোনা আবহে এবছরও গড়াবে না মহিষাদল রাজবাড়ির রথের চাকা
1/8

করোনা আবহে এবারেও গড়াবে না মহিষাদল রাজবাড়ির ২৪৫ বছরের পুরনো রথের চাকা। এবছর আর দেখা যাবে না, মহিষাদলের রথযাত্রার চেনা ছবি। তবে নিয়ম মেনে হবে রথের আচার-অনুষ্ঠান। (তথ্য ও ছবি - বিটন চক্রবর্তী)
2/8

করোনা পরিস্থিতিতে গত বছরের মতো এবারও জাঁকজমকহীনভাবেই রথযাত্রা করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজপরিবার ও জেলা প্রশাসন।
3/8

১৭৭৬ সালে মহিষাদল রাজপরিবারের রানি জানকীদেবীর হাত ধরে রথযাত্রার শুরু। প্রথমে রথটি ১৭ চূড়ার হলেও পরবর্তীকালে তা কমে হয় ১৩ চূড়া।
4/8

মহিষাদলের রথের বৈশিষ্ট্য হল, রাজবাড়ির কূলদেবতা মদনগোপালজিউ-র সঙ্গে রথে ওঠেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা।
5/8

কিন্তু এবছর রথের বদলে পালকিতে করে রাজবাড়ির মন্দির থেকে দেবদেবীদের নিয়ে যাওয়া হবে মাসির বাড়ি। উল্টোরথের দিনও একইভাবে পালকি করে ফিরবেন তারা।
6/8

রথকে কেন্দ্র করে রাজবাড়ির অদূরে এক মাসের মেলা বসে। ভিড় জমান পূর্বমেদিনীপুর ছাড়াও আশপাশের জেলার বাসিন্দারা। তার দায়িত্বে থাকে মহিষাদল পঞ্চায়েত সমিতি। কিন্তু এবার এই আনন্দে করোনা কাঁটা।
7/8

মহিষাদলের এই রথ না চলায় মন খারাপ হলেও তা মেনে নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সুদিন ফেরার আশায় রয়েছেন তাঁরা।
8/8

বৃহস্পতিবার রাজবাড়ির সদস্য, পুলিশ প্রশাসনের এক বৈঠকে, রথযাত্রা উপলক্ষ্যে এবারে মেলা কিংবা জমায়েতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভিড় এড়াতে প্রশাসনের তরফে মাইকে প্রচার করা হবে।
Published at : 25 Jun 2021 04:17 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
