এক্সপ্লোর
KKR vs LSG: বৃষ্টিতে পণ্ড ইডেনে কেকেআরের প্রস্তুতি, ম্যাচ ভেস্তে গেলে কী হবে?
IPL 2023: ইডেন থেকে বৃষ্টির জন্য প্র্যাক্টিস না করেই ফিরতে হল নাইটদের।

Eden Gardens
1/10

শনিবার ইডেনে নামছে কলকাতা নাইট রাইডার্স। গ্রুপ পর্বে শেষ ম্যাচ নাইটদের।
2/10

শনিবারের ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। যারা পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে। ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট-সহ।
3/10

কেকেআরের বিরুদ্ধে বিশেষ জার্সি পরে খেলবেন ক্রুণাল পাণ্ড্যরা। মোহনবাগান সুপার জায়ান্টসের সবুজ মেরুন জার্সি। যেহেতু দুই দলেরই মালিক সঞ্জীব গোয়েঙ্কা।
4/10

কেকেআরের বিরুদ্ধে সমস্ত মোহনবাগানিকে মাঠে এসে লখনউকে সমর্থন করার আবেদন জানিয়েছেন ক্রুণাল। কে এল রাহুল চোট পেয়ে ছিটকে যাওয়ায় যিনি লখনউকে নেতৃত্ব দিচ্ছেন।
5/10

বৃহস্পতিবার প্রস্তুতিতে নেমে পড়ার কথা ছিল কেকেআরের। সন্ধ্যা ৬টা থেকে রান ৯টা পর্যন্ত প্র্যাক্টিস সূচি ছিল কেকেআরের।
6/10

কিন্তু এদিন বিকেলে শুরু হল কালবৈশাখী। ঝড়ের সঙ্গে বৃষ্টি। নিমেষে ঢেকে ফেলা হল ইডেন গার্ডেন্স।
7/10

কেকেআর অবশ্য পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ইডেনে পৌঁছয়। যদিও বৃষ্টির জন্য প্রস্তুতি বাতিল করতে হয়। টিমহোটেলে ফিরে যান ক্রিকেটারেরা।
8/10

শনিবার ম্যাচের দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকার কথা। তবে বৃষ্টির জোরাল কোনও পূর্বাভাস নেই। যদি আচমকা বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়, তাহলে কী হবে?
9/10

কপাল পুড়বে কেকেআরের। সেক্ষেত্রে নাইটরা শেষ করবেন ১৩ পয়েন্টে। অর্থাৎ প্লে অফে যাওয়ার আর কোনও সুযোগ থাকবে না।
10/10

পয়েন্ট ভাগাভাগি হয়ে গেলে লখনউয়ের সুবিধা। কারণ, সেক্ষেত্রে লখনউয়ের পয়েন্ট হবে ১৬। প্লে অফে পৌঁছে যাবেন ক্রুণাল-মার্কাস স্টোইনিসরা। ছবি - কেকেআর, নিজস্ব চিত্র
Published at : 18 May 2023 10:09 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
