এক্সপ্লোর
Narendra Modi Stadium Photos: মোদির রাজ্যে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম

নবনির্মিত মোতেরা ক্রিকেট স্টেডিয়াম।
1/16

আমদাবাদে গুজরাত ক্রিকেট সংস্থার নবনির্মিত মোতেরাই এখন বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম।
2/16

মোট এক লক্ষ দশ হাজার দর্শকাসন রয়েছে নতুন মোতেরা স্টেডিয়ামে।
3/16

এর আগে মেলবোর্ন ছিল বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। অস্ট্রেলিয়ার এই স্টেডিয়ামের আসন সংখ্যা এক লক্ষ চব্বিশ।
4/16

মোতেরা ছাপিয়ে গেল ইডেন গার্ডেন্সকে। একটা সময় ইডেনে ৮০ হাজার লোক ধরত। তবে সংস্কারের সময় বাকেট সিট বসানোর পর ইডেনের দর্শক সংখ্যা ৬৪ হাজারের সামান্য বেশি।
5/16

মোতেরায় নবনির্মিত স্টেডিয়ামে রয়েছে অত্যাধুনিক মানের সুইমিং পুল।
6/16

রয়েছে ঝাঁ চকচকে ইন্ডোর প্র্যাক্টিসের সুবিধা, ক্লাব হাউস, জিম, জাকুজি।
7/16

মেম্বারদের জন্য রয়েছে বিলাসবহুল গেস্ট রুম, ক্লাব।
8/16

বিভিন্ন ধরনের ইন্ডোর গেমও রয়েছে ক্লাবে। ম্যাচ খেলতে এসে ক্রিকেটারেরাও খেলতে পারবেন বিলিয়ার্ডস, স্নুকার থেকে শুরু করে টেবিল টেনিস, সবরকম ইন্ডোর গেমস।
9/16

ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্যাচই হবে নবনির্মিত এই স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ম্যাচ।
10/16

ভারত-ইংল্যান্ডের তৃতীয় টেস্ট ম্যাচ খেলা হবে নৈশালোকে এবং গোলাপি বলে।
11/16

ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে নৈশালোকে গোলাপি বলে ম্যাচ খেলেছিল ভারত। তারপর এটাই হবে ভারতের মাটিতে গোলাপি বলে দ্বিতীয় দিন-রাতের টেস্ট ম্যাচ।
12/16

বুধবার থেকে ম্যাচ শুরু। ভারত ও ইংল্যান্ড, দুদলের ক্রিকেটারেরাই মোতেরায় পৌঁছে গিয়েছেন। নতুন স্টেডিয়াম দেখে দু দলের ক্রিকেটারেরাই মুগ্ধ।
13/16

করোনা পরিস্থিতিতে চেন্নাইয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে মাঠে দর্শক ঢোকার অনুমতি দিয়েছে বোর্ড। মোতেরার ম্যাচেও মাঠে থাকবে দর্শক। মোট দর্শকাসনের পঞ্চাশ শতাংশ টিকিট বিক্রি করার অনুমতি দিয়েছে বোর্ড।
14/16

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, দিন-রাতের টেস্টের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে।
15/16

এক বছর আগে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য এই স্টেডিয়ামেই "নমস্তে ট্রাম্প" আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
16/16

বিশ্বের সর্ববৃহৎ স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচ দেখতে মুখিয়ে সমর্থকেরা। এবিপি আনন্দকে সমস্ত ছবি পাঠিয়েছে গুজরাত ক্রিকেট সংস্থা।
Published at : 21 Feb 2021 08:52 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
