এক্সপ্লোর
Asian Games 2023: ভারতীয় ক্রিকেট দলের এই তরুণরা এশিয়ান গেমসের মঞ্চ মাতাতে প্রস্তুত
Indian Cricket Team: ব্যস্ত সূচির জেরে এশিয়ান গেমসে কোহলি, রোহিতদের বদলে তারুণ্যে ভরা দ্বিতীয় সারির দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকরা।

এশিয়ান গেমসে নজরে এই তারকা ক্রিকেটাররা (ছবি: পিটিআই)
1/8

গত বছর বিজয় হাজারে ট্রফিজয়ী মহারাষ্ট্র দলের অধিনায়ক ছিলেন রুতুরাজ গায়কোয়াড়। তিনিই এই টুর্নামেন্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। জাতীয় দলের হয়ে ইতিমধ্যেই নয়টি টি-টোয়েন্টি খেলা ফেলা রুতু এই টুর্নামেন্টে ভাল পারফর্ম করে প্রথম সারির জাতীয় দলে ঢোকার দাবি জোরদার করতে পারেন।
2/8

স্বপ্নের আইপিএল মরশুমের পর সকল ভারতীয় ক্রিকেটপ্রেমীর মুখে মুখে রিঙ্কু সিংহের নাম। ক্যারিবিয়ান সফরে জাতীয় দলে সুযোগ না পেলেও, এশিয়ান গেমসে ডাক পেয়েছেন রিঙ্কু। তাঁর দিকে সকলে নজর রাখবেন।e 2
3/8

রিঙ্কুর মতো তিলক ভার্মাও আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেই সুখ্যাতি পান। তিনি অবশ্য ক্যারিবিয়ান সফরে সুযোগ পেয়েছেন। প্রতিভাবান এই বাঁ-হাতি ব্যাটার কিন্তু যে কোনও দিন একা হাতেই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন।
4/8

বর্তমানে ঋষভ পন্থ ও কেএল রাহুলের অনুপস্থিতিতে ভারতীয় দলে কিপার-ব্যাটার খানিকটা অভাব রয়েছে বটে। জীতেশ শর্মাকে অনেকেই জাতীয় দলে সুযোগ দেওয়ার দাবি ডানিয়েছেন। ভাল এশিয়ান গেমস সেই দাবি আরও জোরাল করবে।
5/8

আইপিএলে জীতেশের মতো প্রভসিমরন সিংহও পঞ্জাব কিংসের হয়েই খেলেছেন। তিনিও কিপার-ব্যাটার। আইপিএলে ৩৫৮ রান করা প্রভসিমরন কিন্তু টুর্নামেন্টের বড় চমক হতে পারেন।
6/8

রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহালরা ভারতীয় সিনিয়র দলে ফেরায় রবি বিষ্ণোই বছরের শুরুতে স্পিনারদের দৌড়ে খানিকটা পিছনে চলে গিয়েছেন। ভাল এশিয়ান গেমস, তাঁর জাতীয় দলে জায়গা ফিরে পেতে সাহায্য করবে।
7/8

দলের তারকাদের মধ্যে সবথেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে ওয়াশিংটন সুন্দরের। ভারতের হয়ে তিন ফর্ম্যাটেই খেলে ফেলেছেন সুন্দর। তবে চোট আঘাত তাঁর কেরিয়ারে বারবার বিঘ্ন ঘটিয়েছে। ফিট সুন্দর তাই এশিয়ান গেমসে ভাল পারফর্ম করার জন্য মুখিয়ে থাকবেন।
8/8

তামিলনাড়ুর আরেক তরুণ সাই সুদর্শনও কিন্তু নিজের পরিপক্ক ব্যাটিংয়ে আইপিএলে বেশ নজর কেড়েছেন। ফাইনালে ৯৬ রান করেছিলেন তিনি। উদীয়মান ক্রিকেটারদের এশিয়া কাপেও ভারতীয় দলে রয়েছেন সুদর্শন। এশিয়ান গেমসের দলেও তাঁকে রাখা হয়েছে।
Published at : 18 Jul 2023 01:00 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
