এক্সপ্লোর
Shades of Moon: কখনও ধূসর, কখনও রক্তিম, কখনও আবার নীলাভ, চাঁদের রং আসলে অন্য
Science News: ছবি দেখে মনে হয় সাদা-কালো। ধূসর, রক্তবর্ণ না নীলাভ, চাঁদের রং কী জানুন।
ছবি: পিক্সাবে।
1/12

উন্নত প্রযুক্তি পৌঁছে গেলেও, চাঁদকে আজও সাদা-কালোই দেখতে লাগে আমাদের। এমনকি চাঁদের মাটিও ধূসর, কোনও রংয়ের মিশেল নেই বলেই ধরা পড়ে চোখে।
2/12

কিন্তু সত্যিই কি চাঁদ পুরোপুরি রংহীন? চাঁদের মাটিও বেরঙিন? বিজ্ঞানীদের মতে, চাঁদের মাটিতে বিভিন্ন উপাদান রয়েছে। আলো পড়ে তা থেকে নানা রং প্রতিফলিত হয়। কিন্তু দূর থেকে তা বোঝা যায় না।
Published at : 27 Sep 2023 06:14 PM (IST)
আরও দেখুন






















