এক্সপ্লোর
অ্যাকাউন্ট সুরক্ষা বাড়াতে ‘২ স্টেপ ভেরিফিকেশন’ হোয়াটসঅ্যাপ বিটা ভার্সানে

1/8

দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিলই। এবার লাইভ করা হল হোয়াটস অ্যাপের ‘২ স্টেপ ভেরিফিকেশন’।
2/8

হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট সেটিংসে গেলে দেখা মিলবে ‘২ স্টেপ ভেরিফিকেশন’ ট্যাব। সেখানে বলা রয়েছে কী করে এই অপশান-কে এনেবল করতে হবে।
3/8

প্রথমে একটি ৬-ডিজিটের পাসকোড দিয়ে ফোনকে রেজিস্টার করতে হবে। পাশাপাশি ই-মেল অ্যাড্রেস ও দিতে হবে।
4/8

এই দুই ধাপ পেরোলেই, ‘২ স্টেপ ভেরিফিকেশন’ চালু হয়ে যাবে।
5/8

এর মাধ্যমে অ্যাকাউন্ট সুরক্ষা আরও বৃদ্ধি পাবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।
6/8

জানানো হয়েছে, অন্য কেউ আরেক জনের নম্বরে হোয়াটসঅ্যাপ চালু করতে পারবে না। কারণ, তাঁর কাছে পাসকোড ও তাকে রিসেট করার ই-মেল আইডি নেই। অর্থাত, নম্বর ডুপ্লিকেট বা ক্লোন বন্ধ হবে।
7/8

আপাতত লেটেস্ট বিটা ভার্সান (২.১৬.৩৪১) এ মিলবে এই বিশেষ সুবিধা।
8/8

এখানে গ্রাহককে ২টি ধাপের মাধ্যমে সুরক্ষা বৃদ্ধি করার ব্যবস্থা করতে হবে।
Published at : 11 Nov 2016 09:14 PM (IST)
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
জেলার
জেলার
Advertisement
