এক্সপ্লোর
Air Conditioner: স্প্লিট এসি মেশিন পরিষ্কার করার ক্ষেত্রে কী কী নিয়ম মেনে চলা প্রয়োজন? রইল কিছু সহজ টিপস
Split Air Conditioner: আজকাল বেশিরভাগেরই বাড়িতে থাকে স্প্লিট এসি মেশিন। একটানা অনেকদিন এসি চালানো হলে মেশিনে ধুলো জমতে পারে। তাই এসি মেশিন পরিষ্কার করা প্রয়োজন। এর জন্য রইল সহজ কিছু টিপস।

প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10

একটানা অনেক দিন এয়ার কন্ডিশনার চালানো হলে তা অবিলম্বে পরিষ্কার করা প্রয়োজন। নাহলে এসি মেশিনে ধুলোময়লা জমে তা নষ্ট হয়ে যেতে পারে।
2/10

সবসময় বাড়িতে লোক ডেকে বা যে সংস্থার এসি তাদের সার্ভিসিংয়ের লোক ডেকে এসি মেশিন পরিষ্কার করা সম্ভব নয়। সেক্ষেত্রে নিজেকেই হাত লাগাতে হবে।
3/10

বাড়িতে নিজেই কীভাবে স্প্লিট এসি পরিষ্কার করবেন তার জন্য রইল কিছু সহজ টিপস। এসি পরিষ্কার করার সময় একটু সতর্ক থাকা প্রয়োজন।
4/10

এসি পরিষ্কার করার আগে হাতে গ্লাভস পরে নিন। সঙ্গে রাখুন নরম কাপড়। যদি এসি মেশন অনেক উঁচুতে লাগানো থাকে তাহলে মই প্রয়োজন। এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা অতি অবশ্যই প্রয়োজন। এছাড়াও এসি পরিষ্কার করার আগে মেশিন বন্ধ করে সুইচ বোর্ড থেকে প্লাগ খুলে নেওয়া দরকার।
5/10

এসি মেশিনের mesh বা যাকে চলতি ভাষায় জালি বলে সেটা সবার আগে পরিষ্কার করা দরকার। এর জন্য সাবান জল প্রয়োজন। এই মিশ্রণ ওই জালিতে লাগিয়ে ব্রাশ বা নরম কাপড় দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে।
6/10

এসি মেশিনের নেট পরিষ্কার করাও খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আপনি ব্লোয়ার বা ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করতে পারেন। ওই নেট অংশে ভ্যাকুয়াম ক্লিনার বা ব্লোয়ার চালিয়ে ধরে রাখলে হাওয়ার তীব্রতায় ধুলোময়লা বের হয়ে যাবে।
7/10

পরিষ্কার করার সঙ্গে সঙ্গেই এসি মেশিন চালিয়ে দেখতে যাবেন না। অন্তত এক ঘণ্টা ভালভাবে মেশিন শুকিয়ে নিতে দিন। তারপর এসি চালিয়ে দেখে নিন সব ঠিক রয়েছে কিনা।
8/10

এয়ার কন্ডিশনার মেশিন বাইরে থেকেও পরিষ্কার রাখা প্রয়োজন। তাই এসি মেশিনের বাইরের অংশেও ময়লা থাকলে তা ঝেড়ে মুছে পরিষ্কার করে নেওয়া প্রয়োজন।
9/10

এসি মেশিনের বাইরের অংশের নোংরা পরিষ্কার করার জন্য হোয়াইট ভিনিগার ব্যবহার করতে পারেন। একটি মগে পরিষ্কার জল নিয়ে তার মধ্যে হোয়াইট ভিনিগার মিশিয়ে সেই মিশ্রণ একটি স্প্রে বোতলে ভরে নিন। তারপর ওই মিশ্রণ দিয়েই এসি মেশিনের বাইরের অংশ পরিষ্কার করে নিন।
10/10

নির্দিষ্ট সময়ান্তরে এয়ার কন্ডিশনার পরিষ্কার না করলে মেশিনের উপর চাপ পড়ে> সহজে ঘর ঠান্ডা হতে চায় না। এমনকি এসি খারাপও হয়ে যেতে পারে। অর্থাৎ কুলিং সিস্টেম নষ্ট হয়ে যেতে পারে। তাই নিয়মিত ভাবে এসি মেশিন পরিষ্কার করা দরকার।
Published at : 11 Sep 2023 08:30 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
