এক্সপ্লোর
ATM Fraud এটিএম প্রতারণার শিকার হতে না চাইলে এই সতর্কতাগুলি মেনে চলুন

এটিএম প্রতারণার শিকার হতে না চাইলে এই সতর্কতাগুলি মেনে চলুন
1/10

এটিএম জালিয়াতির ঘটনা গত কয়েক বছর ধরেই বেড়ে চলেছে। সাইবার ঠগবাজরা নানাভাবে প্রতারণা করে থাকে। প্রতারকরা মানুষের এটিএম পিন চুরি করে এবং এটিএম ক্লোন করে গ্রাহকের অ্যাকাউন্ট খালি করে দেয়।
2/10

গ্রাহকদের সতর্ক করার জন্য প্রায়ই সময়ে সময়ে সতর্কতা জারি করে রিজার্ভ ব্যাঙ্ক সহ দেশের অন্যান্য ব্যাঙ্ক। এটিএম ব্যবহারের সময় কিছু সতর্কতা অবলম্বন করে প্রতারণা এড়ানো সম্ভব।
3/10

টাকা তোলার জন্য এটিএম মেশিনের যে জায়গায় কার্ড ঢোকাচ্ছেন, তা ভালো করে পরখ করে নিন। কারণ, প্রায়ই জালিয়াতরা সেখানে ক্লোনিং ডিভাইস রেখে কার্ড স্ক্যান করে নেয়।
4/10

এটিএম পিন নম্বর প্রবেশ করার আগে, কীপ্যাডটি সাবধানে পরীক্ষা করে দেখুন সেখানে ক্যামেরা বা চিপ আছে কিনা।
5/10

আপনার এটিএম পিন নম্বর প্রবেশ করার সময় অন্য হাত দিয়ে কীপ্যাড ঢেকে রাখুন।
6/10

আপনি যদি আপনার কার্ডটি কোথাও সোয়াইপ করেন, তাহলে প্রথমে দেখে নিন পিওএস মেশিনটি কোন ব্যাঙ্কের। একইসঙ্গে সোয়াইপ করার জায়গা এবং কীপ্যাড ভালো করে পরীক্ষা করুন।
7/10

ম্যাগনেটিক কার্ডের পরিবর্তে একটি চিপ-ভিত্তিক কার্ড ব্যবহার করুন কারণ কার্ডটি স্ক্যান করা বা ক্লোন করা হলে এটি এনক্রিপ্ট করা তথ্য দেবে।
8/10

আপনার কার্ডের বিবরণ অন্য কোনও ওয়ালেটে রাখবেন না। - যদি পিওসি মেশিন কেনাকাটার সময় ওটিপি ছাড়াই লেনদেন করে, তাহলে ব্যাঙ্ক থেকে ওটিপির মাধ্যমে লেনদেন কার্ড ইস্যু করান।
9/10

টাকা তোলার জন্য যতটা সম্ভব রক্ষীর দ্বারা নিরাপত্তা প্রদান করা এটিএম ব্যবহার করা উচিত।
10/10

কার্ডে টাকা তোলার ঊর্ধ্বসীমা নির্ধারণ করে রাখুন যাতে প্রতারণার ঘটনা ঘটলে বিপুল পরিমাণ অর্থ তোলা সম্ভব না হয়।
Published at : 19 Aug 2021 06:18 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
